নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

বাজেট রিভিউ: আমি তো অবাক!

২১ শে জুন, ২০১৯ দুপুর ২:১১

বাজেট নিয়ে কয়দিন বিস্তর পড়াশোনা করলাম। এবারের বাজেট কেমন হল? কেমন হওয়া উচিত ছিল? ঘাটতি বাজেট ভালো না মন্দ? এসব নিয়ে নানা কথা, নানা মত। গণতান্ত্রিক দেশে পক্ষে-বিপক্ষে যুক্তি তর্ক অবশ্য থাকা দরকার। বাজেট নিয়ে পড়তে গিয়ে কয়েকটা বিষয়ে খটকা লেগেছে। অসম বরাদ্দ, অসম উন্নয়ন আর অনর্থক ব্যয়। গতকাল নিউজ পড়তে গিয়ে অবাক হলাম, এবারের বাজেটে বিটিভির জন্য বরাদ্দ ১৮৬৮ কোটি টাকা আর আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ১ হাজার ৬৫২ কোটি ২ লাখ টাকা । যেখানে বিচারাধীন মামলা ৩৩ লক্ষেরও বেশী। ঠিকমত খুঁজলে আরো অনেক অসঙ্গতি চোখে পড়বে। অনেকে হয়তো বাজেটের বড় আকারটাই দেখবে, এতগুলো টাকা ঠিকমত কাজে লাগানোর দক্ষতা যে আমাদের নেই, সেটা বুঝবে ক'জন? { এডিপি: ১১ মাসে ৬৮% খরচ - (ঠিকমত উন্নয়নও আমরা করতে পারি না..) }
যা হোক, আমি গতানুগতিক পোস্ট লিখবো না। শুধু লিংকগুলো সাজিয়ে রাখবো।

:: বাজেট ২০১৯-২০
:: ১৮% ব্যয় বাড়িয়ে ৫ লাখ ২৩ হাজার ১৯০কোটি টাকার বাজেট - bdnews24.com
।। বাজেটে যেসব খাতে যত ব্যয় ধরা হয়েছে
।। মুস্তফা কামালের ‘স্মার্ট’ বাজেট গতানুগতিক ছকেই - bdnews24.com
।। এডিপির জন্য বরাদ্দ ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা
।। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ
।। বাজেট: যেসবের দাম বাড়ছে, যেসবের কমছে - bdnews24.com
।। দাম বাড়তে পারে...
।। বেতন-ভাতা-ভর্তুকিতে সরকারের বরাদ্দ ৬০ শতাংশ, উন্নয়নে ৪০
।। বাড়ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বলয়
।। শিক্ষায় বরাদ্দ বাড়লেও বৃদ্ধির হার নগণ্য - bdnews24.com
।। বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচে, পরিণাম কী? - BBC News বাংলা



বাজেট নিয়ে ভাবনা(মতামত/সম্পাদকীয়):
।। বাজেট কর্মমুখী হয়েছে হতাশার দিকও আছে
।। বাংলাদেশের বাজেট এতো 'ছোট' হবে কেন?
।। দুরু দুরু বক্ষ…
।। এডিপি বরাদ্দ কম পাচ্ছে উত্তর-পশ্চিমের জেলাগুলো: বিআইপি - bdnews24.com
।। উন্নয়ন ভাবনা, বৈষম্য ও আমাদের সংবিধান
।। উন্নয়ন, 'অন্যায়ন' ও কতিপয় স্বপ্নবাজ
:: বাজেট ও বাজেটের প্রকারভেদ - শিক্ষালয়
:: ঘাটতি বাজেট কি সত্যিই খারাপ
:: বাজেট না ছাই!
:: ঘাটতি বৃত্তান্ত
:: ঘাটতি বাজেট এবং নিরুৎসাহিত অভ্যন্তরীণ সঞ্চয়
।। আর্থিক খাত সংস্কারে পদক্ষেপ জরুরি: ড. সালেহ উদ্দিন আহমেদ (Ajker Kagoj)
।। বাজেট ২০১৯-২০২০: প্রান্তিক মানুষের উন্নয়নে বরাদ্দ এবং দৃষ্টিভঙ্গিগত সংকট

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৯ দুপুর ২:২২

বলেছেন: বিটিভির জন্য বরাদ্দ --- কার উন্নয়নের উনুনে জ্বলবে!!!! আবাক হবারই তো কথা।।।

১৮৬৮ হাজার কোটি টাকা দিয়প বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও সাথে টেকনিশিয়ান নিয়োগ দিলে জাতির লাভ কি ক্ষতি হতো।।।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:০৮

অনুভব সাহা বলেছেন:
অ নে ক কিছুই হতে পারতো। তবে...
৯০ লাখ টাকা দামের পাজেরো পাচ্ছেন ইউএনও

২| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: বাজেট মানে প্রতি বছর জিনিসপত্রের দাম বৃদ্ধি।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:১২

অনুভব সাহা বলেছেন:

আপনার কথা আংশিক সত্য। সমস্যা হল সব জিনিষের দাম বৃদ্ধিটা নিয়ন্ত্রিত/সুষম নয়

৩| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৭

শাহিন-৯৯ বলেছেন:


"বাতাবি লেবুর বাম্পার ফলন" দেখাতে হবে জনগনকে তাই এতো বরাদ্ধ, এত অবাক হওয়ার কিছু নাই।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৩

অনুভব সাহা বলেছেন:

জ্বি। আসল কারণ ঐ লেবুর নিউজ প্রচার করা

৪| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫৮

ভুয়া মফিজ বলেছেন: এ'বছর থেকেই নতুন স্যাটেলাইট উড়ানোর জন্য প্রস্তুতি শুরু করা দরকার। একটা আলাদা খাত থাকলে ভালো হতো। :P

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৮

অনুভব সাহা বলেছেন:

দেশ ডি জি টা ল হচ্ছে তো। স্যাটেলাইট ছাড়াও আরো অনেক খাত বের হয়ে যাবে...

৫| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৪

করুণাধারা বলেছেন: অনেক গুলো লিন্ক দিয়েছেন, অনেক কিছু জানতে পারলাম। শিক্ষা আর স্বাস্থ্য খাতে বরাদ্দ দেখে খুবই অবাক হলাম, স্বাস্থ্য খাতে বরাদ্দ ১% ও না!! ছি ছি বাজেট ছাড়া আর কিছু বলার নেই।

গতকাল একটা খবর দেখলাম, ফ্যান লাইট নাই এমন খাবার দোকানে খেতে কোন ভ্যাট লাগবে না কিন্তু পেন লাইট আছে এমন দোকানে খেতে সাত শতাংশ এবং এসি ওয়ালা দোকানে খেতে খাবারের উপর ১৫% ভ্যাট দিতে হবে‌। অর্থাৎ ফুটপাতে বেঞ্চ পেতে যে দোকান, কেবলমাত্র সেখানে বিনা ভ‍্যাটে খাওয়া যাবে।

পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

অনুভব সাহা বলেছেন:

শিক্ষা আর স্বাস্থ্য খাতকে আমাদের সরকারগুলো বরাবরই অবহেলা করে আসছে। তারা দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী। সস্থ্যবান শিক্ষিত জাতী দেশের কতবড় সম্পদ সেটা তাদের কে বুঝাবে?

ভ্যাট সীমিত করে ট্যাক্স বাড়াতে হতো

৬| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


অনেক পড়লেন, অনেক ভাবলেন, অনেক জানলেন: ফলাফল ভালো মনে হচ্ছে না; লেখা থেকে বুঝা যাচ্ছে, আপনি তেমন কিছু বুঝতে পারেননি; একটা বিষয়ে আপনার সামান্য ধারণা হয়েছে, এত টাকা ১ বছরে খরচ করার মতো জনবল সরকারের নেই।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

অনুভব সাহা বলেছেন:


বেশী পড়ার কারণে মাথা মনেহয় হ্যাং হয়ে গিয়েছে। আপনি কি অর্থনীতির ছাত্র?

৭| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

আপনি লিখেছেন যে, বিটিভির জন্য বরাদ্দ: ১৮৬৮ কোটি টাকা
ব্লগার ল কমেন্টে বলেছেন, বিটিভির জন্য বরাদ্দ: ১৮৬৮ হাজার কোটি টাকা ( ১ নং মন্তব্য)

আপনি উহাতে উত্তরও দিয়েছেন, উনার ভুল আপনি টের পাননি; কারণ, সংখ্যাগুলো নিয়ে আপনার তেমন ধারণা নেই।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

অনুভব সাহা বলেছেন:

আপনার তো দেখি বাজপাখির চোখ!

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার : শ্রম প্রতিমন্ত্রী
এশিয়া ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত সবোর্চ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের

৮| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

মাহমুদুর রহমান বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

অনুভব সাহা বলেছেন:


অনেক টাকার ব্যাপার স্যাপার। বুঝা একটু কঠিনই

৯| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

মোগল সম্রাট বলেছেন: গত মার্চ মাসে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৫ শতাংশ মে মাসে তা ৫ দশমিক ৬৩ শতাংশ উন্নীত হয়েছে।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

অনুভব সাহা বলেছেন:
কালোটাকা সাদা করার সুযোগ দিলে মূল্যস্ফীতি তো বাড়বেই
২০১৮সালে মূল্যস্ফীতির চিত্র-
মালদ্বীপ- ০.১%
শ্রীলঙ্কা- ০.৪%
আফগানিস্থান- ০.৮%
ভারত- ২.২%
ভুটান- ৩.২%
নেপাল- ৩.৭%
বাংলাদেশ- ৫.৪%
পাকিস্তান- ৬.২%
(কারেন্ট অ্যাফেয়ার্স -জুন২০১৯, ৩৮পৃষ্ঠা)

১০| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


সরকারী কর্মচারীদের বেতন দেয়ার পর, বাজেটের বেশী টাকা কোথায় বরাদ্দ করার দরকার ছিলো?

