নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Think positive , be positive……

জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন......।

নুরুল আফছার অপু

আমি নিজেই confused............

নুরুল আফছার অপু › বিস্তারিত পোস্টঃ

আমার ভালবাসা (মিডিয়ার সৃষ্টি) ....

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

প্রিয়তমা, তোমার প্রতি আমার ভালবাসার মুল্য ছিল ২ টকার নোট এর মত।
কিন্তু অর্থমন্ত্রীর মত তুমি তার কোন মুল্যই দিলে না।
তুমি মুল্য দিলে তাকে,
কামরুল হাসান বেচে থাকলে যাকে নিয়ে চিত্রায়ন করতেন "২য় বিশ্ব বেহায়া "।
রাগ করো না প্রিয়তমা,
ওটা ছিল মিডিয়ার সৃষ্টি, আমার কথা নয়।

তারপরও হরতাল দিয়েছিলাম, বিক্ষোভ করেছিলাম আমাদের ভালবাসাকে পূর্নতা দানের জন্য।
বসতে চেয়েছিলাম গোলটেবিল বৈঠকে, আমাদের ভুল বুঝাবুঝিটুকু অবসান এর জন্য।
তুমি রাজি হলে না । উপরন্তু আমার টেলিফোন কেন লাল নয়, এ নিয়ে লাঠিচার্জ করলে, পেট্রলবোমা মারলে আমার হৃদয়ে যা এখন জ্বলছে যাত্রীবাহী বাসের মত।

প্রিয়তমা, আমি ভুল করেছিলাম আমজনতার মত তোমাকে নির্বাচন করে।
যদিও আমজনতার ভুলের মাশুল দিতে হয় ৫ বছরের জন্য....কিন্তু আমি...??

চিন্তা করো না প্রিয়তমা, আমার ভালবাসাকে এখন ঘিরে রেখেছে ইট বালু ভর্তি ট্রাক।
তালা মেরেছি হৃদয়ের দরজায়, ওটা আর কখনোই তোমার কাছে পৌছবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কবিতা ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

নুরুল আফছার অপু বলেছেন: ধন্যবাদ :D

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাটস অব টু ইউ।
অসাধারণ চিন্তার প্রকাশ।

অন্যরকম কবিতায় মুগ্ধতা।
কবিতায় প্রথম প্লাচ :)
+++

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

নুরুল আফছার অপু বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.