নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল অসাধারণের মাঝে একজন অতি সাধারণ ।

সিলিকা কনায় সূর্যের কীরন লাগলে চকচক করে, আমি তা নই। অতি সামান্য এক ধূলিকনা, যে কনায় সূর্যের কীরন লাগলেও চকচক করে না ।

জিয়াউর রহমান খান আপন

সকল অসাধারণের মাঝে একজন অতি সাধারণ ।

জিয়াউর রহমান খান আপন › বিস্তারিত পোস্টঃ

অতিথি আসলে যা করবেন, যা করবেন না

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

বাড়িতে অতিথি আসা আমাদের দেশে একটি সাধারণ বিষয়। কিন্তু যান্ত্রিক নগর জীবনে অতিথিকে ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারাটা আর সাধারণ বিষয়ে নেই বরং কালানুক্রমে তা দক্ষতা হিসেবে গণ্য হয়ে উঠেছে। আপনি যদি চান আপনার বাড়িতে এসে অতিথি স্বাচ্ছন্দ্য বোধ করুক, তাহলে জেনে নিন অতিথি আপ্যায়নের কিছু টিপস।

➪ মোবাইল বা ফোনে নিমন্ত্রণ জানালে বাড়ির ঠিকানা ভাল করে বুঝিয়ে বলুন যাতে অতিথির বাড়ি চিনতে কোন অসুবিধা না হয়। প্রয়োজনে বাড়ির আশে-পাশের দোকানের নাম,রাস্তার নাম উল্লেখ করে দিন।
➪ নিমন্ত্রিত অতিথি আসার আগে ঘর গোছগাছ করতে প্রয়োজনে আপনার সন্তানের সাহায্য নিন। তাতে সেও সচেতন হবে।
➪ অতিথি সম্পর্কে আগে থেকেই সন্তানকে জানিয়ে রাখুন। এতে সে অতিথির সঙ্গে সহজে মিশতে পারবে।
➪ অতিথিকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে ভিতরে আসতে বলুন । বাড়িতে ছোট সন্তান থাকলে কলিংবেলের শব্দ শুনে তাকে বলুন দরজা খুলে ভিতরে আসতে বলতে। প্রয়োজনে বাড়ির শিশুটিকে নিয়েও অতিথিকে অভ্যর্থনা জানানো যেতে পারে।।



