নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ ব্যবস্থার আংশিক ব্যবচ্ছেদ

০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

উৎপাদন বিবরণী-
Date............... Day Peak (MW), Eve Peak (MW)
Forecast 27/02/2019: 11539.00, 12931.00
Actual 26/02/2019: - 6723.00, 8480.00 সূত্রঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সাল -উৎপাদন ক্ষমতা- বিদ্যুৎ সুবিধার আওতাধীন জনসংখ্যা - উৎপাদন ব্যয়(প্রতি ইউনিট)
2009: 4942MW, ৪৭%, ২.৬১৳
2019: 17685MW, ৯২%, ৬.২৫৳(ব্যয় বৃদ্ধি ১৩৯%)[সূত্রঃ প্রথম আলো১৩/০২/১৯]

জ্বালানি - উৎপাদন ব্যয় ও মোট উৎপাদন ক্ষমতার অংশ(%)
গ্যাস থেকেঃ ২.৮৳(৬৪.৫%)
কয়লা থেকেঃ ৭.৩৮৳(১-২%)
ফার্নেস অয়েলেঃ ১১.৪৮৳(২০.৮%)
ডিজেলেঃ ১৯.৩০৳(৬-৭%) [অর্থনৈতিক সমীক্ষা-২০১৮] অথবা, Power Generation
উল্লেখ্য, সরকারিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় ৪৯.৫৯%, বেসরকারিভাবে ৪২.৪৩% এবং বাঁকি ৭.৯৮% ভারত থেকে আমদানি করা হয়।(সূত্রঃ পিডিবি)
মোট গ্যাস ক্ষেত্রঃ ২৭টি
প্রাকৃতিক গ্যাসের মোট মজুদঃ ৪০ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)
উত্তোলনযোগ্য মজুদঃ প্রায় ২৮টিসিএফ(যার মধ্যে প্রায় ১৩টিসিএফ উত্তোলন করা হয়েছে)
সাগরে সাত বছরে গ্যাস জরিপই শুরু করা যায়নি

"শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ"
এক নজরে বাংলাদেশের বিদ্যুৎ খাত:
*.বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ২০,৮৫৪*(ক্যাপটিভ সহ ও নবায়নযোগ্য জ্বালানি সহ)
*.সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন (মেঃওঃ): ১১,৬২৩ (১৯ সেপ্টেম্বর ২০১৮)
*.গ্রাহক সংখ্যা: ৩ কোটি ২৫ লক্ষ
*.মোট সঞ্চালন লাইন (সা.কি.মি.): ১১,৩৯৬
*.বিতরণ লাইন (কি.মি.): ৪ লক্ষ ৯৫ হাজার
*.সিস্টেম লস: ১১.৮৭% (জুন ২০১৮)
*.বিতরণ লস: ৯.৬০% (জুন ২০১৮)
*.মাথাপিছু উৎপাদন (কিঃওঃআঃ): ৪৬৪ কিঃওঃআঃ
*.বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী: ৯৩%
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯; তথ্যসূত্রঃ পাওয়ার সেল- অথবা, Click This Link


Maximum Generation Queries:
♦ Maximum generation in 2019 : ...... MW as on-/-/-
♦ Maximum generation in 2018 : 11387.00 MW as on 18/07/2018
♦ Maximum generation in 2017 : 9507.00 MW as on18/10/2017
♦ Maximum generation in 2016 : 9036.00 MW as on30/06/2016
♦ Maximum generation in 2015 : 5791.00 MW as on29/08/2015
♦ Maximum generation in 2014 : 5754.00 MW as on13/07/2014
♦ Maximum generation in 2013 : 4711.00 MW as on12/07/2013
♦ Maximum generation in 2012 : 4737.00 MW as on01/08/2012
♦ Maximum generation in 2011 : 3825.50 MW as on21/12/2011
♦ Maximum generation in 2010 : 4698.5 MW as on 20/08/2010
♦ Maximum generation in 2009 : 4296 MW as on 18/09/2009
♦ Maximum generation in 2008 : 4036.7 MW as on 19/09/2008
♦ Maximum generation in 2007 : 4130 MW as on 17/09/2007
*** Maximum generation in history : 11387.00 MW as on 18/07/2018
তথ্যসূত্রঃ Max Generation অথবা, Click This Link


