![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটতে হাঁটতে কবে যেন শরীর থেকে খসে গেছে
হাঁটার মুদ্রা
মেরুদণ্ডের খাঁজ থেকে উদ্গত ডানার অঙ্কুর
অঙ্কুরেই ঝরে গেছে, সেই কবে-
কোন দাগ রেখে যায় নি কেউ।
তথাপি দাগবিদ্যা কী নিদারুণ ভাইটাল দেখ-
বালিয়াড়ির শরীর নিয়ে নিদাগ বাতাস কী ভীষণ ব্যস্ত,
সমুদ্রঢেউ অযুত-নিযুত বর্ষ
মত্ত হয়ে আছে নিঃসঙ্গ উপলখণ্ডে
আর
পুরুষ নারীতে
নারী পুরুষে
কী অপূর্ব দাগ ফেলাফেলির খেলা!
অথচ কী নাদান দেখ আমি,
খুঁজে পাচ্ছি না শরীর থেকে খসে যাওয়া স্বপ্নের দাগ।
২| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। +
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।