![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন একজন মানুষ। প্রকৃতিগতভাবে একটু নিঃসঙ্গ ধরনের। এমন কি অনেকের মাঝেও একা। পেশায় একজন চিকিৎসক। মানুষের উপকার হয় এমন যেকোন কাজে আমি আছি। আপনারা ডাকলে ইনশাল্লাহ পাশে থাকব।
বাবা-মাকে হত্যার দায়ে ঐশীর ফাসির রায় হয়েছে।
কিন্তু এই ঘটনাটি কি দেখিয়ে দিল আমাদের চোখে আঙ্গুল দিয়ে?
আমরা ঐশীদের তৈরী করি, এরা ভুল পথে যাবার পর এদের দুয়ো দেই, ঘৃনা করি আর ফাসি দিয়ে সমাজের আগাছা নির্মূলের সুখ পেতে ভালবাসি।
যে বিষবৃক্ষের শেকড় না উপড়ে, তার ডালে একজনকে ফাসির দড়িতে ঝুলিয়ে আমরা পার পাওয়ার চেষ্টায় ব্যস্ত, সেই বিষবৃক্ষে একদিন আপনার আমার লাশ ঝোলাবে আপনার আমার সন্তান।
যে কারনে ঐশীদের এইরূপে আবির্ভাব, তা নির্মূল না করলে কোনদিন ঐশীদের তৈরী হওয়া আমরা বন্ধ করতে পারব না। ঐশী একটি মেয়ে বলে, একজন পুলিশ অফিসারের সন্তান বলে এই ঘটনা লাইমলাইটে এসেছে।
প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন মাদকাসক্ত সন্তানের হাতে মা-বাবা বা যে কোন একজন খুন। এগুলো নিয়ে কথা হয়না বলে কেউ সমস্যার মূলে যাচ্ছেনই না!
আইসবার্গের উপরের অংশ নিয়ে বসে থাকলে তো চলবে না, নিচে যে বিশাল অংশ রয়েছে তা নিয়ে আরো বেশী ভাবতে হবে।
আদালতের রায়ের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, এই মামলাটির রায় আমাদের জন্য একটি অভূতপূর্ব দৃষ্টান্ত হতে পারত। আমি জানিনা উচ্চ আদালতে আপিল করা হবে কিনা।
যে রায় একটি ভয়ংকর সামাজিক বিষবৃক্ষের মূলোৎপাটন করতে পারে, হাজার হাজার তরুনের জীবন বাচানোর ক্ষমতা রাখে, সেরকম একটি রায় আমরা উচ্চ আদালতের কাছে আশা করি।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানবিক বিবেচনায় হয়তো সংশোধনের সুযোগ দেয়া যেতো কিন্তু সমাজের বর্তমান প্রেক্ষাপটের ভয়াবহতার কথা মাথায় রেখে দৃষ্টান্তমূলক শাস্তিই দেয়া উচিৎ যাতে ভবিষ্যতে এমনটি আর না ঘটে।