কয়লাভিত্তিক বৃহৎ প্রকল্প: পরিকল্পনাধীন ও বাস্তবায়নাধীন কয়লাভিত্তিক মেগা প্রকল্পের তালিকা
০১। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, রামপাল, বাগেরহাট, ৬৬০*২=১৩২০ মেগাওয়াট
০২। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, মাতারবাড়ি, কক্সবাজার, ৬০০*২=১২০০ মেগাওয়াট
০৩ । মহেশখালী, বিপিডিবি ও সিঙ্গাপুর জয়েন্ট ভেঞ্চার, ৬০০*২=১২০০মেগাওয়াট
০৪ । মহেশখালী, কক্সবাজার, ৬৬০*২=১৩২০ মেগাওয়াট
০৫ । মহেশখালী, বিপিডিবি ও টিএনবি মালয়েশিয়া জয়েন্ট ভেঞ্চার, ৬০০*২=১২০০ মেগাওয়াট
০৬ । মহেশখালী, বিপিডিবি ও সিএইডিএইচকে, চায়না জয়েন্ট ভেঞ্চার, ৬০০*২=১২০০ মেগাওয়াট
০৭। মহেশখালী, বিপিডিবি ও কেপকো, কোরিয়া জয়েন্ট ভেঞ্চার, ৬০০*২=১২০০ মেগাওয়াট
০৮ । পায়রা, পটুয়াখালী, এনডব্লিওপিজিসিএল এবং সিএমসি, চায়না জয়েন্ট ভেঞ্চার, ৬৬০*২=১৩২০ মেগাওয়াট
সূত্রঃ কয়লাভিত্তিক-বৃহৎ-প্রকল্প
পারমানবিক বিদ্যুৎকেন্দ্রঃ
১. রুপপুর, পাবনা: ২৪০০মে. ও.(২ ইউনিট)
২. লবণচরা, খুলনা: ২০০০মেগা ওয়াট(প্রস্তাবিত )
উৎপাদন পরিকল্পনা: বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা(মেঃওঃ)
২০২১ - ২৪,০০০
২০৩০ - ৪০,০০০
২০৪১ - ৬০,০০০
সূত্রঃ Click This Link
এডিট : ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩



** ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
** [link|
** গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
** বিদ্যুতের মূল্য : Gopalgonj PBS
** বাসাবাড়ির বিদ্যুৎ বিল নিয়ে কি আপনি চিন্তিত? কমানোর ৭টি উপায় - BBC News বাংলা

কোন বিদ্যুতের কত দাম?
ভারতীয় বিদ্যুৎনির্ভর হচ্ছে বাংলাদেশ
জুনে ভারত থেকে আসছে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ
বিদ্যুৎব্যয় নিয়ন্ত্রণে উদ্যোগ নেই, এক যুগে ভর্তুকি ত্রিশগুণ
ইন্টারনেট ব্যান্ডউইথ

সর্বমোট উৎপাদন বিবরণী
Day Day Peak (MW) Eve Peak (MW)
Forecast 21/05/2019 14299.00 14733.00
Actual 20/05/2019 9967.40 11329.00

বিস্তারিতসর্বমোট উৎপাদন বিবরণী
DayDay Peak (MW)Eve Peak (MW)Forecast 16/10/201913323.0014583.00Actual 15/10/20199248.9011666.0

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে!

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

অনুভব সাহা বলেছেন:
দেশ সব সময়ই আগায়, অনেক সমস্যা রেখে

২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে সুলভটা বাদ দিয়ে সবচে বেশি কষ্টিংয়ে বেসরকারী খাতে লুট চলছে! সেই লুট নিয়ে প্রশ্ন করার অধিকারও কেড়ে নিয়ে ইনডেমনিটি করা হয়েছে!

