নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

বোশেখের প্রেম নেই লালসার ইলিসের ঝোলে-

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

একটি বছর চলে গেলো

জানিনা সে কিরকম ভালো ছিলো-

অথবা খারাপ ছিলো আমাদের তরে;

সেই সব মানুষেরা জানে,

যাঁহাদের উনুনের আগুন নিভেছে

ধানে আর ঘমে ভরা পৃথিবীর অঘ্রাণে।

আর জানে তাঁরা- যাঁহাদের বৈশাখ

শুরুহয় লালসার ইলিসের ঝোলে-

তবে তারা জানেনাই ছমাসের আধপেটা হলে-

‍কেমন কা‍লিমা জমে ঐ রাঙ্গা-

কৃষাণ বধুর রাঙা কপুলে।



সব মোরা ইলিসের রাক্ষস,

‍বৈশাখ শুরুহয় কারো কারো লোভ আর লালসায়

কারো বৈশাখ আসে বেদনার ছায়াঘন হতাসায়

আমাদের লাগি যাঁরা `খাসা' আর `মিনিকেট'

ধানতুলে, স্বপ্নের সোনা-

আমাদের ইলিশ আছে লালসার রসে

তারা মাঠে রোদে পুড়ে রোজ-

ত্বতাভাত -মরিচ-লবন আলপনা

‍খেলে তার মনের ভেতরে,

আমি তার করিনাই কোনদিন সে ‍ব্যথার খোঁজ ।



বৈশাখ এসেছে আবার মনে মোর শুভেচ্ছা আছে-

লোভ আর চাহিদার মায়াজাল' সেও হৃদয়ের পাছে-

‍শু‍ভকামনার পাশাপাশি যার বাস-

মুখের কামনায় আজ নেই কোন আশ্বাস।



সুহাসিনী- তবুও ‍কি

শুভেচ্ছা ‍জানাতেই হবে ?

পৃথিবীর শুভ হোক, এই দাবি মনের

হলে ভালো, তবু ‍মুখে জানাতেই হয়, তবে-

তো‍মাদের দেব পরে, প্রথমে নিজেই নিতে হবে;

‍বুঝিনাই সুহাসিনী শুভ আর অ‍শুভ ইচ্ছার ব্যবধান

আমাদের ‍শুভ হয় ঘরে যদি আসে-

আমাদের ভালোবাসা আমাদের কষ্টের ধান।

একদিকে চৈ‍ত্রের খরা জ্বলে আমাদের ঘামে

‍সোনার আগুন এসে আমাদের ধান খেতে নামে-

উত্তর আকাশে তখন-

বৈতাল বোশেখের আগমনী ক্ষণ-

সোনার ধানের ক্ষেতে আমাদের কৃষকের হৃদয় কাপে,

ঐ বুঝি উত্তর থেকে এসে ফের ধ্ব‍ংসের সন্তাপে-

কাল বোশেখির ঝড় আসে।

তবু তবু বৈশাখ আসে প্রতি সনে'

মাঝে মাঝে ‍সাথে করে

নিয়ে আসে বৃষ্টির শিলা,

শিলার আঘাতে ভাঙ্গে সোনার ধানের ক্ষেতে

আমাদের স্বপ্নের নীড়;

আমাদের ইচ্ছা স্থবির

হয়ে রয়, ‍শুভ আর অশুভ মাঝখানে পথে।



তবুও ন‍তুন সন বছরে বছরে

আসে নতুন স্বপ্ন নিয়ে আমাদের তরে

অনেক আশার নীড় আমাদের মনের ভিতের।

‍বৈশাখে এলো প্রেম কৃষ্ণচূড়ার ঠোঁটে, আগুন লালিমা-

সুহাসিনী- সময়ের প্রেম এসে মুছেদিক যুগের কালিমা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

বোকামন বলেছেন:
অনেক আশার নীড় আমাদের মনের ভিতের ....
কবিতায় ভালোলাগা ...খুব!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ, ভাল লাগলো জেনে খুশি হলাম,
শহরের বৈশাখের ভ্রান্ত আবেগ দেখে হতাশ হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.