![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন সূর্য, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুনের সূচনা।
আজ ১৬ তারিখ, বাবা দিবস। আপনার মনে না থাকলেও ব্লগ, মিডিয়া আপনাকে ভুলতে দেবে না। পশ্চিমা বাতাস এই দেশেও লেগেছে। এখনত দিবস এর শেষ নাই। এগুলা বলে একটু ভাব নিলাম, এখন আসি আসল কথায়......
কাল বাবা দিবস, বাবা দিবস বলে সব জায়গায় আলোড়ন দেখলাম। আজ সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙ্গতেই মা হাসিহাসি মুখে, কিছুটা হেঁয়ালি মেশানো স্বরে বললেন একটা খুশির সংবাদ আছে।
আমিঃ কী?
মাঃ আছে, তোর বাবাকে নিয়ে।
আমিঃ বেতন বাড়ছে? (ভাইবেন না আমি টাকা ছাড়া কিছু বুঝি না। কয়দিন ধরে ঘরে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই এটাই ভাবছি। )
মাঃ না। আজ সকালে খবরে বলল, আজ বাবা দিবস। ( মা দেখলাম খুব EXCITED)
আমিঃ ওওও
বলে যেই পাশ ফিরে আবার ঘুমাবো কি ঘুমাবো না ভাবছি, তখনি বোমটা ফাটলো!!!
মাঃ তুই তোর বাবাকে কি দিবি?
আমিঃ কেন?
মাঃ আজ বাবা দিবস। (দেখলাম খুব আশা নিয়ে তাকিয়ে আছে। বলতে পারলাম না এইসব দিবস, তিবস কিছু না। যতসব বাজে জিনিস। মা- বাবাকে সারা বছর কষ্ট দিয়ে, বৃদ্ধাশ্রম এ পাঠিয়ে লোক দেখানো জিনিস ভালো লাগে না আমার।)
আমিঃ (উঠে বসে) কি দেওয়া যায়? ( এতক্ষণ যেন এই কথাটাই শুনতে চাছিল!!!)
মাঃ (খুব উৎসাহে) বিরিয়ানি।
আমিঃ Mr. Baker এর Cake নিয়ে আসি?
মাঃ না, বিরিয়ানি। তোর বাবার পেট ব্যথা।
আমিঃ (মশকরা করে) তবে অ্যানটাসিল প্লাস আনি, বিরিয়ানি বাদ দেই।
মাঃ না না, বিরিয়ানি। ( খুব উদ্বিগ্ন যদি ভণ্ডুল হয়)
আমি মনে মনে খুব হাসলাম। আমি আর আমার ভাই বড় হয়ে গেছি, তারপর ঘরে বৌ আছে, টি.ভি. তে দেখে ভালোবাসা দিবস, নানা দিবস, নানা কিছু করতে দেখে। তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে , আমাদের সামনে কিছু বলতে পারে না, কিন্তু আধুনিক হতে, যুবা বয়সের মত রোমান্টিক হতে মন চায়। পশ্চিমা বাতাস ,বৃদ্ধাশ্রম অত জটিলভাবে নাই বা ভাবলাম, ভাবলাম এটা আনন্দ করার একটা দিন।
উঠে, নাশতা করে, দোকানে গেলাম বিরিয়ানি কিনতে। ভাবলাম একটা মজা করি। এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় আসলাম।
মা খুব যত্ন নিয়ে বিরিয়ানির প্যাকেট খুললেন। বাবা দুপুরে খেতে এলে দিলেন।
বাবাঃ এটা কী?
মাঃ বাবা দিবস তো তাই তোমার জন্য আনছে।
বাবাঃ কি দরকার ছিলো!!! :!> :#>
মাঃ আরে আনছে খাও না।
(আমি হাসি আর ভাবি আমি কি নিজে থেকে আনছি নাকি, তোমাদের ভালোবাসায় রসদ জোগাছি। নামে বাবা দিবস, কাজ হচ্ছে ভালোবাসা দিবস।
)
বাবাঃ আমি একা খাবো, যাও প্লেট আনো, দুইজনই খাই, ভাগ করে।
( ভাইবেন না আমি কাবাব মে হাড্ডি হয়ে সামনে বসে ছিলাম। নিজের ঘরে বসে কথা শুনছিলাম, সকালেই তো বুজছি আমার মা আমার বাবাকে Gift, surprise দিতে চায়, কোন উপলক্ষে। আমাদের সামনে বলতে লজ্জা পায়। আজ হচ্ছে তার কাছে নিরাপদ দিবস।)
মাঃ না তোমার জন্য আনছে...
বাবাঃ আরে আসো ভাগ করে খাই। ( মিনা গল্প)
মাঃ তুমি ডিম দিয়ে খেয়ে মাংস রেখে দিচ্ছ কেন?
বাবাঃ ডিম খাওয়ার আগে বলতা, এখন তুমি মাংস খাও, এত খাবো না।
মাঃ কি যে কর না!!!
