![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই confused............
জীবনটা পুরাই রুবিক্স কিউবের মত ।
প্রথমে এটা সাজান থাকে,এরপর জীবনের প্রতিটা মুহূর্তে রঙ বদলাতে থাকে ।জটিল থেকে জটিলতর ।
যে যত বেশি লাফালাফি করে তার জীবন তত জটিল হতে থাকে । এরপর আবার সবাই জীবনটাকে সাজাতে থাকে নতুন করে ।
কেউ ধীরে ধীরে সাজায় , কেউ তারাতারি করতে গিয়ে আরো প্যাঁচে পড়ে ।
কেউ পুরোটা সাজিয়ে ফেলে , কেউ এক পাশ, কেউ দুই পাশ আর কেউ কেউ কখনই সাজাতে পারে না ।
এদের মধ্যে কেউ কেউ আবার এক পাশ সাজিয়ে ওই পাশটাই সবাইকে দেখায় । আর তাই দেখে অনেকেই মনে করে তার বুঝি পুরো জীবনটাই সাজানো..............................
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
"জীবনটা পুরাই রুবিক্স কিউবের মত । "
-রুবিক্স কিউব বানানোর আগে জীবনটা কিসের মতো ছিল?