![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ তো ছুঁইনি,কিন্তু আকাশের মাঝে তো মেঘ হয়ে ভেসে আছি...বেঁচে আছি,দিব্যি জেগে আছি। রোদ কে আমায় ভেদ করে স্পর্শ করতে দিছি...এই তো আমি....এই তো জীবন...আর বাঁচার সেকি আনন্দ...
শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাসও চলে এলো। কিন্তু মেঘের গুড়ু গুড়ু থামল কই? বৃষ্টি ঝরাও থেমে নেই। তাই সব কিছুর পরেও এই মন বৃষ্টিভেজা মন। আশে পাশের সব মানুষকেই যদি প্রশ্ন করা হয়- ঝুম বৃষ্টির মাঝে কোন ৩টি বাংলা গান শুনতে ভীষন ইচ্ছে করবে...বেশির ভাগ মানুষের বলা সেই ৩টি গানের মাঝে একটা গান হবে-
আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।
——————-
শ্রীকান্ত আচার্য
শ্রীকান্তের গান শুনেনি এমন মানুষ কিন্তু আজকাল খুঁজে পাওয়া ভার। অথচ কোন সাঙ্গীতিক পরিবারে বড় হয়ে ওঠেননি ভারতে বাংলা গানের জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য। তিনি বলছিলেন তাঁদের পরিবারে গানবাজনা বা সংস্কৃতির কোনরকম চর্চ্চাই ছিল না। তবে গান ভীষণ ভালবাসতেন, মিউজিক আর গান নিয়ে একটা পাগলামো ছোটকাল থেকেই ছিল। এমনকি তিনি তবলা বাজানোও শিখেছিলেন উস্তাদ আলী আহম্মদ খানের কাছে থেকে। গানের প্রতি অসম্ভব টান ছিল তার সব সময়ই কিন্তু সেটা কখনই তিনি লাগামহীনহাবে বাড়তে দেন নি,কারণ তিনি জানতেন আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালী পরিবারের মত লেখাপড়া শিখে চাকরিবাকরির জীবনই তাঁকে বেছে নিতে হবে। কিন্তু চাকরি করতে করতে একটা সময়ে হঠাৎই উপলব্ধি করেন গানবাজনা থেকে অনেক দূরে সরে যাচ্ছেন,একটা ভয় পেয়ে বসে ভাললাগার এই জায়গায় আবার কখনও কী ফিরতে পারবেন? এই ভাবনা থেকেই চাকরি ছেড়ে দেন হঠাৎ করে। জীবনে সুযোগও আসে এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায়।
কলকাতার সাগরিকা রেকর্ড কোম্পানি দুটো অ্যালবাম প্রকাশের সুযোগ করে দেয়। একটি রবীন্দ্রসংগীতের এবং অন্যটি পুরোন গানের রিমেক,যা সেসময় একটা জনপ্রিয় ধারা হয়ে উঠেছিল। দুটো অ্যালবামই হিট করল ১৯৯৬ সালে। এরপর আর ফিরে তাকাতে হয়নি শ্রীকান্ত আচার্যকে।
শ্রীকান্তের গান শুনি আমি সেই স্কুল জীবন থেকে। সেই সময় বাসায় সিডি প্লেয়ার ছিলনা আমাদের। ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম। কেনাকাটা করতে শপিং মলে গেলে আশে পাশের দোকানে বাজতে থাকা গান শুনে মনে হত, ইসস কবে যে আমার নিজের একটা দোকান থাকবে। যার একপাশে থাকবে সব গল্পের বই, আর অন্যপাশে সব গানের সিডি। সেইখানে আমি সারাদিন বসে বসে গান শুনবো, বই পড়বো আর মানুষজনকেও বই পাড়ার জন্যে আর গান শোনার জন্যে উৎসাহ দিবো। আমার মনে হত এমন কোথাও যদি আমাকে বন্দি করে রাখা হয় যেখানে অনেক অনেক গল্পের বই আছে আর গান আছে তাহলে আমার কিচ্ছু লাগবে না।
