নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

ভারতের লোকসভা নির্বাচন-২০১৯: আবারও কী দিল্লির মসনদে বসতে যাচ্ছেন মোদি?

২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:৪২

[আপডেট: ২৫ মে ২০১৯
দল.... - আসন(এবার ৫৪২আসনে ভোট হয়েছে)
বিজেপি - ৩০৩
কংগ্রেস- ৫২
দ্রাবিড় মুনেত্রা কাজাগাম- ২৩
তৃণমূল কংগ্রেস -২২
জনতা দল(সংযুক্ত)-১৬
বহুজন সমাজ পার্টি- ১০
অন্যান্য -১১৬
উল্লেখ্য, বিজেপি জোট পেয়েছে মোট ৩৪৮আসন, কংগ্রেস জোট ৯১আসন আর অন্যান্য দল ১০৩টি আসন] (সূত্রঃ প্রথম আলো)

১১ এপ্রিল শুরু হয়ে গত ১৯ মে শেষ হয় ভারতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। প্রায় ৯০ কোটি ভোটারের জন্য নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে এই ভোটগ্রহণ চলে। আজ(২৩মে, বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। উল্লেখ্য ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র আর এটা বিশ্বের বৃহত্তম নির্বাচন। যেখানে ১,৮৪১টি রাজনৈতিক দলের ৮০০০-এরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসন রয়েছে। সেই হিসেবে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন।

প্রাথমিক গণনার ভিত্তিতে ফলাফলের যে পূর্বাভাস বিবিসি তৈরি করেছে, তাতে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩১৯ আসনে এগিয়ে রয়েছে। আর রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বধীন জোট ইউপিএ ৮১টি আসনেএবং ৯৫টি আসনে অন্যান্য দল জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ২২টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার তথ্য দিয়েছে আনন্দবাজার।(খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

# [২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। যেখানে এককভাবে তারা পেয়েছিল ২৮২ আসন। আর বিজেপি জোট পেয়েছিল ৩৩৪টি আসন। অপর দিকে কংগ্রেস পেয়েছিল শুধু ৪৪টি আসন। জোটে তারা পায় ৬০টি আসন। অন্যান্যরা পায় ১৪৯টি আসন।]

*** সংখ্যাগরিষ্ঠ আসনযুক্ত কিছু রাজ্য, যেগুলোর উপর ভোটের ফলাফল অনেকটাই নির্ভর করে:
রাজ্য ------- আসন
উত্তর প্রদেশ- ৮০
মহারাষ্ট্র- ৪৮
পশ্চিমবঙ্গ - ৪২
বিহার -৪০
তামিলনাড়ু -৩৯
মধ্য প্রদেশ -২৯
কর্ণাটক -২৮
গুজরাট -২৬
রাজস্থান -২৫
অন্ধ্র প্রদেশ -২৫
ওডিশা(উড়িষা) -২১
কেরালা -২০
তেলেঙ্গানা -১৭
আসাম -১৪
পাঞ্জাব -১৩
........

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্যমতে, দেশব্যাপী ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিনএ জোট এগিয়ে আছে প্রায় ৩২৮টি আসনে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশহতে এখনও অনেকটা দেরি থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব অসমাপ্ত ফলাফল এই দলটির জয়ের কথাই জানাচ্ছে। এনডিটিভির তথ্যমতে, বিজেপি ও এনডিএ জোট এগিয়ে আছে ৩২৮ আসনে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৮ আসনে এবং অন্যান্য বিরোধী দলগুলো এগিয়ে আছে ৯৬ আসনে।

আপডেট- ২৪.০৫.১৯
বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায়, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৪৬ আসনে, কংগ্রেস ৮৯ এবং অন্যান্য দল ১০৭ আসনে। এতে দেখা যায়, ইতোমধ্যে ২৭২টি আসন পার করেছে বিজেপি।(সূত্রঃ ভারত আবারও জয়ী হলো: নরেন্দ্র মোদি, The Daily Ittefaq

আরো কিছু খবর:
** দ্বিতীয়বারের মত নিরঙ্কুশ সংখ্যাগষ্ঠিতা অর্জন করলো নরেন্দ্র মোদীর বিজেপি
** ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু
** বিশাল ব্যাবধানে এগিয়ে বিজেপি জোট
** ভারতের লোকসভা নির্বাচন: বিপুল ব্যবধানে এগিয়ে মোদীর বিজেপি - bdnews24.com
** পৈতৃক আসনেও পিছিয়ে রাহুল গান্ধী
** পশ্চিম বঙ্গে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই - bdnews24.com

