![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
১৪২১ সাল- চলে গিয়েছিলো কিছুটা সময় পরে-
২০ এর চৈতের শেষ কটি ক্ষণ বাকি আর।
সুনীল হৃদয় নিয়ে সময়ের মত গিয়েছিলো চলে
কোন এক সুহাসিনী নদী, - শূন্য দুটি পাড়-
নিজের ভিতরে কথা বলে। প্রান হীন চর-
হয়ত জাগিবে তার বুকে কিছু দিন পর।
হয়তো আবার এ চর মসয়ের আরো একবার
তাহার বালুর বুকে দেখি বে জোয়ার--
হয়তো সে নদীটারও বুকে রবে ঢেউ।
যে নদী হারিয়ে! গেছে তার মতো হৃদয়ের পাড়ে
জাগবেনা কলরোল আর কোনো নদীর জোয়ারে।
হয়তো নদীর বুকে সুহাসিনী হয়ে আর ভাসবেনা কেউ!!
যে আমারে বাসিবার কথা ছিলো ভালো-
আমারি সময় জ্ঞানে কোথায় হালো-
এই ২০(বেদনার) চৈতের রাতে,
ভাবিতে বসিয়া রাত মিলেছে প্রভাতে-
কোথায় গিয়াছে চলে পাইনিকো সীমা-
হয়তো টেনেছে তারে বৃটানীয়া প্যারিস
অথবা দূরের কোন ধূসর নীলিমা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১
প্রথম বাংলা বলেছেন: মিটে এক ঘাসের উপত্যকায়
আমাকে বসিয়ে রেখে গিয়েছে হারায়,
মেঘের মতন মেয় শরতের আকাশের বুকে-
পথ তার যায়নিকো বলে, কোথায় খুঁজিতে যাব তাক!!
এক দিন কথা চিলো নয়তো এমন
দূরের বেদনা পথে আমাদের মন
মিলে যাবে সময়ের কোনো এক পাড়ে।
তবুও দিনের শেষে দিন গিয়ে দিন
এসেছে যতই যেন বাড়িয়েছে ঋণ
তোমাতে আমাতে জাগা গোপন দুয়ারে।
গোপনে মনের কোন চু্ক্তির পাতা জোড়ে
হয়েছিলো নির্জণ স্বাক্ষর। ভাবিয়াছি সময়ের ভেলা
কোথা যদি ঠেলে দেয় দূরে একলা-
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০
প্রথম বাংলা বলেছেন: প্রিয় বলে বেদনার উপত্যকায়
আমাকে বসিয়ে রেখে গিয়েছে হারায়,
মেঘের মতন মেয় শরতের আকাশের বুকে-
পথ তার যায়নি যে কয়ে, কোথায় খুঁজিতে যাব তাকে!!
শরত যে কোথা হতে এলো
চৈত সংক্রান্তির রাতে,
আমার বোশেখ করে খালি
দূর কোন রুদের সভাতে
চলে গেচে মেঘ মালা। সুবর্ণ রেখা
ধরে চোখ বোলায়েছি যায়নিকো দেখা।
এক দিন কথা চিলো নয়তো এমন,
"দূরের বেদনা পথে আমাদের মন
মিলে যাবে সময়ের কোনো এক পাড়ে।"
বতু-তবুও দিনের শেষে দিন গিয়ে দিন রাত-
কেটেছে যতই যেন বেড়েছে বিভব,
তোমাতে আমাতে জাগা গোপন জোয়ারে।
কথা হয়ে গেলো প্রেমে 'নীরব সৌয়ারে'।
গোপনে মনের কোনে চু্ক্তির পাতাতে
হয়েছিলো নির্জণ স্বাক্ষর। সময়ের খেলা-
দূরে যদি ঠেলে দেয় দুজনের ভেলা।
আমি ঝড়, তুমি মেঘ আমরা বোশেখ,
কালবোশেখের কালে দু-হৃদয় এক
হয়ে যাবে।
এ সবই অপ্রকাশিত ছিলো,
থরে থরে সাজায়ে ছিনো পান্ডুলিপি-
জখন প্রকাশের কাল এসে দাড়ালো দোয়ারে
রঙ তুলি হাতে নিয়ে জীবনের দেয়ালের পাশে
সাজাতে কথার লিপি দাড়ায়েছি এসে,
তুমি কোন সময়ের দেওয়ালে আড়ে গেলে ছুপি।
আমি আজ রংতুলি হাতে এক অসহায়-
রংবাজ, আঁকিতেছি শিশিরের রঙ্গীন হৃদয়।
তুমিই বলতো কে ? সবিতার তেজিয়ার বেলা-
মেঘের পালক দিয়ে ঢেকে দেবে,
মোর ঘাষের পাতায় গড়া শিশিরের জীবন বলয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০
প্রথম বাংলা বলেছেন: মিটে এক ঘাসের উপত্যকায়
আমাকে বসিয়ে রেখে গিয়েছে হারায়,
মেঘের মতন মেয় শরতের আকাশের বুকে-
পথ তার যায়নিকো বলে, কোথায় খুঁজিতে যাব তাক!!
এক দিন কথা চিলো নয়তো এমন
দূরের বেদনা পথে আমাদের মন
মিলে যাবে একদিন