বৃষ্টি তোমাকে দিলাম,বঁধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, যেও না দক্ষিন দারে, জানলা খোলা...ইত্যাদি গানগুলো মিশে আছে আমার নানা রঙের স্মৃতির পাতায়। এমনকি কিছুদিন আগের শ্রীকান্তের গাওয়া “মেঘ হলে মন” গানটা আমি টানা কয়েক দিন শুনে গিয়েছি। আর খোমাবইতে স্ট্যাটাসও দিয়েছিলাম যে- “এই গান শুনে আমার শ্রীকান্ত কে ১০১টা সাদা গোলাপ দিতে ইচ্ছে করেছে...♥ আসলে কি, কিছু কিছু মানুষের গান শুনতে কখনো খারাপ তো লাগেই না উলটো বরং কানের আরাম বৃদ্ধি পায়। এর আগে গানপাগলা পোষ্টে লতা মুঙ্গেশকরের অনেক গুলো গানের লিঙ্ক দিয়েছিলাম। এবার শ্রীকান্তের গানের লিঙ্ক দিব।
শ্রীকান্তের গাওয়া আমার পছন্দের অনেক গুলো গানের এম.পি.থ্রি লিঙ্ক দিলাম। সেই সাথে কিছু গানের কথাও জুড়ে দিলাম-
শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া…
টুকরো সূখের দেয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া।
বলতে না পারা কথা বলে গেলো সেই সুর…
ভাসলো আকাশ অজানায় বহুদূর।
(জানলা খোলা)
ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুরের সুরে সুরে মিলায়ে
তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে ।।
চোখে মোর ফাগুনের ছবিটি আঁক
কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক ।।
(কেন দূরে থাক)
বঁধূয়া আমার চোখে জল এনেছে হায় , বিনা কারণে
নীলাকাশ থেকে একি বাজ হেনেছে হায়, বিনা কারণে
দিনে দিনে মুল্য বিনে, সে যে আমায় নিল কিনে
এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায়
(বধুঁয়া আমার চোখে জল এনেছে)
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ী।
মেঘ হতো কাশ ফুলের দু-চোখ
দৃষ্টি কিন্তু খুব আনাড়ী আনাড়ী ...
কিন্তু মনে মেঘ থাকেনা
মেঘ ছাড়া আকাশ খালি
বোতাম খোলা জানালা বুকে
বইছে হাওয়া শুধু শুন্যতারি
মেঘ হলে মন বিকেল বেলায় ...
একলা যেতাম মেঘের বাড়ী।।
(মেঘ হলে মন)
শ্রীকান্তের ৩৬টি গানঃ-
আজ শ্রাবণের আমন্ত্রণে
অচেনাকে ভয় কি আমার মনে
আগুনের পরশমণি
আজি হৃদয় আমার
আজি যত তারা তব আকাশে
আামার যাবার বেলায়
আমার যে দিন
আমার শেষ পারানের কড়ি
আমারো পরানো যাহা চায়
আনন্দধারা বহিছে ভুবনে
অন্ধকারে একটু মৃদু আলো
আসা যাওয়ার পথে
চোরকাঁটা গলি
দ্বীপ নিভে গেছে মম
এবার অবগুণ্ঠন খোল
এই উদাসী হাওয়া
এইটুকু ছোঁয়া লাগে
এমনি করেই যায় যদি দিন
খাতার ওপর আকাশ ঢেলে দেই
মেঘ হলে মন বিকেল বেলায়
মেয়েটা ছিল সুপ্ত খাতা
আমায় প্রশ্ন করে
আমি এত যে তোমায়
আমি যামিনী তুমি শশী
আমি তো বুঝিনা
বঁধুয়া আমার চোখে
বন্ধু তোমার পথের সাথীকে
এত সুর আর এত গান
যে আঁখিতে এত হাসি
কেন দূরে থাকো
মনের জানালা ধরে
তিন দানা তিন দানা
তোমার জন্যে
উদাসী এই
জানলা খোলা
বৃষ্টি তোমাকে দিলাম
গান হল আমার আত্মার খোরাক। গানের মাঝেই আমি সব সময় নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। মন খারাপ বা ভালো থাকা, আকাশের বদলে যাওয়া রূপ, মনের নানান অনুভূতি, কাছের মানুষের জন্যে উপহার সব কিছুর বেলাতেই আমার গানের সংগ চাই। গানের মাঝেই আমি নানান রঙ খুঁজে পাই। আমি গানপাগলা মানুষ... আমি গান ভালোবাসি আর ভালোবেসেই যাব।
Music washes away from the soul the dust of everyday life.
