নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
চক চক করা পানিটা খেলোনা! বোকা প্রাণীটা ভাবলো এইত নিচে মাটি দেখা যাচ্ছে। চট করে একটা ঠ্যাং ঢোকিয়ে দিলো পানি, এটা কর ঠেং? প্রাণীটার ত চার ঠ্যাং পানির উপরে। মনেহয় হেনোয়ারা বেগমের কথিত সন্ত্রাসী শাবকটার হবে। আহা কত বড় সন্ত্রাসী সে, একদল হায়েনার সাথে সন্ত্রাসী - কত্ত বড় সাহস। যা বেটা তোর ঠ্যাং দিয়েই এই নদীর জলের তলার মাটি সরাব। এই বলে পানিতে নাড়তে থাকলো। জোরে আরো জোরে, যা- শালা, এবার হয়েছে, আর মাটি দেখা যায়না। "জলদং পিয়নং শান্তি"। পাঠক বলেনতো এই প্রাণী কে? না-- না না, গাধা মনে করবেনা। এ যুগের গাধারাও পরিষ্কার পানি পাণ করে। এ প্রাণীর নাম বাংলাদেশ সরকার। এরা লিমন ওয়াটার পান করেছে- তবে ঘোলা করে। এত দিনে তরা বুঝেছে তাদের পায়ের তলায় এখন আর মাটি নেই, এখন লিমন ১৬ বছরের নিষ্পাপ ছেলে, নাবালক, তবে যখন ৪ বছর আগে মামলা করেছিল তখন সে ছিলো দুর্দর্শ সন্ত্রসী। যাক বাবা পানিতো খেলো। তবে ঘোলা পানি উপদেয় নয়, ডায়রিয়া হয় তাবে ডাকতার কয়।
আমার গেরস্ত দাদার কাছে শুনেছিলাম (ক্ষেতে গেলে কিরানের বুঝ)। আমাদের নাসিম সাহেম মনেহয় এতদিনে ক্ষেতে পড়েছেন, এখন ইনি বলছেন- " আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে- এগুলো শোধরানোর সুযোগ দেওয়া প্রয়োজন, আমাদেরকে আবার সুযোগ দিন- আর তা ছাড়া আমরা মুক্তি যুদ্ধের সপক্ষের শক্তি বলে গণতন্দ্রের সার্থে আমাদেকেই ক্ষমতায় দেওয়া উচিত"। সুন্দর বলেছেন- তবে উনি ভুলে গেছেন উনি পরিবার তন্ত্রের রাজনৈতিক কর্মচারী মাত্র। -- আর না ভয় করে, আবার না লিমনের মত পা হারাতে হয়।
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭
নিরব বাংলাদেশী বলেছেন: সবকিছুর জন্য আমরা জনগনই কি দায়ী নই? আমরা আমাদের দোষ, ব্যর্থতা ঢাকতে কখনো সরকার কখনো রাজনীতিবিদ বা অন্য কোন সংস্থাকে গালি দেই, কখনো ভাবিনা দুধে ফরমালিন আমলা বা প্রধানমন্ত্রী মিলায় না মিলায় সাধারন জনগন
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২
প্রথম বাংলা বলেছেন:
ঠিক'ই বলেছেয়েন, আমরা মনে হয় কুকুরের মত কিছুটা প্রভু ভক্ত হয়ে গেছি, যদিও আমরা সভাবে কাঠাল পাতাভুগ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
প্রথম বাংলা বলেছেন:
কেউ মনে কষ্ট নিবেন না। বাংলাদশের সবগুলো রাজনৈতিক দলই পরিবারতান্ত্রিক- আর যারা রাজনীতিবিদ তারা হলো পরিবার তন্ত্রের কর্মচারি। গেরস্তের মর্জিমাফিক চাষবাস না হলে কামলা 'ঘেচাং'।