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

অনুভব সাহা বলেছেন:

সবচেয়ে বেশী গুরুত্ব পাবে মৌলিক অধিকার সম্পর্কিত খাতগুলো, তারপর অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে শিক্ষা, সাস্থ্য, প্রযুক্তি

১১| ২১ শে জুন, ২০১৯ রাত ১০:৩৮

মা.হাসান বলেছেন: অনেকগুলো প্রয়োজনীয় লিংক সমৃদ্ধ পোস্ট , তবে আপনি আপনার নিজের কোন বিশ্লেষণ যোগ করলেন না। গত ৩০ বছর ধরে প্রায় একই ধাঁচের বাজেট, কাজেই আপনি অবাক কেন হলেন তা বুঝলাম না। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ সামর্থ্য অনুপাতে ঠিক আছে। পত্রিকা ওয়ালারা অনেক কিছু হাইড করে লেখে, সত্য প্রকাশ করে না। জিডিপির অনুপাত না দেখে আপনি যদি মোট বরাদ্দের শতকরা অনুপাত দেখেন তাহলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেখতে পাবেন। মালদ্বীপের জিডিপি মোট ৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কোন ভাবেই তুলনা করা উচিত না। তবে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের অর্থনীতির অনেকখানি মিল আছে। তবে সামাজিক দায়বদ্ধতা খাতে আমাদের ব্যয় বেশি। একই কথা খাটে পাকিস্তানের ক্ষেত্রেও। সামাজিক দায়বদ্ধতার এই খাতের খরচগুলো সরকার না করলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে পারত, তবে দেশের মাইক্রো ইকনমি যথেষ্ট দুর্বল হওয়ায় সামাজিক দায়বদ্ধতার খাতগুলোতে সরকারকে আরও অনেক দিন ধরেই খরচ চালিয়ে যেতে হবে।
এক জায়গায় সব লিঙ্কগুলো চলে আসায় পোষ্টটিকে প্রিয়তে রাখলাম।

২১ শে জুন, ২০১৯ রাত ১০:৫৭

অনুভব সাহা বলেছেন:

আমি আসলে লিখতেই চাইনি। বাজেট নিয়ে পড়তে গিয়ে অনেক লিংক বুকমার্ক করে রেখেছিলাম। সেগুলো সাজিয়ে রাখতে এই পোস্ট। নিজের জন্যই পোস্ট দেয়া।

আপনার যুক্তি ঠিক আছে, তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ থাকা দরকার। জনসংখ্যার অনুপাতে এ বরাদ্দ খুব কম। আর এটাতো খরচ নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ।

১২| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
টিনের চালে কাক
আমিতো অবাক!
অবাক হওয়া মানা
বলেছে চান্দু নানা!

যাই ঘটুক -জ্বি হুজুর
যাই বলুক জ্বি হুজুর
সত্য বলা মহাপাপ
এমনি হল তাদের ভাব!

লুটপাট আর গরিব মারার
এই বাজেটে ধিক্কার
টাকার মান বাড়াতে হবে
এমন ভাবনা নেই কার!

কালো টাকা করলে সাদা
মিছে পোষা দুদক গাধা!
সংবিধানের হাত পা বাঁধা
আমজনতার চক্ষে ধা ধা!

গোলেমালের পরিসংখ্যান
দাদা গাধা সবাই সমান
আসলের ঘর শুন্য তেমন
বাচাল ফানুস উন্নয়ন!


২৪ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৯

অনুভব সাহা বলেছেন:

দারুন ছন্দ, অনিয়ম হোক বন্ধ।

১৩| ২২ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ~বাংলাদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার জন্য যতটুকু না বরাদ্ধ পায় তার থেকে এক একজন ইউএনও কে দেওয়া গাড়ির মূল্য বেশি!

~কে বলেছে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট নেই। বাজেট আছেতো-

এমন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোর শিক্ষকরা গবেষণা ভাতা পেয়ে থাকে অথচ আজ অব্দি সেই বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা কার্যই সম্পাদন হয়নি। গবেষণা প্রবন্ধ? সেতো.... থাক বললাম না :P

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৪:২০

অনুভব সাহা বলেছেন:

আমলাদের তুষ্ট করে গদি ধরে রাখার ধান্দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.