নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

চায়ের কাপে পোড়া মাংশের ঘ্রাণ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

চায়ের কাপে পোড়া মাংশের ঘ্রাণ।

চারদিকে হীম শীত কুয়াশা কুয়াশা
চা’র কাপ নিয়ে হাতে, ছয়-কি সকাল সাত-
আরাম আরাম, মুঠ করে সেকি হাত
চায়ের মিনাজে চোখ ধোয়াশা ধোয়াশা।

বেহুদা বসিয়া আছি , জানি আমি;
এই চা’য়ে আজ আর লাগবেনা ঠোঁট,
চায়ের কাপেতে পোড়া মাংশের ঘ্রাণ আজ প্রকট প্রকট।

কী আজব স্বাধীনতা দিয়ে গেলে
ঊনিশ’শ একাত্তোর ইংরেজী সাল,
আমাদেরই শিশু মরে আমাদের হাতে রোজ
এমন দৈন্যে আজ আমাদের হাল।

মায়ের জটর ভাঙ্গে মেটাল ডিটেক্টর-
স্টোভের আগুনে পুড়ে চাপাতার কারীগর
মেরেছে পুলিশ তাই হয়নাকো দোষ।
ভাবি- মানুষইত কোট পড়ে পুলিশ হয়েছে ভাই!!
তবু কেনো পুলিশেরা হয়না মানুষ??

আবুল মাতব্বর” তোমারে পুড়ায়ে দিলো
যে পুলিশ, যেই দেশ , যদি আইনী বিচার
নাই পাও,বলতেই পারো তুমি,
এই দেশ লাওয়ারিশ, এই খানে নেই সরকার।






মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতা এসেছিল ঠিকই, আবার চলে গেছে পাকীদের ছোটভাইদের হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.