নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইেন মাটি কাটি, সেই মাটিতে ঘর বানাই। মাটির ঘর।\nফেসবুকে আমি : https://www.facebook.com/itshikkha

এম এ আউয়াল

অনলাইেন মাটি কাটি, সেই মাটিতে ঘর বানাই। মাটির ঘর।

এম এ আউয়াল › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে এসেছিস যখন দেয়ালে আচঁড় কেটে যা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২


আগামীকাল আপনি মারা গেলে আপনাকে কতজন মনে রাখবে? কতজন আপনার কথা চিন্তা করে চোখের পানি ফেলাবে? বছর বছর আপনার কবরে কতজন ফুল দিতে করতে আসবে? চিন্তা করেছেন কখনো?
কেউই মনে রাখবে না, আপনি হারিয়ে যাবেন। বিশ্বাস না হলে আপনার দাদার দাদার নামটা মনে করতে পারেন কিনা দেখুন?
আসলে আপনি এমন কিছুই করেন নি যে আপনাকে মানুষ মনে রাখবে। ছোট বেলা থেকে বাপের হোটেলে বড় হয়েছেন, খেয়েছেন ঘুমিয়েছেন আর প্রকৃতিকে জৈব সার দান করেছেন। যৌবনে ১ হালি বা তার চেয়ে অর্ধেক বাচ্ছা পয়দা করবেন, তারপর আপনার বাবা মা যা করেছিলে সেটাই করবেন । ছা পোষা জীবন। বাচ্ছা পয়দা করেবন , মানুষ করবেন আর মরার জন্য অপেক্ষা করেবন ।

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে চাকুরীর নামে গোলামী করতে যাওয়া, কিংবা নিজের ব্যবসা। ৯ টা পাচটা অফিস শেষে টিভির রিমোট হাতে নিয়ে দুই চার দশ পনের মিনিট, তারপর সকালের চিন্তায় ঘুম। আবার শুরু।

বৃত্তের ভিতরেই আপনার জীবন। বাচ্ছারা বড় হয়েছে। আপনি কবরে ১ পা নামিয়ে পৃথিবীর যাত্রা সাংগ করার উদ্দেশ্যে দিন গুনছেন। একদিন অপেক্ষা শেষ হল।
৪ দিন শোকের মাতম। ৪০ দিনে ক্ষীন প্রায়। ছেলে মেয়েরা প্রথম ২/১ বছর আপনার কথা চিন্তা করে ২ মিনিট চোখে পানি আনত। এখন তারা ব্যাস্ত। সময় নেই।
আপনার দাদা, বাবারা হারিয়ে গেছে। সেই পথে আপনিও। আপনাকে মনে রাখবে না। আপনি যা করেছেন তাতে এমন কিছু কি ছিল যা আপনাকে মনে রাখার জন্য যথেষ্ট।

আলেকজেন্ডার, নেপোলিয়ন, সম্রাট আকবর, হিটলার, এরিষ্টটল, প্লেটো, সক্রেটিস, মার্ক্স, লেলিন, চে, গৌতম বুদ্ধ, বড়ু চন্ডীদাস, আমাদের সালাম, বরকত থেকে নজরুল, সবাই কিছু না কিছু করেছে বৃত্তের বাইরে গিয়ে। আপনি কি করেছেন মনে রাখার মত?
বৃত্তের বাইরে আসুন। জগতকে নতুন চোখে দেখুন। পৃথিবী আপনাকে মনে রাখার মত উপহার দিন।
স্বামী বিবেকানন্দ এর মত করে ভাবতে শিখুন,
পৃথিবীতে এসেছিস যখন দেয়ালে আচঁড় কেটে যা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: “'জন্মালি তো একটা দাগ রেখে যা।”

কিন্তু এই দাগ রেখে যাওয়াতে কি আপনার কোন লাভ হবে আপনার মারা যাবার পরে??

আপনি যখন এই দুনিয়াতে থাকবেন না তখন এই দুনিয়ার কিছুতে আপনার কি কোন লাভ/লোকসান হবে?

এটা অবশ্যই একটা মটিভেশনাল কথা যে “'জন্মালি তো একটা দাগ রেখে যা।” কিন্তু আসলেই এই দাগে আপনার কতটুকু লাভ আর না রাখলেই বা ক্ষতি কি? <<< কিছুই না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

এম এ আউয়াল বলেছেন: নতুন দা ... তাহলে এই দৌডাদৌড়ি করে কি লাভ । আরামসে ঘুমান । বছর বছর পয়দা করতে থাকেন ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: চমৎকার বক্তব্য তুলে ধরেছেন। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

এম এ আউয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

নতুন বলেছেন: লেখক বলেছেন: নতুন দা ... তাহলে এই দৌডাদৌড়ি করে কি লাভ । আরামসে ঘুমান । বছর বছর পয়দা করতে থাকেন ।

পয়দা করবে জনগন তার হিসাব মতন...

কিন্তু আপনি না থাকলে আপনি যে দাগ রেখে গেলেন তা দিয়ে আপনার কি ভাল হবে সেটা নিয়ে বলেছি আমি...

নাম রেখে যাওয়া জিনিসটা ভাবতে ভাল লাগে... কিন্তু আসলে কি আপনার মরার পরে নাম থাকাটা খুবই দরকারী?

৭ বিলিয়ন মানুষের মাঝে কতজনের নাম আমরা জানি?

রাগ হইয়েন না.... একটু চিন্তা করে দেখুন... ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

এম এ আউয়াল বলেছেন: এই পৃথিবীর আলো বাতাস খেয়ে বড় হইছেন . কি দিলেন পৃথিবীকে । আমরা সবাই ব্যক্তি কেন্দ্রিক হয়ে পড়ছি তাই এই অবস্থা । আপনার ছেলে মেয়েরা এটলিষ্ট বলতে পারে ওমুক আমার বাবা, বা নাতি পুতিরা বলতে পারবেন অমুক আমার নানা, দাদা.....

আর নাহলেই মরার পর ও গালি দিয়ে যাবে হারামজাদা কিছুই করে নাই .মাথা উচু করে যে কমু আমি উনার বংশের ।

কাম করলে নাম এমনিতেই থাকবে . ৭ বিলিয়নের নাম জানি না কিন্তু সাতজনের নাম ত সবাই জানে । সেই সাতজনের একজন আপনি তো হইতে পারেন।

রাগ করার কিছু নাই দাদা . আপনার মতামত তো আপনার কাছেই । :D

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেয়ালে সবাই আঁচড় কাটতে পারেনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

এম এ আউয়াল বলেছেন: আচড় কাটার মানিসকতা সবার থােক না । অনেেকই চিন্তাই করেত পারে না । বড় স্বপ্ন না দেখলেে বড় হবো কিভাবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.