নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ \n\nhttps://appbajar.com

অ্যাপবাজার

অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ!

অ্যাপবাজার › বিস্তারিত পোস্টঃ

স্টার্টআপ এবং কিছু ভাবনা

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২০

50 টা রিয়েল আইটি স্টার্টআপ কে যদি সরকার 10 কোটি টাকা করে দেয়, তাহলে সরকারের খরচ হবে 500 কোটি টাকা।

এর মাঝে 10 টা স্টার্টআপও যদি 5 বছর টিকে থাকতে পারে, তাহলে সেগুলো জেনারেট করতে পারে 10×200=2000 কোটি টাকার টার্নওভার। আরও 500 শত অধিক লোকের কর্মসংস্থান। আরও নিয়ম করা যায় যে প্রফিট শুরু হলে প্রতিটা কোম্পানি কে আরও 5 টা করে ছোট কোম্পানিতে বিনিয়োগ করতে হবে ছোট অ্যামাউন্ট দিয়ে হলেও। এভাবেই একটা ইকোসিস্টেম দাড়িয়ে যায়।

লোকের ভাষায়, সরকার তো ভেন্চার ফার্ম না আর আমলাতান্ত্রিক জটিলতায় এই সব প্রসেস করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।

যেদেশে জনগনের সাড়ে তিনহাজার কোটি টাকাও সামান্য টাকা বলে বিবেচিত হয়, সেখানে 500 কোটি টাকার জন্য কেন আমরা এত সুত্র, ভেন্চার, আমলা ইস্যু শুনতে যাবো?

কিছু কিছু নিয়ম আমুল বদলানোর মত সাহস না থাকলে লিডার পজিশনে যাবার দরকার নেই। কি নিয়ম আছে - সেটা দেখিয়ে উদোক্তাদের দমানো থেকে নিয়ম টা বর্তমান সময়ের জন্য উদোক্তা বান্ধব কিনা সেটা দেখা উচিত। উদোক্তা বান্ধব না হলে সেই নিয়ম টা খুব তাড়াতাড়ি বদলানো উচিত- বদলানোর প্রসেসে ইমেইল ব্যবহার করা উচিত কমিউনিকেশন এর জন্য - পুরনো ফাইল সিস্টেম না যেখানে ফাইলের হাত পা গজিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে টাকা এবং সময় দুটোই লাগে।

জনগন কে ডিজিটাল করার বদলে সরকারি/বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে পুরোপুরি ডিজিটাল করা অনেক জরুরী। তাহলে উদোক্তাদের সময় বাচে, কম ইনভেস্টমেন্টেও অনেক কাজ করা যায়।

সুজনেরা বলে- এসব কথা বলতে নেই, তাহলেই ম্যাচিউরড এবং মংগল। দুর আরেকটা কথা মনে হয়ে গেল----

আচ্ছা, প্রতি বছর বাজেট পেশ করার সময় যেমন আমরা খুব আলোচনা করি ফেসবুকে, টিভি, রেডিও টকশোতে, দেশ চালানোর জন্য কোন খাতে কত লাগবে, আমরা কিভাবে টাকা দেব সোনার বাংলা গড়ার জন্য!

প্রতি অর্থ বছর শেষে কেন আমরা একই পরিমাণ আলোচনা করি না যে কোন খাতে কত পরিমাণ ব্যয় হয়েছে আমাদের টাকা, কত টাকার বৈদেশিক মুদ্রার লোন আমাদের ঘাড়ে পড়েছে! কোন খাতের সফলতা কেন আমরা পিঠ ছাপড়ে, নেচে গেয়ে উদযাপন করি না, কোন খাতের ব্যর্থতা নিয়ে আমরা কেন সংশ্লিষ্ট মহলকে মতামত দেই না। গনতন্ত্রের দেশে কেউ তো আমাদের বাধা দিচ্ছে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.