![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন ধান্য পুস্পে ভরা আমাদের বসুন্ধরাকে ভালোবাসি
আমি নয়মাস দীর্ঘ নয়মাস প্রহর গুণেছি কখন আমার মা মারা যাবে। হয়তো সবাই এক পলকেই ভেবে নিয়েছেন আমার মতো কুলাঙ্গার ছেলে বা সন্তান দ্বিতীয়টি নেই। কিন্তু তবু বলব হ্যা আমি আমার মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করেছি। কান সজাগ রেখেছি। মোবাইলের দিকে তাকিয়ে রয়েছি কখন আমার মায়ের মৃত্যু সংবাদ আসবে। সেই দিন এলো অবশেষে ১৬ ডিসেম্বর। বিজয় দিবসের আনন্দকে ম্লান করে দিয়ে আমার মা বিদায় নিলেন।
এর ঠিক নয় মাস আগে:
বাবা একদিন ফোন করলেন।আমরা ঢাকায় আসছি। আমি আবার জিজ্ঞেস করলাম আমরা মানে আর কে কে? বাবা বললেন তোর মাও। আমি আকাশ থেকে পড়লাম। মার তো ঢাকায় আসার প্রশ্নই আসে না। কারণ ঢাকায় আমাদের বংশের কেউ থাকে না যেখানে মা বেড়াতে আসবে। তাছাড়া মা ছিল গ্রামের একজন অতি সাধারণ মহিলা। মা কোনো দিন অলংকার ব্যবহার করেননি। সামর্থ্য নেই সেজন্য নয়। মা সাধারণ জীবন যাপন পছন্দ করতেন। তিনি শহরের যান্ত্রিকতা, ব্যস্ত কোলাহল, সহ্য করতে পারতেন না। তাই পারতপক্ষে তিনি শহরের নাম করতেন না।তাই আমি একটু ভাবনায়ই পড়লাম। বাবাকে আবার ফোন করলে বাবা বললো মার চিকিৎসার জন্য। বাবা জানালেন মার যা রোগ হয়েছে তার চিকিৎসা বরিশালে হবে না। এবার আমার মনে ভয় ঢুকে গেল। তাহলে তো সহজ কোনো রোগ নয়। কঠিন কোনো রোগই হবে।
পরদিন আসলো। মা বাবা ও বড় ভাই। সকালে তারা আমাকেও সাথে নিয়ে গেলেন মহাখালী। ক্যান্সার হাসপাতালে। ডাক্তার দেখলেন। বায়োপসি করলেন। বায়োপসি রিপোর্ট দিলেন। পড়ে ডাক্তারের পরামর্শ অনুসারে একটি ক্লিনিকে মাকে ভর্তি করালাম। মায়ের রিপোর্ট আমাকে দেখতে দেয়া হল না। বালিশের নীচে রেখে দিল। পড়ে আমি সুযোগ বুঝে রিপোর্ট বের করে নিলাম। সেখানে লেখা ca gum. মানে ক্যান্সার গাম। দাতের মাড়িতে ক্যান্সার। আমি চোখকে বিশ্বাস করতে পাড়লাম না। আমি শব্দটিকে উচ্চারণ করলাম স্যাগাম। ডিকশনারি তন্ন তন্ন করে খুঁজলাম । কিন্তু কোথাও পেলাম না স্যাগাম শব্দের অর্থ। আমি মানতে পাড়ছি না আমার মায়ের ক্যান্সার হবে। ক্লিনিকের ইন্টার পাস কম্পাউন্ডারকে জিজ্ঞেস করলাম মায়ের কী হয়েছে। সে আমাকে যে কি না প্রাণীবিজ্ঞানে অনার্স পড়ছে তাকে ঝাড়ি দিয়ে বললো মিয়া লেখাপড়া কিছু জানেন না। এখানে ক্যান্সার ছাড়া কেউ ভর্তি হয় না। আমি বললাম আমার মা কি ভালো হবে? জবাবে তিনি বললেন, পাশের বেডের এক মহিলারও একই সমস্যা ছিল। সে কয়েকদিন আগে মারা গেছে। এরপর শুরু হল আমার জীবনের কঠিনতম দিনগুলো। আমার মাও মারা যাবে। মায়ের এই হাসিমুখ খানা আর থাকবে না। আর কখনো মাকে দেখব না। চোখের সামনে মা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি মাকে নতুন করে আবিস্কার করলাম। মাকে আমার আগের থেকে আরো বেশি মমতাময়ী মনে হলো। মায়ের মতো আরো বেশি পরিবর্তন লক্ষ্য করলাম। মা আমাকে সবসময় কাছে রাখতে চায়। তার মুখ সবসময় মলিন থাকে। আমি বিদায় নিয়ে মেসে যেতে চাইলে মায়ের চোখ দিয়ে পানি পড়ে।মাও বুঝতে পেরেছেন যে তিনি মারা যাবেন।
