![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন একজন মানুষ। প্রকৃতিগতভাবে একটু নিঃসঙ্গ ধরনের। এমন কি অনেকের মাঝেও একা। পেশায় একজন চিকিৎসক। মানুষের উপকার হয় এমন যেকোন কাজে আমি আছি। আপনারা ডাকলে ইনশাল্লাহ পাশে থাকব।
দেশের একটা হ-য-ব-র-ল অবস্থা আজ।
গতকাল জুম্মার নামাজ পড়লাম পুলিশ প্রহরায়!!
নামাজ শেষ করে বাসার দিকে এগুতে গিয়ে হঠাৎ উল্টো দিক থেকে ধাওয়া খেয়ে আসা মিছিলের সামনে পড়ে গেলাম!!
২/৪ টা ককটেল এর শব্দ শুনলাম...পাবলিক এর সাথে হুড়মুড় করে আমিও পাশে আধখোলা থাকা গেট দিয়ে ধাক্কার চোটে ঢুকে গেলাম।
এরপর আমাদের পিছে পিছে ঢুকল পুলিশ।
তাদের যথেষ্ট ধৈর্যশীল দেখলাম!
আই ডি কার্ড দেখানোর পরে বের হয়ে যেতে দিল।(ভাবছিলাম এই বুঝি বিয়ার আগেই শ্বশুরবাড়ির খানা খাওয়া লাগল!!)
তবে আমার সামনে পুলিশ যে কয়জন ছেলেকে ধরে নিয়ে আসল দেখলাম, এদের বয়েস ১৬ থেকে ২২ এর মধ্যে হতে পারে।
এই ছেলেগুলো এইরকম অরাজকতায় নেমেছে!!
কি স্বার্থে?? কার স্বার্থে?? এদের মা-বাবারা কি জানে এরা আজ কি করছে??
একজন ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মারা গেছে।
কি অবস্থা আজ তার মা-বাবার?? তারা কি আদৌ জানে, তাদের ছেলে কোথায়??
স্বাধীনতার পর ৪২ বছর পেরিয়ে গেছে।
যে লোকগুলোকে আজ যুদ্ধাপরাধী হিসেবে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের সম্মুখীন করা হয়েছে, তারা কি গত ৪২ বছর ধরেই যুদ্ধাপরাধী নয়??
তারপরও দিনের পর দিন এদেশে তারা সংগঠিত হয়েছে, ব্যবসা-বাণিজ্য খুলেছে,রাজনীতি করেছে,ভালমত শিকড় গেড়ে বসেছে...এটা কেন সম্ভব হয়েছে??
...চলবে।।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
আত্মমগ্ন আিম বলেছেন: তবে আমার সামনে পুলিশ যে কয়জন ছেলেকে ধরে নিয়ে আসল দেখলাম, এদের বয়েস ১৬ থেকে ২২ এর মধ্যে হতে পারে।
আমি কোথাও বলি নাই যে সব ১৬-২২ বছর বয়সী ছিল!!
তার ওপর আমি বলেছি, আমার সামনে যে কয়জনকে ধরেছে তাদের কথা। আমি টিভি দেখে বা ওখানে পুরোটা সময় দাঁড়িয়ে থেকে এই লিখা লিখিনি।
অতএব, আগে বুঝবেন কি বলতে চেয়েছি, এরপর সত্য কি মিথ্যা বলছি বিচার করবেন।।
ধন্যবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
টানিম বলেছেন: হুম ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০
আত্মমগ্ন আিম বলেছেন: কি ব্যাপারে হুম ভাই??
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই সব ১৬-২২ না বযস্ক লোকও ছিল ...মিথ্য প্রতিষ্ঠিত করবেন না...
টিভি চ্যানেল গুলোতে তাই দেখলাম.....