নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

৯৯৯৯৯ টা গাধা-

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

অনেক অনেক কাল আগের কথা। একরাজা তার রাজ্যের জন্য কিছু বিজ্ঞ লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলেন। বিজ্ঞপ্তিতে তাও বলা হল যে, যারা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই রাজ সভায় গুনিজন আসন পাবেন। বিজ্ঞপ্তিতে "বলা হল'' বললাম কারন তখনত আর প্রিন্ট মিডিয়া ছিলনা। তখন ঢোলিরাই ছিল সাংবাদিক- তবে তখনকার ঢোলিরা আজকের বাংলাদেশের মত সেপাইদের হাতে মার খেতনা। কারণ তারা ছিল রাজ পক্ষের ঘোষনা সাংবাদিক। অনেকটা (বি টি ভির) মত।

, তা প্রশ্ন তিনটা কি?



১. পৃথিবীর পরিধি কত?

২. পৃথিবীর মধ্যভাগ কোথায়?

৩. আর সাত সাগরের জল কত?

রাজ্য ভিন রাজ্য সবখানে সাড়াপরে গেল সব পন্ডিতের মাথার চুল পায়ের পাতার চামরা সব ছিটা ফুটা হয়ে গেল কিন্তু কোন সুরাহা হচ্ছেনা। আর অনেক বড়বড় পন্ডিত যেমন সেন বংশীয়, মাল গুত্রীয়, আবুল সম্প্রদায়ীর মত বড় বড় বংশিয় পন্ডিতরা রাজসভার গুনিজন হতে নাপেড়ে হতাস, হাতের নখ গুলান কামরে কামরে ছোট হয়ে যাচ্ছে কেবল। কিন্তু কোন কাজ হচ্ছেনা।

সব সম্ভাবনা যখন শেষ তখন হঠাত এক অচেনা লোকের আবির্ভাব ঘটল। সে কে ? তার পরিচয় জানাগেল, সে পাল বংশীয় কোন এক বিক্ষাত পন্ডিত গোপাল।



এবার উত্তরের পালা

-

গোপাল একে একে উত্তর দিল-



১. মহাশয় আমি পৃথিবীর পরিধি মেপে এসেছি, আপনার রাজ দরবারে ফটকের বাইরে পচিশটি রেশম সুতাবোঝাই গরুর গাড়ি আছে। পরিধি মাপার পর দৈর্ঘ বরাবর রেখে প্রস্থছেদ করেছি। আপনার লোক দিয়ে মাপিয়ে নিন।



২. আর আছে ২১ গাড়ি নুরি পাথ , প্রতি এক গ্যালন করে পানি মেপেছি আর একটা করে নুরি পাথ গাড়িতে রেখেছি। মহাসয় সংখ্যার পরিমানে ১২ লিখে ১২১২টি শূণ্য বসাতে হবে। মহাসয় বিশ্বাস নাহলে গুনে দেখতে পারেন।



আর তৃতিয় প্রশ্নর উত্তর?



মহাশয় আপনার বাড়ির উঠানের তালগাছটা পৃথিবীর একবারে মাখখনে । আপনি চতুরদিকে মেপ আসতে পারেন। আমার কোন আপত্তি নাই। তবে উত্তর পেতে কিন্তু আপনাকে পরকালের অপেক্ষায় থাকতে হবে মহারাজ।

কারণ ঐ হিসাব গুলা আমার দাদার দাদার দাদার দাদা শুরু করেছিলে আর শেষবধি আম।



রাজার চুখে চরখগাছ গজাইছিল কি না তা জানিনা, তবে রাজার অক্ষমতার বদৌলতে গোপাল রাজগুনিজন হয়েছি বৈকি।

রুপক গল্প।

এমন থাক্পা মারা ধাপ্পাবাজি সব যুগেই ছিল, যেন লর্ডক্লাইভকে কে কোন এক বাংগালি কুলি বরেছিল



কুলি- সাহেব কলিকাতার ৯৯৯৯৯ টা গাধা আছে।

ক্লাইব - কিবল? কমওত হইতে পারে, আবার বেশিও হইতে পারে।

কুলি- সার বেশি হইলে ডিল্লি থেকে বেড়াইতে আইছে আর কম হইলে বেড়া্ইতে পাটনা গেছে। তবে ঠিক ৯৯৯৯৯ টা।



ঐ ৯ অঙ্ক টা আবার ক্লাই সহেবের পচন্দনা তাই ক্লাইভ সাবেহ নাকি মেডাম ক্লাইভ কে গাধার পরিমান টা বলেছিল খুব কষ্ট নিয়ে মেডাল বলেছিল " তুমি কি তোমাকে ছাড়া হিসাব করেছ নাকি তোমাকে সহ"। তো

তোমাকে সহ হিসাব কর তাহলে পরিমান টায় আর ৯ সংখ্যাটা থাকবেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

ঢাকাবাসী বলেছেন: পুরোনো তবে ভাল লাগল। প্রথমটাতে ২ য় আর ৩ য় প্রশ্নের উত্তরে গোলমাল হয়ে গেছে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.