এরপর ডাক্তার কেমো থেরাপি দেয়া শুরু করলো। মায়ের খাওয়া বন্ধ হয়ে গেল। কিছু খেতে গেলেই বমি আসে। মাথার চুল ঝড়ে পড়তে লাগলো। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা শুধু চেয়ে দেখছি। আমাদের করার কিছু নেই। ক্যাম্পাসে কত বন্ধুর মায়ের ক্যান্সারে ক্লাসে ক্লাসে গিয়ে টাকা তুলেছি। কিন্তু আমি আমার কোনো বন্ধুকে তখন পাশে দেখিনি। ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। নিজেকে কীট মনে হল।
এদিকে মা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমাকে বেশি বেশি উপদেশ দিতে শুরু করেছেন। আমি কীভাবে চলব। আমি যেন কারো সাথে গ্যাঞ্জাম ঝগড়া ফ্যাসাদ না করি। আমি ছোট বেলা থেকেই শারীরীকভাবে দুর্বল হওয়ায় মা সবসময় আমাকে মারামারি থেকে দুরে রাখতেন।মারামারি হবে এ আশংকায় আমাকে খেলতেও দিতে চাইতেন না। দিলেও সেটা উঠানে বসে। যাতে তিনি ঘরে বসেই আমাকে চোখে চোখে রাখতে পারেন।
কেমো দিচ্ছে ডাক্তার একের পর এক। মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ডাক্তার এবার কেমো বন্ধ করে শুরু করলেন রেডিও থেরাপি। রেডিও থেরাপিতে অবস্থা আরো খারাপের দিকে গেল। মা এখন কথাও বলতে পারেন না। কথা বেজে যায় মুখে। মুখের বাম পাশে পচন ধরে গেছে। ক্যান্সার কোষের বৃদ্ধি একবার শুরু হলে তা খুব দ্রুত হয়। পড়ে তা রক্তের মাধমে শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ে।
ঈদের দিন ঈদগাহে মায়ের জন্য বিশেস প্রার্থনা করা হল। যাতে মা তাড়াতাড়ি মারা যান। আমরাই হয়তো প্রথম যারা মায়ের মৃত্যুর জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছে। কারণ আমরা মায়ের কষ্ট সহ্য করতে পারছিলাম না। মায়ের এমন অবস্থা হল যে, এক ফোটা পানি মুখে দিলেও ব্যথায় উহ করে উঠতেন। খাওয়া তো দুরের কথা। এদিকে আমার পরীক্ষা থাকায় আমাকে ঢাকা আসতে হবে। মা আমাকে বিদায় দিলেন। আসার সময় মা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন আর বললেন তোকে আল্লাহর হাতে সোপর্দ করে দিয়ে গেলাম।আমার মন চায়নি। তবু আমাকে আসতে হল গ্রাজুয়েশনের পাঠ নিতে। এরপর প্রতিটি মুহুর্ত কেটেছে মায়ের মৃত্যুর খবরের ভয়ে। কখন না জানি খবর আসে। তারপর ষোলই ডিসেম্বর ফজরের নামাজের পড়ে মা চির বিদায় নিলেন। মার একটি অসিয়ত ছিল আমাদের প্রতি। তার মুমূর্ষ অবস্থায় যেন ভীড় না পড়ে। অর্থ্যাৎ সবাই যেন গন হারে মুখে পানি দিতে না আসে। কারণ মা বেনামাজি ও বেপরোয়া মহিলাদেরকে পছন্দ করতেন না। আল্লাহ তার কথা রেখেছেন। মা এমন সময় মারা গেলেন তখন তার কাছে কেউ ছিলনা। আমার ছোট বোন মাকে ইশারায় নামাজ পড়িয়ে নিজে নামাজ পড়তে গেছে। এই ফাকেঁ মা ফাকিঁ দিলেন সবাইকে। মা চলে গেলেন। সাথে একটি জিনিস বন্ধ করে দিয়ে গেলেন। আদরের দরজা।
