![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই হারালাম ৫২তে ৫৪তে বাবা
বোনকে নিল অন্ধকারে নগ্ন পশুর থাবা
বোনের খোঁজে মায় গেলো আর এলোনা ফিরে
৬৯ রে পেলাম তারে হাজার লাশের ভিড়ে।
৭১ রে ২৫ শে মার্চ আমার বুকে গুলি
এই দুঃখু কার কাছে কই কেমন করে ভুলি।
মাগো তোমার কোলের স্বপ্ন ছিল আঁকা
দেশটা একদিন মুক্ত হবে ঘুরবে নতুন চাকা
কথা ছিল স্বাধীন হলে আসবো বিজয় ভেসে
বুকের ভিতর জড়িয়ে নিভে গভীর ভালবেসে।
কিন্তু ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
©somewhere in net ltd.