![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরো এমন কোনো দিন
ধরো মেঘের ওপারে
ধরো সন্ধ্যা আসে না
ধরো সূর্য্য হাসে না
তুমি নাচছ মেঘের পায়ে
দিয়ে মেঘরঙ্গা পায়েল
ধরো এমন কোনো দিনে
ধরো আকাশ পানে চেয়ে
ধরো দু'চোখ দিয়ে পানি
ধরো বাঁধ মানে না
তুমি কাঁদছ অঝোরে
ঢেকে দু'হাত দিয়ে মুখ
ধরো তোমার কেউ নেই
ধরো কখনো কেউ ছিলো না
ধরো তুমি জানোনি
ধর বুঝতেও পারোনি
আমি সদা ছিলাম ঠায়
তোমার পাশে দাঁড়িয়ে।
২| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬
ভালা মানুষ বলেছেন: লাইফটা তো ম্যাথেমাটিক্স ! না ধরলে হিসাব মিলবে?
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবই কি ধরে নেবে
?