নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী পথিকের মন

উদাসী পথিকের মন › বিস্তারিত পোস্টঃ

যৌবন হচ্ছে ন্যায়যুদ্ধে বিজয়ী হওয়ার উৎকৃষ্ট সময়!

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

যৌবন হচ্ছে তীব্র যন্ত্রণা / আমোদ ফূর্তি/ জীবনটাকে উপভোগের একটা ‍উর্বর সময়, আবার এ যৌবনকালই হচ্ছে ন্যায়যুদ্ধে বিজয়ী হওয়ার উৎকৃষ্ট বিনিয়োগের সময় বা সংযমের মাঝে টিকে থাকার প্রাণান্তকর লড়াইকাল। কেউ এ যন্ত্রণার যাতনায় ছটফট করে নিজেকে স্রোতের মাঝে ভাসিয়ে দিয়ে সাময়িক আনন্দ-ফূর্তিতে বিভোর হতে হতে জীবনের পড়ন্ত বেলায় ক্লান্ত শ্রান্ত অবসান্ত মন নিয়ে হতাশা, যন্ত্রণা আর এক বুক বেদনা ও অতৃপ্তির হাহাকারে আত্মবিলাপ করে কেঁদে ওঠে, কিন্তু ততদিনে সোনালী জীবনের সমাপ্তি এসে দরজায় দাঁড়িয়ে যায়, করার কিছু থাকে না।
আর যে যুবক/যুবতী যৌবনের টালমাটাল সময়ে সর্বাবস্থায় আত্মসংযমী, ধৈর্যশীল, স্থির, ন্যায়ের যুদ্ধে নীতিবান অটল সৈনিকের মত দন্ডায়মান থাকে, তার জীবন হয়ে ওঠে সুন্দর সুখময় আলোকিত, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির মহান বিনিয়োগ। তার হারানোর মত কিছু থাকে না, শান্তির সুখের উল্লাসে দৃঢ় মনোবলে এগিয়ে যাওয়ার উদ্যাম নিয়ে প্রাণান্তর এগিয়ে চলার সুন্দরতম সময় যৌবন, যদিও এ পথ কন্টকাকীর্ণ বা পিচ্ছিল, কিন্তু পরক্ষেণই অমলিন আনন্দ, সুখ শান্তি আর অনাবিল শৃঙ্খলা................... হে জগতের মালিক, কোন পথে চললে আমাদের জন্য সহজ হবে, সে পথে চলতে আমাদের দিকনির্দেশনা দাও,
=== উদাসী পথিকের মনের কথা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.