নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

রঙ্গীণ বিষ

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫



মন্দ ছিলো নাকো,

তোমার আমার নাবলা প্রেম প্রিয়া

নিত্য সুখের কল্পনাতে আমার হৃদয়

ভাবতো সেকি হয়নিকো সে জানা,

রাত্র এলে তবু , হাওয়ার ডাকে চিটি-



বাজতো তোমার প্রেমের চিঠির বীণা।

চৌদ্দ-শ বিশ শেষ হয়েছে নিজে,

কিন্তু তুমি শেষ করেছো প্রেম-

ধূসর যাহার জীবন ছিলো

রঙ্গীণ বিষে শেষ হলো সে হ্যাম।



বীতির বাইরে শেষ হলো সে যার শুরু নেই কোন-

পদ্মার ঢেউ ভাঙলো দু-তীর

মাঝখানে চর জাগিয়ে দিয়ে গাঙ্গে-

সব ভুলে সে বললো আমায় "ভুলবেনা প্রেম শোন"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪২

উদাস কিশোর বলেছেন: সুন্দর

২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৩

প্রথম বাংলা বলেছেন: উদাস কিশোর নাম টাও সুন্দর

২| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

প্রথম বাংলা বলেছেন: পেট নামে খাদকের অবস্থান
এ দেহে না থাকতো যদি-
আমি মোর স্রষ্টার কাছে
বিবিড় বিষ্টি চাইতাম,
"আকাশ ভাঙিয়া সব ঝরঝর
ঝরিয়া পড়োক নীরবধী"

খোদা মোর, নিবিড় বরিষ ঢেলে দাও,
বরিষনে পড়ে মনে তার স্মৃতি কথা।
হতো যদি পৃথিবীটা খাবার বিরত,
আর সে আমার পাষে যদি রত-

৩| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

প্রথম বাংলা বলেছেন: পেট নামে খাদকের অবস্থান
এ দেহে না থাকতো যদি-
আমি মোর স্রষ্টার কাছে
বিবিড় বিষ্টি চাইতাম,
"আকাশ ভাঙিয়া সব ঝরঝর
ঝরিয়া পড়োক নীরবধী"

খোদা মোর, নিবিড় বরিষ ঢেলে দাও,
বরিষনে পড়ে মনে তার স্মৃতি কথা।
হতো যদি পৃথিবীটা খাবার বিরত,
আর সে আমার পাসে যদি র'ত-
রিমঝিম ছাড়া সব পালিত নীরবত!!
আর ঝিনুক নদীর জ্বলে ডুবো ডুবো নাও!!

দুজনের দুজনের শুভ্র ভেজা দেহের ঘেরাণ
বাতাসে ছড়ায়ে গিয়ে হয়ে যেতো নদীটার প্রাণ!!
যদি হতো ? হতো যদি তবে-
সুহাসীনি, জানো' আমি যেতাম নিরবে
ঐ নদীর শিয়রে জাগা মেঘের মিনারে
কহিতাম তারে-
সে যেন ঝরিয়ে পড়ে কোন এক চাঁদ রাতে
আমাদের দেহে আর হৃদয়ের

৪| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

প্রথম বাংলা বলেছেন: পেট নামে খাদকের অবস্থান
এ দেহে না থাকতো যদি-
আমি মোর স্রষ্টার কাছে
বিবিড় বিষ্টি চাইতাম,
"আকাশ ভাঙিয়া সব ঝরঝর
ঝরিয়া পড়োক নীরবধী"

খোদা মোর, নিবিড় বরিষ ঢেলে দাও,
বরিষনে পড়ে মনে তার স্মৃতি কথা।
হতো যদি পৃথিবীটা খাবার বিরত,
আর সে আমার পাসে যদি র'ত-
রিমঝিম ছাড়া সব পালিত নীরবত!!
আর ঝিনুক নদীর জ্বলে ডুবো ডুবো নাও!!

দুজনের দুজনের শুভ্র ভেজা দেহের ঘেরাণ
বাতাসে ছড়ায়ে গিয়ে হয়ে যেতো নদীটার প্রাণ!!
যদি হতো ? হতো যদি তবে-
সুহাসীনি, জানো' আমি যেতাম নিরবে
ঐ নদীর শিয়রে জাগা মেঘের মিনারে
"পড়িও ঝরিয়ে তুমি প্রতিটি চাঁদের রাতে দেয়া-
যখন সে পাশে রবে, ভেসে রবে এ নদীর জলে
আমাদের প্রণয়ের খেয়া"
কানে কানে কহিতাম তারে।
এটা মোর প্রণয়ের দাবি ঐ মেঘের মিনারে।

৫| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

প্রথম বাংলা বলেছেন: পেট নামে খাদকের অবস্থান
এ দেহে না থাকতো যদি-
আমি মোর স্রষ্টার কাছে
নিবিড় বৃষ্টি চাইতাম,
"আকাশ ভাঙিয়া সব ঝরঝর
ঝরিয়া পড়োক নীরবধী"

খোদা মোর, নিবিড় বরিষ ঢেলে দাও,
বরিষনে পড়ে মনে তার স্মৃতি কথা।
হতো যদি পৃথিবীটা খাবার বিরত,
আর সে আমার পাশে যদি র'ত-
রিমঝিম ছাড়া সব পালিত নীরবত!!
আর ঝিনুক নদীর জলে ডুবো ডুবো নাও!!

আমাদের দুজনের শুভ্র ভেজা দেহের ঘেরাণ
বাতাসে ছড়ায়ে গিয়ে হয়ে যেতো নদীটার প্রাণ!!
যদি হতো ? হতো যদি তবে-
সুহাসীনি, জানো' আমি যেতাম নিরবে
ঐ নদীর শিয়রে জাগা মেঘের মিনারে
"পড়িও ঝরিয়ে তুমি প্রতিটি চাঁদের রাতে দেয়া-
যখন সে পাশে রবে, ভেসে রবে এ নদীর জলে
আমাদের প্রণয়ের খেয়া"
কানে কানে কহিতাম তারে।
এটা মোর প্রণয়ের দাবি ঐ মেঘের মিনারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.