নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিধার দুর্গ

অপূর্ব সাহা

নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট

অপূর্ব সাহা › বিস্তারিত পোস্টঃ

ইস্টিশন তো একটা কৃষ্ণবিবর

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩


একটা রেললাইন
কিলবিল করতেছে রাতের গায়ে
মাঠ শুয়ে আছে মাঠের ’পরে
কী এক লম্পট আলো
খেলা করতেছে তার বুকে-মুখে-ঠোঁটে
আর দেখ, বেতাল আইল ধরে
একটা লোক হাঁটতেছে
ঘুমন্ত ইস্টিশনের দিকে...

ইস্টিশন একটা কুহকী গোলাপ,
ছড়াতেছে সুগন্ধী সিগন্যাল;
তার কালো পাপড়ির লাবন্যে
অবিরাম ঝরিতেছে
যৌনগন্ধী চূর্ণ নক্ষত্রালোক।

আইলপথে-
যে লোকটা ধাবমান
তার হাতে কোন লাগেজ নাই,
অনেক সহস্র বর্ষ চেষ্টার পর
ঘুম থেকে আলাদা করতে পেরেছে যে স্বপ্ন
তার হাত ধরে গুটি গুটি পায়ে সে হাঁটতেছে
ঘুমন্ত ইস্টিশনের দিকে...
ইস্টিশন মূলত একটা বামন নক্ষত্র,
ছড়িয়ে দিতেছে অনির্ধারিত দূরত্বের সংবেদ।
লোকটি বিধ্বংসী নৈকট্যের কাছে
দূরত্বের পাঠ নিয়েছে
তাই সত্তাবিবিক্ত স্বপ্নটাকে ট্রেনে তুলে দিয়ে
সে ফিরে আসবে এই মাঠের বিস্তারে
তারপর
মাঠ হয়ে শুয়ে থাকবে মাঠের ’পরে;
লম্পট আলো
খেলা করতে থাকবে তার বুকে-মুখে-ঠোঁটে
বেতাল আইল ধরে
কুয়াশাদল হেঁটে যেতে থাকবে
ওই ঘুমন্ত ইস্টিশনের দিকে...

ইস্টিশন তো একটা কৃষ্ণবিবর,
অনির্দিষ্টকাল ধরে গিলতে থাকবে
আলো-কণা-স্বপ্ন-সত্তা-ঘুম...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: খুব ভালো লাগলো
কোথায় যেন হারিয়ে গেলাম কিছুক্ষনের জন্য :(

২| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১১

প্রথমকথা বলেছেন:



ইস্টিশন একটা কুহকী গোলাপ,
ছড়াতেছে সুগন্ধী সিগন্যাল;
তার কালো পাপড়ির লাবন্যে
অবিরাম ঝরিতেছে
যৌনগন্ধী চূর্ণ নক্ষত্রালোক।

দারুণ কাব্যরসে ভরা। খুবভাল লাগল কবি।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।


তবে করতেছ, ছড়াতেছে শব্দগুলো পড়তে ভালো লাগে নি। কানে লাগছিল।
সত্ত্বা||সত্তা

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

অপূর্ব সাহা বলেছেন: সত্তা হবে। ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সিগনেচার নসিব বলেছেন: ভাল লাগা জানুন

৫| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ইমরান আল হাদী বলেছেন: দিশেহারা রাজপুত্রের সাথে আমি সহমত পোষণ করছি।
শব্দ গুলো ঠিক করে নিলে সুন্দর কবিতা খানি আরো
ভাল লাগবে,আপনাকে ধন্যবাদ।

৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৯

মহসিন ৩১ বলেছেন: আর দেখ, বেতাল আইল ধরে
একটা লোক হাঁটতেছে
ঘুমন্ত ইস্টিশনের দিকে...
টো টো কোম্পানির ম্যানেজার হবে কি ? লোকটা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.