নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)\nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আরামসে গালিগালাজ

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২০

মসজিদের ভেতরে জায়নামায নিয়া দুইজনে হালকা ঝগড়া চলতেছে।
বিষয় সম্ভবত একজনে আরেকজনের জায়নামাযে বইসা পড়া অথবা পাড়া দেয়া অথবা এইধরনের কিছু একটা যেইটা আসলে আমি শুনি নাই। তবে ঝগড়ার বিষয় জায়নামায এইটা বেশ বুঝতে পারতেছি।
আমি তাদের সর্বাধিক নিকটবর্তী বইলা মোটামুটি শুনতে পাইতেছি। দুইজনেই আমার দিকে চাইয়া চাইয়া আমার সাপোর্ট চাইতেছে। কারে সাপোর্ট করা যায় এইটা ভাবতেছি এমুন সময় একপক্ষ বিপক্ষ পার্টিরে কইল, এতে এত রাগারাগির কি আছে? আমার পাছাতে কি গু লাইগা আছে?
বিপক্ষ পার্টি এইটা শুইনা একেবারে কাতর হইয়া আমার দিকে চাইল। চোখ দিয়া কইতে চাইল, এমুন একটা বিশ্রী কথার পরেও আপনে চুপ কইরা থাকবেন?
আমি তাদের ব্যাপক কাতর দৃষ্টি উপেক্ষা কইরা বাইর হইয়া পড়লাম।
বাইর হইয়া বারান্দা-টারান্দা ঘুইরা আবার ভেতরে ঢুইকা পড়লাম।
দেখি তখনো তারা মৃদুস্বরে পরস্পরকে দোষারোপ কইরা যাইতেছে।
আমি গিয়া একটা হন্তদন্ত ভাব নিয়া কইলাম, আসেন, আসেন। এবং হাত দিয়া চোখ দিয়া ফোর্স দিয়া বুঝাইলাম, কথা পরে, আগে বাইর হওয়া জরুরী।
বাহিরে আইসা তারা ঝগড়া-ঝাটি থুইয়া আমার দিকে এটেনশন নিয়া আছে। তাদেরকে কেন এমুন কইরা ডাইকা আনছি সেইটা শুনতে চায়।
আমি কইলাম, মসজিদের ভেতরে বইসা আরামসে গালি-গালাজ করা যায় না। এখন ইচ্ছামত একজন আরেকজনরে দিকে গু-মুত ছোঁড়াছুড়ি করেন। ঝগড়া কইরা আরাম পাইবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩১

ক্লোন রাফা বলেছেন: ইহা কি কোন গল্পের প্লট নাকি সত্য কথন ⁉️ যদি সত্য কথন হয় তাহা হইলে উনারা প্রকৃতপক্ষে মুসলিম বলিয়া সন্দেহ প্রকাশ করছিলাম।
ধন্যবাদ , লেখক আ.মোল্লাহ্ ।

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮

আনু মোল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
এটা বানানো জিনিস।
তবে মসজিদে ইদানিং জায়নামায নিয়ে যে বাড়াবাড়ি দেখি তা থেকেই মাথায় আসছে।
ঠিক হবুহু এটা না হলেও জায়নামায নিয়ে মন কষাকষি দেখেছি মসজিদে।

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার এই ঘটনা সত্য না হলেও এখন মসজিদে এসব হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.