আমি ইচ্ছা করেই আজ দেরি করে খেতে গেছি। দেখলাম আমিও কিছু ভাগে পেয়েছি , একদম বাদ যাই নাই, আমি মাছ- মাংসর কাটা খেতে ভালোবাসি, খেতে বসলে আগে দেখি কোন কাটা বড়।
সবশেষে আমার জন্য সেই কাটাগুলোই রাখা ছিল, বাবা দিবস উদযাপনের পর।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩০
অিপ পোদ্দার বলেছেন: ঠিক বলেছেন। আমি এমনেতে এই জিনিসগুলো পছন্দ করি না, পশ্চিমা জিনিস বলে। কেমন যেন Artificial লাগে। তবে আজকের এই ঘটনা আমাকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছে। সারা বছর তাদের জন্য করি, কিন্তু একটা দিনকে ধরে তাদের জন্য না হয় আর একটু বেশি করলাম, তাদের আনন্দ দেয়ার জন্য।
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫০
হিসলা সিবা বলেছেন: শুভ বাবা দিব।.......
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০২
অিপ পোদ্দার বলেছেন: বাবা দিবসের শুভেচ্ছা।
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫১
হিসলা সিবা বলেছেন: শুভ বাবা দিবস.......
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
অিপ পোদ্দার বলেছেন: বাবা দিবসের শুভেচ্ছা।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫২
বটের ফল বলেছেন: আমিও মনে প্রানে বিশ্বাস করি যে, সম্পর্কের ক্ষেত্রে কোনো দিবস নাই। কিসের দিবস??? যতসব ফালতু জিনিস। সব কর্পোরেটদের কূটচাল। ব্যবসার ধান্দা। এখানে পশ্চিমা, অপশ্চিমা বলে কোনো কথা নাই। আসল কথা হল- বিশেষ সম্পর্ক কেন বিশেষ দিনের মাঝে সিমাবদ্ধ রাখতে হবে?? সারা বছর বাবা-মায়ের খোঁজ নেওয়ার নাম নেই, বাবা দিবসে বাবা আমার বাবা!!!!!!! সেলুকাস!!!!
তবে জন্মদিন, বিবাহ-বার্ষিকী এইসব দিনগুলোতো সবার জন্যই একটু বিশেষ কিছু, তাইনা???
ভালো থাকবেন।
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৩
অিপ পোদ্দার বলেছেন: আমার মা- বাবা একটু পুরনো দিনের মানুষ। জন্মদিন, বিবাহ-বার্ষিকী পালন করতেও লজ্জা পায়। আমরাই জোর করে পালন করি। আজ যখন নিজের থেকে কিছু করতে চেয়েছে না করি নাই, আমি যে বুঝতে পেরেছি তাও বুঝতে দিতে চাই নাই। সম্পর্ক মাঝে মাঝে নতুনত্ব আনতে হয়, এতে সম্পর্ক মজবুত হয়। মন থেকে করাটাই আসল, কোন লোক দেখানো জিনিস করা আমার কাছে অসহ্য। যেদিন মনে চাবে সেদিনই দিবস, একান্ত নিজের দিবস।
৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫
খাটাস বলেছেন: পশ্চিমা সংস্কৃতি আমার ও ভাল লাগে না। কিন্তু যেভাবেই হোক, বাবা মা কে যদি একটু খুশি করতে পারি, তাহলে ৩৬৫ দিন বাবা বা মা দিবস দিলে ও খারাপ লাগবে না। বাবা মায়ের ভালবাসা এক অদ্ভুত ব্যাপার। আপনার টুকরো স্রিতি অসাধারন। প্লাস। ভাল থাকবেন।
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
অিপ পোদ্দার বলেছেন: ঠিক বলেছেন।
৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো ।
কেমন আছেন ?
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
অিপ পোদ্দার বলেছেন: ধন্যবাদ। ভাল ।
৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪২
ড. জেকিল বলেছেন: সুখি পরিবার
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
অিপ পোদ্দার বলেছেন:
৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৬
সুপারনোভা ০০৭ বলেছেন: অনেক সুন্দর বর্ণনা করেছেন। সংসারে এই সব টুক টাক মজাই অনেক কাজে দেয়, বন্ধন অনেক মজবুত করে। ভাল থাকবেন।
১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৮
অিপ পোদ্দার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯
প্রিন্স হেক্টর বলেছেন: অপি আপা, কই গেলেন? অনেক দিন হয়ে গেল কিন্তু
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২১
অিপ পোদ্দার বলেছেন: :!>
১০| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২২
প্রিন্স হেক্টর বলেছেন: অপি আপু, মিছ কর্তেছি। নয়া পুষ্ট দেন না কিল্লাই?
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩
অিপ পোদ্দার বলেছেন: কিছুটা ব্যস্ত। ব্যস্ততা কমলে অবশ্যই নতুন লেখা দেব।
১১| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:১১
মাহমুদ০০৭ বলেছেন: অনেক ভাল লাগল ।
আপনার অ আপনার আব্বা - আম্মার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন ।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪
অিপ পোদ্দার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:১৮
বটের ফল বলেছেন: হা হা হাহ হা হা । মজা পেলাম।
তবে সামান্য একটু অনুভুতি, একটুখানি চাওয়া, একটুখানি স্মৃতি- এগুলোই তো মানুষের সম্বল। তাইনা ?? এই অনুভুতির কোনো তুলনা নেই।
ভালো থাকবেন।