নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

মানুষ এত নিষ্ঠুর কেন! এত সহিংস কেন!

২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:০১

শ্রীলঙ্কায় গির্জাসহ বিভিন্ন হোটেলে ভয়াবহ হামলায় নিহত ৫২, আহত ৩০০ : দৈনিক ইত্তেফাক
সকালে নিউজটা পড়ে প্রথমেই মাথায় এসেছিল, "মৃতের সংখ্যাটা শেষ পর্যন্ত কততে গিয়ে ঠেকবে?" যদিও হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, তারপরও এ হামলা কারণ বুঝতে সমস্যা হবার কথা নয়। "ধর্মীয় বিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ, কারো ব্যাক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা" এর ভেতরই কোন একটা হবে।

ভালো লাগেনা এসব খবর। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও কেন মানুষ নিরাপদ নয়? বিশ্ব আধুনিক হচ্ছে কিন্তু মানুষ আজ মানবিকতা হারিয়ে ফেলছে। সহনশীলতার পরিবর্তে উগ্র হয়ে পড়েছে। ধিক্ ওসব নরপশুদের, যাদের প্রতিহিংসা থেকে কোথাও কেউ নিরাপদ নয়।

আপডেটঃ
* শ্রীলংকায় গির্জা ও হোটেলে বিস্ফোরণে নিহত ১০০ - BBC News বাংলা
* শ্রীলঙ্কায় গির্জায়, হোটেলে একযোগে বিস্ফোরণ, নিহত ১৩৮ - bdnews24.com
* শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৫৬, দৈনিক ইত্তেফাক
সিরিজ বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ১৮৯
সিরিজ বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ২০৭
সিরিজ বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ২৯০
বিধ্বস্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ৩২১
রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ৩৫৯

%% শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান নিহত, জামাতা আহত
%% শ্রীলংকায় সন্ত্রাসী হামলার নিন্দা হাইকমিশনের, যোগাযোগ 94712406313 , জাতীয়: দৈনিক ইত্তেফাক
♦♦ শ্রীলংকা হামলার দায় স্বীকার করলো তৌহিদ জামাত
♦♦শ্রীলঙ্কা হামলা: কী কারণে এমন ভয়াবহ হত্যাকাণ্ড - BBC News বাংলা
♦♦ নিউ জিল্যান্ড থেকে শ্রীলঙ্কা: উগ্রবাদের খুঁটিনাটি
♦♦ নাইন ইলেভেনের পর বিশ্বের ভয়াবহ যত হামলা

[নিউজপোর্টালগুলো সংবাদের শিরোনাম ও তথ্যকে আপডেট করছে]

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আসলে দুষ্টলোক দুনিয়ার সব জাগায় আছে।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪০

অনুভব সাহা বলেছেন:

চারিদিকে নষ্টদের ছড়াছড়ি

২| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


কোন তথ্য নেই, মতামত নেই, একটা খবর মাত্র; ইহা কোন পোষ্ট হয়নি

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৫

অনুভব সাহা বলেছেন:

এতগুলো মানুষ মারা গেল, তার প্রতিক্রিয়ায় পোস্টটা লিখেছিলাম। রচনা বড় হয়, প্রতিবাদী প্ল্যাকার্ডের কথা নয়

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উগ্র জাতীয়তাবাদ আর ধর্মীয় উন্মাদনা পৃথিবীকে অস্থিতিশীল করে তুলছে।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬

অনুভব সাহা বলেছেন:

ঠিক। উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় উন্মাদনা আর রাজনৈতিক সহিংসতা মনবতার মূল শত্রু এগুলোই

৪| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১

মাহমুদুর রহমান বলেছেন: প্রতিদিন এমন ঘটনা অহঃঅহ ঘটছে।এর অর্থ দাঁড়ায় মানুষ তাদের নিরাপত্তার খাতিরে এমন একজন ব্যাক্তিকে ক্ষমতা দান করে কিন্তু সেই ব্যাক্তিই শেষ পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৯

অনুভব সাহা বলেছেন:

"মানুষ তাদের নিরাপত্তার খাতিরে এমন একজন ব্যাক্তিকে ক্ষমতা দান করে কিন্তু সেই ব্যাক্তিই শেষ পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতেব্যর্থ হয়।"
এ কথা দ্বারা কী বুঝাতে চেয়েছেন? আবার ধর্মের প্যানপ্যানানি! পৃথিবীতে ধর্মই এখন অশান্তির মূল। কারণ বেশীরভাগ ধার্মিক ভন্ড

৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

মাহমুদুর রহমান বলেছেন: এ কথা দ্বারা কী বুঝাতে চেয়েছেন? আবার ধর্মের প্যানপ্যানানি! পৃথিবীতে ধর্মই এখন অশান্তির মূল। কারণ বেশীরভাগ ধার্মিক ভন্ড


যারা ধর্মের নামে মিথ্যাচার ছড়িয়ে বেড়ায় তারাই তো সীমালঙ্ঘনকারী।আর তার আল্লাহ্‌ কাছে অপছন্দনীয়।ধর্ম মানুষকে কখনও অশান্তির পথে পরিচালিত করে নি বরং মানুষই ধর্মের নামে মিথ্যাচার করে নিজেদেরকে অশান্তির পথে পরিচালিত করে।

২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১১

অনুভব সাহা বলেছেন:

হ্যাঁ। সহমত
এসব ভন্ডরাই যত অনিষ্টের মূল

৬| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খারাপ।

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৬

অনুভব সাহা বলেছেন:

মানুষরুপী পশুদের কাজ এগুলো

৭| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

অজ্ঞ বালক বলেছেন: দুনিয়াটাই জাহান্নাম হইয়া যাইতাসে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.