নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ \n\nhttps://appbajar.com

অ্যাপবাজার

অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ!

অ্যাপবাজার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কতজন উদ্দ্যোক্তা প্রাথমিক ফিনান্সিয়াল এনালাইসিস এর পরে উপযুক্ত ফান্ড হাতে নিয়ে টানা ১ বছর কাজ করার মতো সুযোগ পায় যেখানে কোনো টাকা পয়সা ম্যানেজ করার চিন্তা থাকেনা?

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬

বাংলাদেশে কতজন উদ্দ্যোক্তা প্রাথমিক ফিনান্সিয়াল এনালাইসিস এর পরে উপযুক্ত ফান্ড হাতে নিয়ে টানা ১ বছর কাজ করার মতো সুযোগ পায় যেখানে কোনো টাকা পয়সা ম্যানেজ করার চিন্তা থাকেনা?
উন্নত দেশে এই পরিমান টা কি রকম?
উদ্যোক্তা জীবন তা আসলে "মেস লাইফ" এর মতো! যেখানে আসল কাজ "পড়ালেখা" নিয়ে চিন্তা করার সময়ই পাওয়া যায় না খাবার, মেস ভাড়ার টাকা জোগাড় করতে করতে! এইভাবে পড়ালেখা শেষ করো, তারপরে চাকরি পাওয়া যাবে!
উদ্যোক্তাদের ক্ষেত্রেও একই অবস্থা! আইডিয়া জেনারেট করো, দিন রাত পড়ালেখা করো, কম্পেটিটর খুঁজে বের করো, কিছু টাকা পয়সা লোণ করো অধিক ইন্টারেস্টে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ ঝাঁপ দাও, তারপর খেয়ে না খেয়ে, সবার ঝাড়ি, হতাশা, লোণ এর চাপ নিতে নিতে একদিন প্রজেক্ট টা শেষ করো! এর পরে দেখো কাস্টমার কি বলে, সেই অনুযায়ী আবার এডিট করো! ততদিনে তোমার সব কালো চুল সাদা বা নাই হয়ে গেছে! এর পরে যখন কিছু বেচা কেনা শুরু হবে, তখন কিছু বিজনেস ম্যান আসবে, তোমাকে আশার বাণী শুনাবে (একই বাণী সে কিন্তু আরো ২০ জন কে একই সাথে শুনাবে যদিও স্লট কিন্তু একটা খালি), সেই বাণী শুনে তুমি পুরোনো কষ্ট ভুলে আবার মাথা বেঁধে লাগবে কাজের পিছনে, আবার খেয়ে না খেয়ে, সবার ঝাড়ি, হতাশা, লোণ এর চাপ নিতে নিতে যখন তোমার প্রোডাক্ট টাকে ফলবতী বৃক্ষ বানাবে, তখন বিজনেস ম্যান বিনিয়োগ করবে সেই বৃক্ষের ফল টা আরামে বসে সংগ্রহ করার জন্য! তোমার কিন্তু ততদিনে ফল টা খাবার জন্য একটা দাঁত ও অবশিষ্ট নাই!
ঝালমুড়ি/বাদাম/চা ওয়ালা হতে মন চায়! সব সময় কাঁচা টাকা হাতে থাকতো! মাস্তি হতো দিন শেষে-আহা!
কেন উদ্দ্যোক্তাদের জন্য এই রকম একটা পরিবেশ হয় না যেখানে অনলি আইডিয়া নিয়ে কাজ/এনালাইসিস/ফান্ড রিলিজ হবে প্রথম ১ বছরে- বাকি ১/২ বছর অনলি প্রোডাক্ট ইম্প্লিমেন্টেশন, প্রমোশন, মার্কেটিং।.....
স্বপ্ন দেখি।.........................

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৬

মানুষমানব বলেছেন: ভাই। অফ জান। কাটা গায়ে আর লবন দিয়েন না। আমার ৩ টা প্রজেক্ট এখন থেমে আছে। শুধু ফান্ডের অভাবে
আর স্বপ্ন দেখতে চাই না। এখন খালি ভয় পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.