নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের মত জীবন নয়, জীবনের মত মন গড়ুন।।

অপরিচিত একটা মানুষ

সাদামাটা ফেইসববুক: https://www.facebook.com/aporicito.manush

অপরিচিত একটা মানুষ › বিস্তারিত পোস্টঃ

সুখি করার জন্যে বিয়ে করতে বল না

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩


০৪ঠা অক্টোবর ২০১৫
বিকাল ৩:৩০
.
.
যা হারিয়েছি তা আর ফিরে পাবোনা বলেই জানি।।
বাবা মা তোমাদেরকে আজ একটা কথা বলতে চাই,
কখনও আমাকে সুখি করার জন্যে বিয়ে করতে বল না।।
তোমরাতো জানো আমার সব কিছুই।।
তাহলে আর আমাকে মিথ্যে সুখি করার চেষ্টা করোনা।।
আমি এমনিতেই অনেক ভাল আছি।।
আত্মীয় বন্ধু প্রতিবেশী পরিচিত অপরিচিত সবার সাথে বেশ ভাল ও সুখেই আছি।।
আমি এই সবাইকে নিয়ে সারাজীবন ভাল ও সুখে থাকতে চাই।।
বাবা মা আমার উপর রাগ করো না।।
আমি তোমাদের এই একটা ইচ্ছে কখনও পুরন করতে পারবোনা।।
আমাকে তোমরা ক্ষমা করে দিও।।
আমাকে তোমরা ভুল বুঝোনা।।
আমি তোমাদের অনেক ভালবাসি।।
তোমরা ছাড়া আমার এই পৃথিবীর কিছুই চাইনা।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

আলী বলেছেন: Jodi tarder dekhano jeto apnar Ai kotha gulo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.