![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাসত্বপ্রথা বিলুপ্ত করেছে তোমায়
অহেতুক রক্ত মাংশের শরীর বয়ে বেড়াচ্ছ
তোমার পূর্বপুরুষদের মত।
যারা স্ববধীনতাকে দেখেছে,
নগ্ন নারীর যৌবন খেকো নরপশুর তালুর ভিতর বন্ধি।
যারা স্বাধীনতাকে দেখেছে শাসকের বুটের তলে
যুবকের ওষ্ঠ থেকে নির্গত লালা ও...
অামার কি জাত অাছে ভাই!
অামি যে কাজ করে খাই,
বড় বড় ইমারতে থাকে যারা
ইজ্জত সব কিনে নিয়েছে তারা।
অামি তো শ্রমিক দিনমজুর
তিন বেলা ডাকি সাহেব হুজুর,
গালি খাই একটু করলে ভুল
তুচ্ছ অপরাধে মস্ত...
বাবু, দাও গো অামার মাথায় তোমার ঝুলি
অামি নদীর ঘাটের কুলি,
এ ঘাট ও ঘাট ঘুরি অার বোঝা মাথায় তুলি
সামান্য পয়সা পেলে দুঃখ ব্যাথ্যা ভুলি।
.
কত বড় সাহস তোর ছোট লোকের জাত?
রাস্তা ঘাটে...
দাসত্বপ্রথা বিলুপ্ত করেছে তোমায়
অহেতুক রক্ত মাংশের শরীর বয়ে বেড়াচ্ছ
তোমার পূর্বপুরুষদের মত।
যারা স্ববধীনতাকে দেখেছে,
নগ্ন নারীর যৌবন খেকো নরপশুর তালুর ভিতর বন্ধি।
যারা স্বাধীনতাকে দেখেছে শাসকের বুটের তলে
যুবকের ওষ্ঠ থেকে নির্গত লালা ও...
অভিজ্ঞতা কম, এই ধরনের নিউজ যে এতো কার্যকরী তা টিটু এতোক্ষণে বুঝতে পারলো। চাকরিটা এখনো পার্মানেন্ট হয় নি তিন মাস সময় দিয়েছে এর মধ্য নিজেকে যোগ্য রিপোর্টার হিসাবে প্রমান...
ভাত দাও মা, রান্না করতে এতো সময় লাগে? প্রচন্ড ক্ষুধা পেয়েছে।
তুই কোন কাজ কর্ম করিস না তোর অাবার খিদে কিসের? তোর বয়সী ছেলেরা পড়ার পাশাপাশি কিছু একটা করে।
প্রতিদিন একই পেচাল...
সুবিধা বঞ্চিতদের জন্য
-------------------------
প্রাপ্য বুঝে নেওয়ার জন্য
কাটা ভরা পথে যে হাটে সে পায় অধিকার,
কতগুলো কন্ঠ একসাথে বেজে উঠলে
তাকে বলে অান্দলন।
সমবেত তরুণ তরুণী অধিকার অাদায়ের
অান্দলন করলে সেটা বিদ্রোহ নয়।
যদি অধিকার অাদায়ের...
গণতন্ত্র নিয়ে খেলিসনারে
ক্ষমতায় থাকা হাতি,
রাজপথে নামিয়ে এনে
মারবো ঘুসি লাথি।
অার কত সহ্য করবো ক্ষমতার উৎপাত
ধর্যের বাধ ভেঙ্গে গেলে করবো জায়গা মত অাঘাত।
এতো দুর্নীতি করিস তোরা তবু নাই ভয়
ভাবিস তোদের অাছে সরকার,
তাই...
শকুন এসেছিল উড়ে পশ্চিম থেকে
অাসন পাততে বাদশাহি মহীরুহে,
রক্ত খেয়ে হয়েছে মাতাল
অাচড় কেটেছে গর্ভবতীর মৃতদেহে।
এখানে ওখানে মরালাশ পচে!
এই অরণ্য দিতে হবে তাকে,
ভয়ে কাটে দিন, কাটে রাত
শকুনের হয়ে খবর দিচ্ছে স্থানীয়...
অামার হৃদয় কেঁটে প্রতিনিয়ত
দুঃখ প্রসব করি,
এ জ্বালা কেউ বুঝবে না!
ভালো অাছি, এই মিথ্যাটা
অার বলতে ভালো লাগে না।
প্রতিটি স্বপ্নের অালাদা রং থাকে
স্বপ্ন যার রং কে ছোঁয়,
তার জীবন স্বপ্নিল হয়।
জন্ম মাত্র পৃথিবীকেই...
মৃত্যু খেলা
----------------
ঈশ্বর! তুমি তো অচেতন নও
মানবতার এই দুরদিনে,
তবে চুপ কেন বসে রও?
শুনেছি তোমার অগচরে নেই কেহ
নেইকো তোমার অাহার নিদ্রা, দুঃখ বিরহ,
তবে কি কর এতো নিথর মরাদেহ।
হে মহাজ্ঞানী! দৃষ্টি তোমার জগৎ...
নিরবে যে প্রতিষ্ঠানটি দিনের পর দিন silent killer দের মত দুর্নীতি করে যাচ্ছে তার দিকে অামাদের চোঁখই পড়ছে না।
হ্যাঁ অামি বিদ্যুৎ অফিসের কথা বলছি।
এরা যে কিভাবে অাপনাকে অাছোলা বাঁশ দিয়ে...
অকারণে ভালোবাসি
চাইনা খুজতে কারণ।
অামি কাব্য চাষি
সুদ্ধতায় করি চারণ।
গাহি গান
বসন্ত যবে দেয় উঁকি।
ভরে প্রাণ
এতেই অামি সুখি।
অামার নেই কোন তাড়া
নই অামি উন্মাদ নই হন্যে।
এতটুকু জানি অামি ছাড়া
তুমি ভাবো না কারো...
( শহীদ মিনার)
--------------------
অামি ক্রুদ্ধ, অামি চৌত্রের হা হা কার,
অামি অামি ছিনতে এসেছি ভাষার অধিকার।
অামি দুষ্ট অলিকের জ্বালা,
অামি করতে এসেছি অসত্য ফালাফালা।
অামি পল্লবে পল্লবে সূর্যের কিরণ,
অামি, শহীদ বীরের তোরণ।
অামি ভিজতে দেখেছি...
©somewhere in net ltd.