:: লোকসভা নির্বাচন ২০১৯: যে ১১টি তথ্য জানা দরকার - BBC News বাংলা
:: লোকসভা নির্বাচন ২০১৯: পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি'র উত্থানের তাৎপর্য কী? - BBC News বাংলা
:: ভারতের নির্বাচন: নরেন্দ্র মোদীর পুনরায় বিজয় বিশ্বের জন্য কী বার্তা দিচ্ছে - BBC News বাংলা
:: ভারতে আবার মোদী সরকার: বাংলাদেশ কী প্রত্যাশা করতে পারে? - BBC News বাংলা
:: ভারতের নির্বাচনে ধর্মের উঁকিঝুঁকি, গণতান্ত্রিক মূল্যবোধ এখন নিম্নমুখী - BBC News বাংলা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: ধর্মীয় উন্মাদ মোদী।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২

অনুভব সাহা বলেছেন:

মোদি তো উন্মাদ, জনগণও কী কম?

২| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



ভারতের মানুষ অপশক্তিকে বেছে নিলো, খারাপ খবর।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৬

অনুভব সাহা বলেছেন:


মোদি আপশক্তি! হয়তোবা। ট্রাম্পের মত।

ভালো, খারাপ জানি না। রাহুল, প্রিয়াঙ্কা এখনো রাজনীতিতে এখনো পরিপক্ব নয়, দেশ চালানো তো পরের কথা। ভারতকে এগিয়ে নিতে মোদি সরকারই বেশী অবদান রাখতে পারবে।

৩| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:২৪

পথিক প্রত্যয় বলেছেন: আমার ধারণা ছিল ঝুলন্ত পার্লামেন্ট হবে । তবে পাকিস্তানের উপর বিমান হামলা বোধহয় মোদিকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। সব জায়গায় যেহেতু জাতীয়তাবাদের জোয়ার চলছে তাই ভারতের জনগণও পিছিয়ে থাকতে চায়নি।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৬

অনুভব সাহা বলেছেন:


মোদি যে আবারও ক্ষমতায় যাবে, আগেই বুঝেছি। তবে এত আসন পাবে ভাবিনি। জাতীয়তাবাদের নামে ভারতীয়রা উগ্রতা, সাম্প্রদায়িক সহিংসতাকে সাপোর্ ট করছে না তো?

৪| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:২৯

ঢাবিয়ান বলেছেন: মোদী চুড়ান্ত সাম্প্রদায়িক ব্যক্তি হবার পরও নির্বাচনে এগিয়ে আছে। তাও আবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে। যদি কোন প্রকার কারচুপি না হয়ে থাকে তবে বলতেই হবে যে মোদী অবস্যই তার দেশের জন্য গুরুত্বপুর্ন অবদান রেখেছে। তা নাহলে পরপর ইলেকশনে জয়লাভ করতে পারার কথা নয়। জয় হোক গনতন্ত্রের।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

অনুভব সাহা বলেছেন:

ছোটখাটো কিছু অনিয়ম যে হয়নি তা না। তবে এই ২-৪% অনিয়ম না হলেও মোদিই জিততো। ভারতে মোদির অবদান অবস্যই আছে। তার দোষ একজায়গাতেই: জাতীতাবাদের নামে সাম্প্রদায়িক, কট্টরপন্থী মনোভাব, শিব বসেনার মত উগ্রদলের সাপোর্ট করা।

৫| ২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যাটসম্যান গৌতম গম্ভীর জিতেছে... অভিনেতা দেব জিতেছে

আমাদের দিদিও জিতেছে, তবে হারতে হারতে। মোদি যে এত আসন পাবে স্বপ্নেও ভাবিনি। এখন ব্যর্থতার দায়ে রাহুল গান্ধী হয়তো পদত্যাগ করবে... সামনে যে কী হবে?

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১১

অনুভব সাহা বলেছেন:


মোদির অনেককিছুই ভালো, সমস্যা গো-রক্ষার নামে মানুষ হত্যাকারীদের সাপোর্ট করায়



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.