![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই confused............
অনেক দিন আগে একটা পরিসংখ্যান দেখেছিলাম, একজন মানুষ তার ৬০ বছর জীবনে নাকি ২০ বছর ঘুমিয়ে কাটায় !!!!!
আরেকটা পরিসংখ্যানে দেখলাম মানুষ তার সারা জীবনে গড়ে ৭ বছর বাথরুমে ব্যয় করে.........
এরপর আরও একটাতে, ১ বছর আয়নার দিকে তাকিয়ে কাটায় ছেলেরা, মেয়েরা ২ বছর............
এতগুলা পরিংখ্যানের পর আমি নিজেই কয়েকটা পরিংখ্যান করে ফেললাম ।
একটু মিলায়ে দেখেনতো, (এটা আমার হিসাবে.....)
তিন বেলা খাওয়া ২ বছর
একটু টিভি দেখা (আমি দেখি ৩০-৪০ মিনিট সারাদিনে । বাকি সময়টা চলে অখাদ্য হিন্দি সিরিয়াল/ জীবন মানে - জি বাংলা ) প্রায় ১.২ বছর
এরপর আছে আড্ডা (আমি দিলে তো ৫-৬ ঘণ্টা সপ্তাহে ৩ দিন ) প্রায় ৪ বছর.....
এরপর তো আছে মাঝে মাঝে উদাস হয়ে যাওয়া , আকামে বইসা থাকা,
জাইগা জাইগা স্বপ্ন দেখা, ১ বছর
এরপর আছে পড়ালেখা (যেটা আমার জন্য.... ইয়াক )
পড়ালেখা শেষ করে ৯টা-৫টা অফিস
প্রথম ১০ বছর তো কিছুই করি নাই.....
আর থাকে কয় বছর......????
এখনও কত কিছু দেখার বাকি, কত কিছু করার বাকি.........
জীবনটা এত ছোট ক্যান..........????
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৫
অপ্রচলিত বলেছেন: পেয়ালা অর্ধেক খালি না ভরা? ঘুমাইতেও কিন্তু আনন্দ লাগে আমার
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
নুরুল আফছার অপু বলেছেন: আরেকটু বড় হইলে আরও বেশি ঘুমাইতে পারতাম
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
ফয়সাল হিমু বলেছেন: একটা পোস্ট করে বসে থাকলে হবে? লেখার হাত তো খুবই ভাল, আর লিখনা কেন?