![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী নামে গ্রহটিতে মানুষের বসবাস, কিন্তু সর্বত্র তো মানুষ মনুষ্যত্বের মর্যাদাটুকুও পায় না। কোথায়ও বিলাস –ব্যসন , সভ্যতার অগ্রগতি , জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির চর্চা , আর কোথাও শুধু বেঁচে থাকাই প্রতিদিনের সমস্যা । এত মানুষ , পৃথিবীর কি প্রয়োজন এত মানুষের ? প্রকৃতি অনবরত মানুষের মনে বংশবৃদ্ধির প্ররোচনা দিয়ে চলেছে, আদি কালের তুলনায় একালে জনসংখ্যা হাজার-লক্ষগুন বেশি , পৃথিবী কি এত মানুষের ভার বইতে সক্ষম? গাছপালা, পশুপাখি, মানুষের মধ্যে অবিরাম চলেছে বংশবৃদ্ধির যজ্ঞ, প্রকৃতিকে এ দায়িত্ব কে দিয়েছে ? প্রকৃতি নয়, ইশ্বর ? সব কিছু যদি ইশ্বরের সৃষ্টি হয় , তা হলে তাঁর সন্তানের মধ্যে এত বৈষম্য কেন?
------------ সুনীল গঙ্গোপাধ্যায়
( পুরো বইতে , এই কয়টা লাইন ভালো লাগছে খুব)
২| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪১
অর্থনীতিবিদ বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায় গুণী লেখক ছিলেন। তার লেখার মধ্যে অনেক কিছু শিক্ষনীয়, জানার, বোঝার ও চিন্তা করার বিষয় আছে।
৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: কথাগুলো সুন্দর। ধন্যবাদ