![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
copy post
প্রকাশ তারিখ: ০৩/১২/২০১৩ ১০:৫৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, এটিএন টাইমস, ঢাকা:
জাতীয় পার্টির নেতারা দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজি আছেন। গণভবনে রাতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে এমন মত দিয়েছেন। রাত পৌনে এগারটার দিকে বৈঠক শেষে বেরিয়ে এসে বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ সাংবাদিকদের একথা জানান।
বৈঠক সূত্রে জানা গেছে, গণভবনের এই জরুরি বৈঠকে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্ত, আনোয়ার হোসেন মঞ্জু, মজিবুল হক ফকির, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, দীপু মণি উপস্থিত ছিলেন। অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে জিয়া উদ্দীন বাবলু এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী ১৪ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বুধবার বিকেল চারটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। আওয়ামী লীগের ৭১সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সকলকেই এই বৈঠকে থাকার জন্য জানানো হয়েছে।
তবে এরশাদের নির্বাচনে না যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বারবার প্রসঙ্গ এড়িয়ে যান।
একই বিষয়ে মাহবুবুল আলম হানিফকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সকলেই নির্বাচনে অংশ নিবেন।
বৈঠক শেষে হাছান মাহমুদ একই বিষয়ে বলেন, জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে মত দিয়েছেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: এরশাদও একটা মানুষ, তাকেও নিয়ে আবার নির্বাচন; আগামী কয়েকদিনের মাঝে তার স্বাস্হের কারণে কত কইছু ঘটবে!
হাসিনার সরে যাওয়া দরকার; তারপর জরুরী অবস্হা দিয়ে খালেডা বেগমকে রিটায়ারমেন্টে পাঠানো দরকার>