নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

বেরসিক বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্তর বিশ্বরেকর্ড

১৩ ই জুন, ২০১৯ রাত ৮:১১

ক্রিকেট মাঠে অপ্রত্যশিত হলেও এবারের বিশ্বকাপে প্রয়োজনীয় জিনিষের ছবি এটি। এখন পর্যন্ত বিশ্বকাপের(২০১৯) অর্ধেক ম্যাচও শেষ হয় নি, অথচ ম্যাচ পরিত্যক্তের বিশ্বরেকর্ড হয়ে গেছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, এর আগে ১৯৯২ ও ২০০৩এর বিশ্বকাপে দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়।
আজকের 'ভারত বনাম নিউজিল্যন্ড' ম্যাচ সাড়ে তিনটায় শুরু হবার কথা থাকলেও ভেজা আউট ফিল্ডের কারণে টস করা সম্ভব হয় নি(ম্যাচ বাতিল করা হয়েছে)। এর আগে ৭ জুন ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা, ১০ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্টইন্ডিজ এবং ১১জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গত ৪ জুন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটিও বৃষ্টির কবলে পড়েছিল। "Toss delayed due to rain", "Toss delayed due to wet outfield" কিংবা "No result - due to rain"/Match abandoned without toss" শব্দগুলো এবারের বিশ্বকাপে খুবই পরিচিত হয়ে উঠেছে। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে যে আবহাওয়া বিরাজ করে তাতে সন্দেহ নেই সামনে আরো কিছু ম্যাচ বৃষ্টি বিড়ম্বনায় পড়বে, ফলে পুরো ওভার খেলা হবে না/ম্যাচ বাতিল হবে, পয়েন্ট ভাগাভাগি করতে হবে, দর্শকদের হতাশ হতে হবে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই সময়ে ইংল্যান্ডে বিশ্বকাপ করা হল কেন? বা রিজার্ভ ডে রাখা হল না কেন?
অাইসিসি অবশ্য তার কিছু জবাব দিয়েছে...

সহায়ক লিংক:
।। বিশ্বকাপের সব খবর
।। বিশ্বকাপের পয়েন্ট টেবিল
।। বিশ্বকাপের সময়সূচী
।।বিশ্বকাপের সব ম্যাচের ফল
।। বিশ্বকাপের ১০ দল
.. ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: যেভাবে মাঠে এবং টেলিভিশনে - BBC News বাংলা
।। বিশ্বকাপ নাকি ‘বৃষ্টিকাপ’
।। রিজার্ভ ডে না থাকায় ক্ষোভ
।। রিজার্ভ ডে না রাখা বিষয়ে মুখ খুললো আইসিসি
।। বৃষ্টি, পয়েন্ট ও রিজার্ভ ডে নিয়ে এবারের বিশ্বকাপের নিয়ম

ছবি: বিবিসি

[শব্দ বিড়ম্বনা: "পরিত্যাক্ত", না "পরিত্যক্ত" কোন শব্দটা ঠিক! নাকি দুটোই ঠিক এ নিয়ে বিড়ম্বনায় পড়েছি।
পরিত্যাক্ত- শব্দের বাংলা অর্থ at english-bangla.comSearch English meaning for any Bangla word,
পরিত্যাক্ত- [বিশেষণ পদ] বাদ দেওয়া বা ত্যাগ করা হয়েছে এমন,বর্জিত।
বাংলা অভিধান - পরিত্যক্ত এর অর্থ - Bangla Dictionary
বিমুক্ত করা, খালি, অভাব বোধ, নিক্ষেপ করা, শূন্য, বাজে, বাতিল করা, বিহীন, অকার্যকর, অব্যবহৃত, পড়ো, বাতিল, রদ করা।]

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ রাত ১০:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্রিকেটের প্রধান শত্রু বৃষ্টি। কিছু মাঠে ফোল্ডিং ছাদ করা দরকার।

১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৫১

অনুভব সাহা বলেছেন:

টেনিসের মত ছোট মাঠগুলোয় ছাদ(স্থায়ী/অস্থায়ী) দেয়া যায়, ফুটবল ক্রিকেটের মত বড় মাঠে ছাদ দেয়া কঠিন। তবে অসম্ভব নয়

২| ১৩ ই জুন, ২০১৯ রাত ১০:৫৯

এমজেডএফ বলেছেন: পরিত্যক্ত [ parityakta ] a given up; left off; abandoned; deserted; relinquished; quitted; re nounced; omitted. fem. পরিত্যক্তা ।

পরিত্যক্ত [ pari-tyakta ] বিণ. 1 বর্জিত, ত্যক্ত (বন্ধুদের দ্বারা পরিত্যক্ত); 2 ফাঁকা, যেখানে কেউ বাস করে না (পরিত্যক্ত বাড়ি)। [সং. পরি + √ ত্যজ্ + ত]। পরিত্যক্তা বিণ. (স্ত্রী.) বর্জিতা, যাকে ত্যাগ করা হয়েছে (স্বামীপরিত্যক্তা)

সূত্র: সাংসদ বাংলা অভিধান

আমার মনে হয় 'পরিত্যক্ত' শব্দটি সঠিক। বাংলা ভাষার ক্লাসিক্যাল অভিধানগুলোতে 'পরিত্যাক্ত ' শব্দটি নেই।

১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৪

অনুভব সাহা বলেছেন:


ধন্যবাদ। বিভিন্ন নিউজে 'পরিত্যক্ত' শব্দটিই ব্যবহার করেছে।

৩| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: খেলা না হওয়া খুব দুঃখজনক।

১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৪

অনুভব সাহা বলেছেন:

সেটাই

৪| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:৫৬

রাকু হাসান বলেছেন:

পরিত্যক্ত বানানটি সঠিক হবে ।
সবেচেয় বাজে একটি ক্রিকেট বিশ্বকাপ বলতে গেলে। আরও পরিত্যক্ত হবার সম্ভবনা প্রবল । জলবায়ু পরিবর্তন জনিত কারণে এসব সমস্যা হরহামেশায় হবে । ভাবতে হবে প্রযুক্তিবিদের নতুন করে ।
সেমিতে যাওয়ার বাংলাদেশর সমীকরণ কেমন ? সম্ভবনা কতটুকু দেখছেন ?

১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:১১

অনুভব সাহা বলেছেন:
পরিত্যক্ত বানানটি ঠিক। বিভিন্ন নিউজেও এটি ব্যবহার করেছে
আমাদের সেমিতে যাওয়ার সমীকরণ একটু কঠিন, তবে অসম্ভব নয়।
পয়েন্ট টেবিলের প্রথমদিকের দলগুলো সবাই ভালো করছে। আমাদেরও ধারাবাহিক হতে হবে, দলের সবাইকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে। সামনের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে। নটিংহ্যামের কুখ্যাত মাঠে জয় পেলে সেমির সমীকরণটা একটু সহজ হবে...

৫| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: না খেলেও দলগুলো পয়েন্ট পেয়ে বাংলাদেশের আগে ছিলো । কাল বাংলাদেশ ৫ম এ আসলো :)

১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:২১

অনুভব সাহা বলেছেন:
জিতে পুরো পয়েন্ট পাওয়াটা আনন্দের। আর না খেলে পয়েন্ট ভাগাভাগি করাটা হতাশার। সামনে আরো চারটা ম্যাচ আছে। দেখা যাক আরেকটু সামনে আসা যায় কি না..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.