নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)\nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

প্যাডেলটানা - ব্যাটারিটানা

২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৮

আমাদের অনেকে মনে করে যে প্যাডেল টানা রিকশা নিষিদ্ধ করে দেয়া উচিত কারণ এইটা অমানবিক। অর্থাৎ কায়িক পরিশ্রম করাটা একটা অমানবিক ব্যাপার।
কায়িক পরিশ্রম অমানবিক যুক্তি হিসাবে এইটা খুব দুর্বল একটা যুক্তি। সেক্ষত্রে পৃথিবীর যেকোন কায়িক শ্রমের কাজই বন্ধ করা উচিত। রিকশা চালানো যেমন কঠিন শ্রমের কাজ তেমনি মাটিকাটা, রৌদ্রতপ্ত দিনে ক্ষেতে কাজ করা এই সবই কঠিন কাজ।
আসলে এইরকম কায়িক শ্রম অমানবিক না। অমানবিক হলো এইসব কায়িকশ্রমকে তুচ্ছ করা। যারা কায়িকশ্রম দেয় তাদেরকে সাব-হিউম্যান মনে করাটাই হল অমানবিক বিষয়। সবচেয়ে জঘন্য হচ্ছে এইসব কায়িক শ্রমকে চুরি করা। এইসব সব কায়িক শ্রমের উপরে দাঁড়ায়া নিজেদের সম্পদের পাহাড় তৈরি করা। আর শ্রমিকদের জন্য একটা পশুর জীবন বরাদ্দরাখা।
কলোনিয়াল মেন্টালিটির কারণে আমরা কায়িকশ্রমকে অত্যন্ত নিচু জাতের কাজ মনে করি। লজ্জা-শরমের ব্যাপার মনে করি। রাস্তায় যৌণকর্ম করার চেয়েও কায়িকশ্রমকে আমরা ক্ষেত্রে বিশেষে লজ্জাজনক কাজ মনে করি। সুতরাং আমাদের চিন্তা-ভাবনার এইসব ত্রুটি দূর না করে স্রেফ কায়িকশ্রমকে গালিগালাজ করা তেমন কোন কাজের কথা না।
শ্রমের কাজ বন্ধ করার চিন্তা না করে আমাদের উচিত সকলের ন্যায্য সম্মান নিশ্চিত করা। আমরা একজন রিকশাশ্রমিককে দশটাকার জায়গায় পনের টাকা হয়ত সহজে দিতে পারি। কিন্তু তাকে মানুষের জায়গায় কল্পনা করতে আমাদের কলোনিয়াল মন সায় দেয় না।
প্যাডেলটানা রিকশা যেমন বন্ধ করা উচিত না তেমনি ব্যাটারিচালিত রিকশাও বন্ধ করা উচিত না। টেকনোলজির সুবিধা সকলের পাওয়ার দরকার আছে।
তবে আমরা যেইভাবে ব্যাটারিচালিত রিকশার একটা নৈরাজ্য কায়েম করেছি সেটাও উচিত না।
এইসব নৈরাজ্যের একটা সুচিন্তিত সমাধান দরকার। এইটা খুব জটিল-কঠিন কোন বিষয় অবশ্যই না। চাইলে এসবের সহজ সমাধান বের করা যায়। ইচ্ছাটা দরকার।
নিরাপত্তার ইস্যুটা একটা বড় ইস্যু। এটার একটা ইঞ্জিনিয়ারিং সমাধান বের করা যায়। সেই সাথে এটা যেহেতু একটা যন্ত্রচালিত বাহন, সেইভাবে এর লাইসেন্স, অনুমোদন ইত্যাদি বিষয়গুলো একটা ডিসিপ্লিনের মধ্যে আনা উচিত।
তাহলে এই প্যাডেলটানা আর ব্যাটারিটার সমস্যার সমাধান হবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: এই সমস্যার সমাধান হবে না। পার্ট আমদানী হয় চীন থেকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.