আর কি বলবো বলুন।
শুধু জীবন দিয়ে দায় শোধ করবে বাঙালী।
বিদ্যুতের মূল্য কত শত শতাংশ বাড়ানো হয়েছে! জানেন বোধকরি।
আর দেশের নিজস্ব বিদ্যুত কেন্দ্র গুলো বন্ধ রেখে, অচল করে রেখে বেসরকারী খাতে জরুরী অজুহাতে দেয়া হয়েছিল!
জরুরী অবস্থা কত দিন? মাস? বছর? ধরে চলে জানাবেন।

নিজস্ব সক্ষমতা না বাড়িয়ে পরনির্ভরশলিতা কতটুকু গ্রহণযোগ্য? তা্ও জ্বালানী ও বিদ্যুতের মতো স্পর্শকাতর খাতে!!!

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৯

অনুভব সাহা বলেছেন:
মন্তব্যে ভালোলাগা।

প্রধান সমস্যা এখানেই। বিদ্যুৎখাতে স্থিতিশীলতার জন্য বড় প্ল্যান্টের কোন বিকল্প নেই। সাময়িক ভাবে/পিক আওয়ারের জন্য কিছু রেন্টাল প্ল্যান্ট রাখা যেতে পারে, সেটা অবস্যই সীমার মধ্যে।

৩| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৪১

মাহমুদুর রহমান বলেছেন: ভৃগুদার সাথে সহমত।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

অনুভব সাহা বলেছেন:

উনার মন্তব্য সত্যিই দারুন

৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৩

তীর্থক বলেছেন: তথ্য ভিত্তিক লেখা এবং লিখেছেন ভালো। এখানে ২টি বিষয় কন্সিডার করা জরুরীঃ

১) দেশে বিদ্যুতের চাহিদা কতটা পূরণ হয়েছে? সহজ উত্তরঃ অতীতের যে কোন সময়ের চাইতে অনেক বেশী। সুতরাং সরকার এখানে সাদুবাদ পেতেই পারে।

২) বিদ্যুতের চাহিদা পূরণ করতে গিয়ে বিদ্যুতের মুল্য সাধারন জনগণের ক্ষমতার বাইরে চলে গেল কি না? এর উত্তরটা আবার সহজ না। বাংলাদেশে যেহেতু অল্প কিছু মানুষের হাতে প্রচুর টাকা চলে গেছে সেহেতু তাদের কাছে বিদ্যুতের মুল্য যা ই হোক কোন সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে এই শ্রেণী বিদ্যুতের সঠিক বিল পরিশোধ করে না এবং কোন না কোন ভাবে এরা সরকারের লোক। ফলে সরকারের পক্ষে এদের কাছ থেকে টাকা আদায় করাও সম্ভব হয় না। সুতরাং বিদ্যুতের বিল দফায় দফায় বাড়ায়ে তা সাধারণ জনগণের কাছ থেকে আদায় করা ছাড়া সরকারের যেমন কোন উপায় নেই তেমনি বিদ্যুতের মুল্য পরিশোধ করতে গিয়ে সাধারন জনগণের এখন ত্রাহি ত্রাহি অবস্থা।

মোদ্দাকথা, সরকারের উন্নয়নের লক্ষ অবশ্যই ভাল তবে তা অনেক ক্ষেত্রেই সাধারণ জনগণের জন্য যথার্থ সুফ্ল ব্যে আনতে ব্যর্থ হচ্ছে!!!

২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৩

অনুভব সাহা বলেছেন:

আপনার পয়েন্ট দুটোকে সাধুবাদ জানাই।

উৎপাদন খরচ বাড়লে বিল তো বাড়বেই! সরকার বিদ্যুৎখাতে এখনো প্রচুর ভর্তুকি দেয়, বাসা বাড়ি/সেচ কাজে আমরা পার ইউনিট যে বিলটা দেই সেটা কিন্তু গড় উৎপাদন খরচের চেয়ে কম। এর সহজ সমাধান, রেন্টাল ছেড়ে বড় প্ল্যান্ট করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.