➪ বাড়ির ছোট সদস্যটি বয়োজ্যেষ্ঠ অতিথি এলে ছুটে এসে সালাম দিয়ে কথা বললে অতিথিও বেশ খুশি হবে।
➪ অতিথি কোথায় বসবে, কার সাথে কথা বলবে, কী করবে তা নিয়ে যেন অপ্রস্তুত বোধ না করেন। বরং বসার জায়গা দেখিয়ে দিন এবং নিজে বসে আলাপচারিতা করুন বা পরিবারের কাউকে বলুন সময় দিতে।
➪ অতিথির সাথে আপনার পরিবারের মানুষদের পরিচয় করিয়ে দিন। বড় কোনো পার্টি হয়ে থাকলে অতিথিদের একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিন যাতে আপনি পুরোটা সময় তাদের সাথে কাটাতে না পারলেও তারা নিজেদের মাঝে কথা বলে কাটাতে পারে।
➪ অতিথি আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিংক যেমন ঠাণ্ডা বা গরম পানীয় পরিবেশনকরতে পারেন। তা হতে পারে চা, কফি, দইয়ের শরবত, কোমল পানীয় বা ফলের জুস। এছাড়া আপনি কোনো স্ন্যাক্স প্রস্তুত করে থাকলে সেটাও পরিবেশন করতে পারেন। অথবা অতিথি এলে জিজ্ঞেস করে নিন, তিনি এখনই কোনো স্ন্যাক্স খাবেন নাকি আগে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন ।
➪ অতিথিকে এমনভাবে আপ্যায়ন করুন যাতে তিনি একটা ঘরোয়া আবেশের মাঝে থাকেন, আপনার বাড়িতে এসেও যেন তার মনে হয় তিনি নিজের বাড়িতেই স্বাচ্ছন্দ্যে আছেন ।
➪ অতিথি আপ্যায়নের কিছু দায়িত্ব সন্তানের ওপর দিন। তাতে সন্তানও শিখবে আর আপনি অন্য কাজে মনোযোগী হতে পারবেন।
➪ অতিথির সামনে শিশু সন্তানকে জোর করে নাচ-গান করতে বলবেন না। তাতে তার অতিথি এড়িয়ে চলার প্রবণতা তৈরী হতে পারে।
➪ সন্তান টিনএজার হলে তাকেও শেখান অতিথি এলে কী করা উচিত ।
➪ অতিথি নতুন আসলে ঘর বাড়ি ঘুরিয়ে দেখাতে পারেন।
➪ অতিথির সঙ্গে কোনো শিশু এলে আপনার সন্তানকে নিজের ঘরে নিয়ে গল্প করতে বা খেলতে শেখান।
➪ শিশুর পার্সোনালিটি ডেভেলপমেন্টে অতিথির সঙ্গে ইন্টার্রাকশনেরও যে একটা ভূমিকা আছে সেটা মনে রাখবেন।
➪ বড়রা গল্প করলে ছোটদের সেখানে বসাটা সব সময় উচিত নয়, এ সম্পর্কে আগে থেকেই সন্তানকে সচেতন করুন।
➪ অতিথি খেতে বসলে আপনাদের সঙ্গে সন্তানকেও বসান। এতে সে যে পরিবারের একজন সদস্য এ দায়িত্ববোধ ধীরে ধীরে আসবে।
➪ অতিথি যদি আপনার বাসায় একদিন বা বেশ কিছু দিন থাকার জন্য আসে তবে তাকে আপনার বাসার কোথায় কী আছে, তার কী কী দরকার হতে পারে এগুলো দেখিয়ে দিন।
➪ অতিথি কিছুদিন আপনার বাসায় থাকলে নিজের জীবনের ছোট ছোট কাজের মাঝে তাকে জড়িয়ে ফেলুন, এতে তিনি নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে করবেন না ।
➪ আপনার সন্তানকে সকাল বা সন্ধ্যায় অবসর সময় অতিথির সঙ্গে গল্প করতে বলুন।
➪ যদি মনে হয় আপনার অতিথি বিশেষ কোন প্রশ্নের উত্তর দিতে সঙ্কোচ বোধ করছেন, বিষয়টি ওখানেই থামিয়ে দিন।
➪ আড্ডায় ব্যক্তিগত প্রসঙ্গগুলো নিয়ে বেশী ঘাঁটাঘাঁটি না করাই ভালো।
➪ অতিথি অসাবধানতাবশত যদি কোন কাঁচের জিনিস ভেঙ্গে ফেলে বা অতিথিদের বাচ্চারা কিছু নষ্ট করে ফেলে বিরক্তি বা রাগ প্রকাশ না করে কৌশলী হন।
➪ অতিথি আসায় আপনার বাসার অতিরিক্ত সাউন্ড যেন প্রতিবেশীর ঘুম হারাম না করে সেইদিকেও খেয়াল রাখুন।
➪ খাবারে আমিষ, নিরামিষ দুইটারই সমন্বয় রাখুন। কেননা অনেকে মাছ মাংসের চেয়ে সবজি, ভর্তা পছন্দ করেন।
➪ অতিথি যা পছন্দ করে তা দিয়ে তাকে আপ্যায়ন করার চেষ্টা করুন, আপনার নিজের পছন্দকে চাপিয়ে দিবেন না।
➪ প্রত্যেকে ঠিকঠাক খাচ্ছে কিনা খেয়াল রাখুন ।
➪ খাবারের পর ডেজারট এর ব্যবস্থা রাখুন।
➪ আপনার এলাকায় ঘুরে দেখার মতো কোন ভাল জায়গা থাকলে আপনার অতিথিকে নিয়ে ঘুরে আসুন।
➪ প্রয়োজনে অতিথির পছন্দের কোন জিনিস গিফট করতে পারেন।

সর্বোপরি মনে রাখা প্রয়োজন যে, অতিথির প্রতি সমাদরের মাধ্যমেই একটি মানুষের জীবনযাত্রার মান বা ব্যক্তিত্ব সহজে প্রকাশিত হয়।

মন্তব্য ১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

অয়ন হাসান বলেছেন: প্রায় সব ধর্মে অতিথিকে ভালো ভাবে আপ্যায়ন করার নির্দেশ রয়েছে। মুসলিম ধর্মে অতিথি আপ্যায়ন একটি মহৎ কাজ, হিন্দুরা মনে করেন অতিথি হচ্ছে তাদের দেবতার অংল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.