নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

☀ আমি ভালো আছি, তুমি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

ডায়রির পাতা থেকেঃ
দুঃসহ দিনগুলো আবার ফিরে আসবে ভাবিনি। আশ্চর্যের বিষয় হল, আমি এখনও বেঁচে আছি। যদিও এটা না মরে বাঁচার মত, তারপরও বেঁচে আছি। দিন চলে যাচ্ছে, খাচ্ছি-দাচ্ছি, ঘুমাচ্ছি। অনেক দিন মনখুলে হাসি না, বাবা-মা/বন্ধুদের সাথে ঠিকমত কথা বলি না। আগে সকালে হাঁটতাম, বিকেলে ঘুরতে যেতাম, এখন সেটাও করি না। কেন করি না, এর উত্তরটা আমিও জানি না। মাঝেমাঝে মনে হয়, নিজেই যেন নিজেকে বন্দি করে ফেলেছি। বারবার চেষ্টা করেছি এর থেকে বের হতে, পারিনি। এমন জীবন আমি চাই নি! তারপরও দিন চলে যাচ্ছে, ইচ্ছায়, অনিচ্ছায়।
মা'র কান্নাকাটিতে ডাক্তারের কাছে গেলাম। মেডিসিন, চক্ষু, মনোরোগ, তিন মাসে সব মিলিয়ে চারজনের কাছে। সবাই বলেছে মেজর কোন সমস্যা নেই। একদিন রাগ করে দুটো প্রেসক্রিপশন ছিঁড়েছি। সমস্যা যদি নাই থাকে, গাদাগাদা ওষুধ খাবার কোন মানে হয়?

গতবারের রিপোর্টঃ
Pulse: 80/min
BP: 120/80(আমি জানি ডাক্তার ভুল মেপেছে)
Biochemistry report:
1. RBS: 5.2mmol/L(3.3-7.7mmol/L)
2. S. Creatinine: 0.8mg/dl(0.6 -1.4mg/dl)
Hormone Examination:
1. T3: 1.08ng/ml(0.69-2.02ng/ml)
2. TSH: 4.77 μIU/ml(0.40-0.62μIU/ml)
Hallucination, Delusion, Obsession: Absent
Orientation, Attention, Concentration, Memory, Insight: Intact
P/D: Dysthymis
নিজের রিপোর্টে দেখে নিজেই থমকে যাই। সত্যই সব নরমাল, তাহলে সমস্যাটা কোথায়? কেন আমি আর দশ জনের চেয়ে আলাদা? কেন আমি জীবনের কোন মানে খুঁজে পাই না? কেন আমার সুইসাইড করতে/কাউকে খুন করতে ইচ্ছে করে? জানি, সব প্রশ্নের উত্তর হয় না। তারপরও খুব জানতে ইচ্ছে করে।
........।
(ডিপ্রেসিভ ডিসওর্ডার ও বাই পোলার মুড ডিসওর্ডার)



নোটঃ মানসিক সমস্যা আমাদের দেশে এখনো একটা ট্যাবু। অথচ আত্মহত্যার প্রধান কারণ মানসিক অসুস্থতা। একটু অবহেলা/অসচেতনতায়, তুচ্ছ কারণে মানুষ আত্মহত্যা করছে! ভাবতেই ভীষণ দুঃখ লাগে। রাস্তাঘাটে দেখবেন অনেক পঙ্গু, অচল লোক মানবেতর জীবনযাপন করছে। তারা কিন্তু আত্মহত্যার কথা ভাবে না। আমাদের সমস্যা হল, আমরা মানসিক অসুস্থতাকে তেমন একটা গুরুত্ব দিই না, যতোটা গুরুত্ব শারীরিক অসুস্থতাকে দিই।
আচ্ছা? আমরা কী কিছুই করতে পারি না? আশেপাশের নিরাশাগ্রস্থ মানুষগুলোকে কী একটু সাহস যোগাতে পারি না? যারা নিজেরা নিজেদেরকে সহায়তা করতে পারছে না তাদের মনোবল বৃদ্ধিতে আপন করে একটু কথা বলতে পারি না?
- - হ্যাঁ পারি। আমাদের একটু সচেতনতা অনেক কিছু বদলে দিতে পারে। যারা বিষন্ন(অনেকে ভাব ধরা বলে তাচ্ছিল্ল করে), হতাশাগ্রস্ত, তাদের মনে জীবনের প্রতি ভালবাসা জাগাতে পারি। বেশি কিছু না, একটু উদ্যোগী হতে বলছি। অশনি সংকেত পেতে চোখ-কান সজাগ রাখতে বলছি। আমাদের আশেপাশে কেউ যেন মানসিক সমস্যায় গুমরে না মরে।

সহায়ক পোস্ট-
১।। বাইপোলার ডিসঅর্ডার (Click This Link)
২।। বাইপোলার ডিসওর্ডার– প্রতিরোধে প্রয়োজন ভালোবাসা (https://blog.bdnews24.com/kazisshawkat/183601)
৩।। প্রতিভাবান ব্যক্তিদের মানসিক সমস্যা | শব্দনীড় (https://www.shobdonir.com/ria/129771)
৪।। মানসিক সমস্যা বা মনের অসুখ-জেনে নিন কিছু কথা (Click This Link)
৫।। মানসিক সমস্যা ও করণীয়.....(Click This Link)
৬।। মানসিক রোগে শারীরিক সমস্যা - আনন্দ পথিক (ডাঃ পঞ্চানন)(Click This Link)
৭।। মানসিক অসুস্থতা ও আত্মহত্যা থেকে বাঁচার সহজ উপায়(Click This Link)
৮।। মানসিক রোগ/সমস্যা : অনিয়ন্ত্রিত ক্রোধ(Click This Link)
.. এমন হাজারো আর্টিকেল রয়েছে। আমি গুছিয়ে লিখতে পারি না, তাই লিংক দিলাম। নোট করা কিছু অংশ কপি করেছি। উদ্দেশ্য একটাই, আমাদের পাশের মানুষগুলো যেন ভালো থাকে। চুপসে থাকা ছেলেটা/মেয়েটা সুইসাইডাল নোট লেখার পরিবর্তে যেন পজিটিভ কিছু লিখে। জীবনকে শেষ করার পরিবর্তে তারা যেন বাঁচার স্বপ্ন দেখে। দেখা হলে মন থেকে যেন বলতে পারে, "আমি ভালো আছি, তুমি?"(সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩)


mb 250620201132
mb 030720200132
mb 170720201225
mb 26072020 2345
mb 29072020 0750
mb 11082020 2330
mb 14082020 0130
mb 17082020০


BP: 120/70

Biochemistry report:
RBS 5.1mmol/L(3.3-7.7mmol/L)
CUS Nil S. Creatinine 0.8mg/dl (0.6-1.4mg/dl) S. Electrolytes Analysis: Sodium(Na) : 144.9m.mol/L(136-146mmol/l)
Potassium: 4.2mmol/l (3.5-5.5mmol/l)
chloride: 103.8,mmol/l (97-112mmol/l)
Hormone test: T4 : 6.96ug/dl
(4.4-10.8ug/dl)
TSH: 4.02uiU/ml (0.40-6.02uIU/ml)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: মানুষের রোগ শোকের শেষ নাই।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

কাজী মাসউদ বলেছেন: মানুষের সমস্যা অনুভব করার জন্য ধন্যবাদ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেন নি কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.