নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ \n\nhttps://appbajar.com

অ্যাপবাজার

অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ!

অ্যাপবাজার › বিস্তারিত পোস্টঃ

লোকাল বাজার এবং কিছু কথা

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বলতে চাইনা তবুও বলি! বিদেশের যেকোনো জিনিসের প্রতি আমাদের টান সেই রকম- সেটা যাই হোক, ফেরারির মতো সুপার ডুপার গাড়ি অথবা আমাদের রিকশা থেকেও অনেক বাজে মানের প্রোডাক্ট! কাপড়, চামড়া জাত প্রোডাক্ট এর কথা বাদ -ই দিলাম! তবুও বিদেশী বলে কথা! আইটি জগতে এই রকম উদাহরণ আরো বেশি!
মোজিলা অথবা ইউসি ব্রাউজার - যাই আসুক- সাথে সাথে খুব শক্তিশালী একটা কমিউনিটি গড়ে উঠবে! বিভিন্ন সেমিনার, ফেস্টুন, আয়োজনের স্পনসর - বাপরে বাপ্, স্ট্যামিনার ঘাটতি নেই! ঘাটতি থাকবে কেন, কিছু টি-শার্ট আর বছরে ২/৩ বার বিদেশ ভ্রমণ - এই চান্স কি কেউ ছাড়তে চায়! মাঝখানে দেশের ভিতর বিদেশী কোম্পানি এর প্রতিনিধি হিসেবে নাম কামানো, ৩/৪ টা অনুষ্টানের বিশেষ অতিথি - জয়তু বিদেশী কোম্পানি / প্রোডাক্ট!
অথচ আমাদের দেশে পুরো বাংলা তে কেউ একটা ব্রাউজার বানানোর উদ্যোগ নেই না , কেউ নিলে সাথে সাথে আরো ১০/১২ জন একই ধরণের প্রোডাক্ট বানানো শুরু করবে! একজনের প্রোডাক্ট এর দুর্বলতার কথা আরেকজন প্রচার করবে এবং সব গুলো প্রোডাক্ট-ই ধরা খাবে! ঢাকা শহরের টাকার ভাগ সবাইকে নিতে হবে - নজর অন্যদিকে ফেরানোর সময় কোথায় আমাদের! আর কমিউনিটি, আহা, আমাদের দেশে কোনো Bdjobs.com Ltd. কমিউনিটি নাই, বেশতো - beshto.com কমিউনিটি নাই, JoomShaper কমিউনিটি নাই, AppBajar তো নতুন এবং Shadhiin.com(স্বাধীন.কম) তো মাত্র আসতেছে! কেন কমিউনিটি বানাবো, আপনারা কি আমাদের বিদেশ নেবেন সুন্দর বিমানে করে, তারপর না দেশে আসলে আমরা বিশেষ অতিথি হবো!
অথচ এক সিলিকন ভ্যালি তে প্রোডাক্ট ডেভেলপ হয়, এবং তারা অচিরেই সারা বিশ্বে ছড়িয়ে পরে! তারা কখনো নিজের শহরের টাকার ভাগের জন্য বসে থাকে না! নিজেরা নিজেরা একই থাকে, বাইরের মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা করে! কারণ তাদের আমজনতার সাপোর্ট আছে, শক্তি আছে!
মানলাম বাঙালিরা ভালো জিনিস বানাতে পারে না, বিদেশিরা হাই -ফাই প্রোডাক্ট তৈরি করে, তাই "আমরা ভালো মানুষ, তাই ভালোর সাথে থাকবো, দেশ টেস বিষয় না"-এই কথা বলে পার পাবার দিন কিন্তু শেষ হয়ে আসছে! বাঙালিরা ভালো প্রোডাক্ট তৈরী করছে এখন, শিখছে যুদ্ধ করতে প্রতিকূল পরিবেশের সাথে, বিদেশিদের সাথে এবং ছিনিয়ে আনছে বিজয় বাইরের মাটি থেকে! যেটা দরকার- সেটা হলো আমজনতার সাপোর্ট! আমরা যদি আমাদের প্রোডাক্ট কে না দেখি চোখ খুলে, আমাদের নিজেরা সুপরামর্শ না দেই প্রোডাক্ট গুলোকে উন্নত করার জন্য, আমরা যদি আমাদের প্রোডাক্ট এর কমিউনিটি না বানাই, তাহলে আমরা নিজেরা যেমন কোনোদিন সামনে যেতে পারবো না, বিদেশে আমাদের প্রোডাক্ট এর কমিউনিটি দেখার স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে!
সবার আগে মানসিকতা বদলাই, খুব বেশি গ্লোবাল পিপল না হয়ে দেশের জন্য একটু লোকাল ক্রেতাই হই, আমাদের নিজস্ব সত্তাকে সব কিছুর আগে তুলে ধরি!
"চৌধুরী সাহেব - আমার পোলা বিদেশ থাকে" বলে হুঙ্কার দিলে এখন মানুষ জানে যে "আপনার পোলা বিদেশে রেস্টুরেন্ট এ কাজ করে" - যেটা সে দেশে করলে টাকাও পেতো, ভালো ও থাকতো পরিবার পরিজন নিয়ে, কিন্তু মান -ইজ্জতের ভয়ে করে নাই!
নিজেদের কাজটা নিজেরাই করি, কেউ যদি শুরু করে, দেশের কথা ভেবে তাকে সাপোর্ট দেই, সুপরামর্শ দেই- দেশটাকে বদলাই, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাই সবাই মিলে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৮

তানভীরএফওয়ান বলেছেন: oh Brother nice comments.....thanks
সবার আগে মানসিকতা বদলাই, খুব বেশি গ্লোবাল পিপল না হয়ে দেশের জন্য একটু লোকাল ক্রেতাই হই, আমাদের নিজস্ব সত্তাকে সব কিছুর আগে তুলে ধরি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.