![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রার্থনা আমার সত্যি হয়ে আসবে বুঝি রাতের শেষে
ক্লান্ত দুচোখ রেখেছি মেলে জাগাবে আলো এসে
তোমার বিষন্ন দুচোখ আমার পরাজয়ের কথা বলে
তবুও কেন আমার দেহে তোমার গন্ধ?
স্বপ্নে বিভোর শহরের জনস্রোতে মানুষ খুজি
অন্ধ ঘৃনার কালো রৌদে শরীর ডুবিয়ে ভিজি
অসার বিকলাংগ হারে অপার সুখের ছোয়ায় মগ্ন থাকি
তবুও কেন এ আয়নায় তুমি নগ্ন?
অসুস্থ জীবন দূরের আলোর রঙ - নীরবতায় অল্প শোনায়
অসুস্থ মনে বিষাক্ত স্মৃতি বারে বারে এসে দাগ দিয়ে যায়
আমার আকাশে চেয়ে থেকে স্বপ্নের আর্তচিতকার শুনি
সব শেষে ... সকল অপুর্নতায় পুর্ন আমি
পুরোটা শুনতে নিচের ভিডিও -
আগের পোস্টে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে পোস্ট দেয়া শুরু করব বলেছিলাম, এই পোস্ট সেটারই আবছা সুচনা।
০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫
শুভ্র নামের ছেলে বলেছেন: আমার অনেক প্রিয় একটা গান এটা
২| ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
সোহরাব সুমন বলেছেন: ব্লগে স্বাগতম !
০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৪
শুভ্র নামের ছেলে বলেছেন: ধন্যবাদ, তাও তো অনেকদিন হল
৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১০
স্বপ্নচোর বলেছেন: খুব ভাল লাগলো......
১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৪
শুভ্র নামের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: খুব সুন্দর +
স্বপ্নে বিভোর শহরের জনস্রোতে মানুষ খুজি
অন্ধ ঘৃনার কালো রৌদে শরীর ডুবিয়ে ভিজি
অসার বিকলাংগ হারে অপার সুখের ছোয়ায় মগ্ন থাকি
তবুও কেন এ আয়নায় তুমি নগ্ন?