মা মারা গেছেন ৬ বছর হল। এ ৬ বছরে একবেলা ভাতও কেউ আমাকে পরম মমতায় বেড়ে দেয়নি। এত বড় পৃথিবীতে ভাতের কোনো অভাব নেই। কিন্তু মমতামাখানো ভাত!। হোটেলে খাওয়ার মধ্যে আমার খাওয়ার তেমন কোনো পার্থক্য থাকলো না।
এখন আমি বাড়ি গেলে নিজ ঘরে নিজেকে অতিথী মনে হয়।প্রতিবেশীরা শুরু করলো করুণা দেখাতে। এঘর ও ঘর থেকে ডাক আসে খাওয়ার জন্য। কিন্তু সেই মমতা মাখানো আদর মাখানো ভাত পাইনি। আদর কি জিনিস ভুলেই গেছি। আদর সোহাগ না পেতে পেতে আমার মেজাজ অনেকটাই উগ্র হয়ে গেছি। আমি খুব সহজেই রেগে যাই। খারাপ ব্যবহার করি। আমার এ ব্যবহারে অনেকেই আমাকে দেখতে পারে না। কিন্তু আমি কি করব।
মা চলে গেলে পৃথিবী মরুভূমি হয়ে যায়।
২| ১৩ ই মে, ২০১২ রাত ১২:৪০
রিশাদ রিজওয়ান বলেছেন: কেন সবাইকে চলে যেতে হয় কে জানে ! মা'র জন্য ভালবাসা.।.।।
৩| ১৩ ই মে, ২০১২ রাত ১২:৪৯
কাঠের খাঁচা বলেছেন: বুকটা কেমন করে উঠলো
৪| ১৩ ই মে, ২০১২ রাত ১:২৭
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: মা বাবা ছাড়া আমার জীবনকে কল্পনা করতেও যেন আমার কষ্ট হয়।
আল্লাহ যেন এই রকম পরিস্থিতিতে আমাকে ধৈর্য ধারন করার তৌফিক দেন।
লেখাটা পড়ে অনেক খারাপ লাগলো।
আপনি ভালো থাকবেন
পেক পেক পেক
৫| ১৩ ই মে, ২০১২ রাত ১:৩৬
সাহিদ০৬ বলেছেন: আল্লাহ কি সুন্দর একটি জিনিস বানিয়েছেন আর দিয়েছেন সবাইকে একটি, আর সেটা হল "মা" । আমার মা কখনই জিজ্ঞেস করেননি তার কি হয়েছে।
কষ্ট কি জিনিস তিনি আমাদের বোঝান নি ,আটাই দুংখ
ধন্নবাদ আপনাকে
৬| ১৩ ই মে, ২০১২ রাত ১:৪১
ইন্সিত বলেছেন: মা'র জন্য ভালবাসা......................
৭| ১৩ ই মে, ২০১২ রাত ১:৪৪
শাকিল মান্নান বলেছেন: আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু যাওয়ার অপেক্ষায় থাকাটা কষ্টের। আমার মাও আমাকে ছেড়ে চলে গেলো কয়েক মাস আগে। আমিও জানতাম মা চলে যাচ্ছে। তবে এতো আগে চলে যাবে বুঝিনি।
৮| ১৩ ই মে, ২০১২ রাত ১:৫৮
চায়নাবুড়া১৮ বলেছেন: দোয়া করি, আল্লহ আপনার আম্মা, আমার আম্মা আব্বা এবং সকল কবরবাসিকে জান্নাত নসীব করুন, আমিন।
৯| ১৩ ই মে, ২০১২ রাত ৩:১১
হাসান৭৭৭ বলেছেন: লেখা পড়ে অনেক খারাপ লাগল । আল্লাহ আপনার মা 'কে জান্নাতবাসী করুন ।
১০| ১৩ ই মে, ২০১২ সকাল ১০:৩৭
হিমালয়ের মাস্তান বলেছেন: পড়ে খুব খারাপ লাগছে।জেটা ভাষায় প্রকাশ করার মত না।দোয়া করি আল্লাহ আপনার মা কে জান্নাতবাসী করুন।
১১| ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:৪০
েমঘ দ্বীপ বলেছেন: আমি অনেক কঠিন লিখা বা ছবি দেখেছি। কোন দিন কাদি নাই।
কিন্তু আজ আর পারলাম না। লুকায় লুকায় চোখ মুছলাম, অফিসের কেউ যেন না দেখে।
PS. আমার লিখার quality ভয়াবহ খারাপ। তার জন্য দুখহিত।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১২ রাত ১২:৩৭
দুরন্ত সাহসী বলেছেন: পুরোটা পড়িনি,শেষটায় কি ছিলো জানিনা,অজানা থাকুক...।