নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)\nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ছোটপ্রাণ ছোটকথা

২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫



তার চোখের দিকে তাকালে মনে হয় সে ফেরেশতার একটু উপরে, না হয় একটু নিচে। আমি সে দিকে চেয়ে চেয়ে আসমান ধরার চেষ্টা করি। কিন্তু চোখ কি সব সময় সত্য কথা বলে? অথবা সত্য কথায় আমার কাজ কি? মাঝে মাঝে তো এমন সময় আসে যখন দু একটা মিথ্যা অতি জরুরি হয়ে পড়ে।



দুজন পাগল কিংবা মাতাল যখন কথা বলে হঠাৎ শুনে সেগুলোকে দর্শন বলে মনে হতে পারে।



সাম্যবাদী ফেরেশতারা রাতের বেলা নাখেয়ে ঘুমিয়ে পড়ে কারণ ঘাসের উপর সকালবেলার শিশির হীরার দামে বিক্রয় হয়। তাতে পেট ভরে না। মিথ্যা চাবুকের আঘাতে তৈরি ক্রন্দন বয়ে আনে না ভরা নদীর তীরে শাদা রাজহাসের শপথে বলিয়ান শোভার ক্ষত। অশ্রু যত দীর্ঘ হোক নদীর ভাল লাগে না কালের আঘাতে জর্জরিত শুকনো ঘাসের আগুন। আগুনে পুড়ে ঘাস কখনো কখনো মানুষ হয়ে যায়। ঘাসের মা ভয়ে ভয়ে থাকে সর্বদা যদি ছাই হয়ে যায়। কিন্তু মানুষ তো কখনো কখনো ছাইয়ের চেয়েও খারাপ হতে পারে, হাসিনার মত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

এসো চিন্তা করি বলেছেন: লেখা ভালো হয়েছে ভাই আমার লেখাগুলো পড়ার আমন্ত্রণ র ইলো
ধন্যবাদ ভাই ❤️

২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৭

আনু মোল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ। অবশ্যই পড়ব।
আমার ব্লগগুলোও পড়বেন, মতামত জানাবেন এই আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.