নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

শশান, গোরস্থান / চিতা আর কবরের অগণন হিসেব নিকেশ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

হাজার শতক--বেদনায় ভারী হয়ে আছে
জমিন ভরিয়া গেছে অগণন মানুষের শবে,
মালয়েশিয়ার বন, ব্যাবিলন চেঙ্গিস পাহাড়ের তলা
কোন্ যাগা বাকী আছে? নতুন বদ্যভূমি হবে?

চিতা আর কবরের অগণন বিশাল হিসেব,
বাঙ্গালি সাগরে ডুবে বাড়াযে দিয়েছে ঢেরকিছু
আরেকটি লাশ গুণো, তুরকি সাগর তীরে ভেসে
ধেয়ে এলো পৃথিবীর পিছু।

অয়লান, অয়লান নাম শুনি, ছবি দেখি
অনলাইন জগতের শিরোনাম ছবি হয়ে আছে,
আরো একজন, সবে জন্ম নিছিলো এই সুন্দর নরকের বুকে,
“সব বলে দেবো আমি আল্লা’র কাছে--,”
এই কথা বলে, সবের মিছিলে তার হিসাবে খাতা দিলো চুকে।

সিরিয়ায় চার লাখ, ইরাকের পাঁচ লাখ- আরো অগণীন
ভিয়েতনাম, আফগান, ককেসাস, প্যালেস্টিন
পৃথিবী কি কোনদিন করতে পারবে শোধ এই সব-
নারী আর শিশুদের নির্দূষ নির্দয় মরণের ঋণ?

“আহা, এত যে মরিয়া যাই !! কেনো বলতো মানুষ?
এত প্রেম এত কাজ এত ভালোবাসা,
সব দিয়ে হয়েযাই পূর্ব পুরুষ
আমি তুমি। তবুও---
এত মৃত্যুও কেনো হয়নি সফল!!
পৃথিবীর মানুষেরা বেকুব না হলে হয় দুখি;
এতকাজ এত ঘাম মরণের এত দাম দিয়ে
পৃথিবী এখনো কেনো বেদনার দিকে এক মুখী!!”

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: হু…………ভাল লিখেছো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.