~Berthold Auerbach
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৭
একুয়া রেজিয়া বলেছেন: আমারো ভীষন পছন্দ।
২| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৫
তন্দ্রাহারা বলেছেন: প্রিয়তে।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৬
মে ঘ দূ ত বলেছেন: বাহ্ এইখানেও সেই মেঘ হলে মন চতুরে মন্তব্য করে এসেছি। এইখানেও সাথে করে নিয়ে যাচ্ছি।
দারুণ একটা কাজ করেছেন। একটা কথা ওখানে বলা হয় নি, শেষের কোটটা পছন্দ হয়েছে ভীষণ
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৪
একুয়া রেজিয়া বলেছেন: ধয়নবাদ ভাইয়া। কোটটা আমারো খুব পছন্দ হয়েছে। তাই দিয়ে দিলাম।
আপনার মেঘপঞ্জিকা পড়ে খুব ভাল লেগেছে।
৪| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৭
বোরহান উদদীন বলেছেন:
আমার প্রিয় একজন শিল্পী শ্রীকান্ত । ধন্যবাদ লিংগুলি শেয়ার করার জন্য। এবং প্রিয়তে নিয়া রাখলাম পোষ্ট টি।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা।
৫| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৬
বেসিক আলী বলেছেন: কি ভালো লাগে শ্রীকান্তের গান !!!!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬
একুয়া রেজিয়া বলেছেন: বেসিক আলী কিন্তু আমার পছন্দের কার্টুন
৬| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৮
কাউসার রুশো বলেছেন: Music washes away from the soul the dust of everyday life.
~Berthold Auerbach
দারুন একটা কথা।
শ্রীকান্তের গান ভালো লাগে খুব। বৃষ্টি তোমাকে দিলাম,বঁধুয়া আমার চোখে জল এনেছে হায় গান দুটি খুবই প্রিয়।
ভেবে ভালো লাগছে প্রত্যেকটা গানই আমার সংগ্রহে আছে।
দারুন পোস্টের জন্য আপনেরে ১০১ টা ভার্চুয়াল সাদা গোলাপ
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৮
একুয়া রেজিয়া বলেছেন: আহহা! সাদা গোলাপ ভালো পাই। সামনে বই মেলায় আবার হুট করে দেখা হয়ে গেলে সত্যি সত্যি দিয়ে দিয়েন।
৭| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪০
শূভ্র আকাশ বলেছেন: +++++++++++++++++++++++++
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৯
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।
৮| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫০
বড় বিলাই বলেছেন: জানলা খোলা আমার খুব প্রিয় একটা গান। যখনই মন খারাপ থাকে, আমার ল্যাপিতে এটা বাজতেই থাকে, বাজতেই থাকে।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩০
একুয়া রেজিয়া বলেছেন: শ্রীকান্তের অনেক অনেক গানই আমার খুব প্রিয়।
৯| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:২০
জাহিদুল হাসান বলেছেন: শ্রীকান্তের গান আমার জীবনের সাথে অন্যরকম ভালোলাগায় জড়িয়ে আছে। শ্রীকান্তের গানের সূত্র ধরেই মনের মানুষটিকে পেয়েছিলাম। ভালো লাগলো।
আমার অনেকগুলা প্রিয় গান, তবে সবচেয়ে বেশী ভালো লাগে,
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে
আমি খোলা জানালা, তুমি দখিনা বাতাস
তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে
যদি জানতে কিযে আমার মনের কথা
........
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৪
একুয়া রেজিয়া বলেছেন: শ্রীকান্তের গানের সূত্র ধরেই মনের মানুষটিকে পেয়েছিলাম। এই কথাটা পড়ে খুব মজা পেলাম। গানে গানে ভালোবাসা। শ্রীকান্তের অনেক গানই আমার প্রিয়।
১০| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জানলা খোলা,
মেঘ পিয়ন,
ছেলেটির নাম মেঘ,
বৃষ্টি তোমাকে দিলাম,
মেঘ হলে মন
__________ একই থিমের উপরই কতোগুলো প্রিয় গান শ্রীকান্তের গাওয়া।
প্রতিদিনই এই গানগুলোর এক দুইটা শুনি। ল্যাপিতে শ্রীকান্তের অনেক গান আছে, অধিকাংশই পছন্দের। স্বীকার করতেই হবে, বাংলা গানে প্রিয় শিল্পী শ্রীকান্ত।
পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৭
একুয়া রেজিয়া বলেছেন: পুরনো গানগুলো কে নতুন করে গেয়েছে শ্রীকান্ত। আর তার ভরাট গলা শুনে শুধুই মুগ্ধতা কাজ করে।
১১| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৫
সায়েম মুন বলেছেন: শ্রীকান্তের গান অনেক শুনতাম। শেয়ারের জন্য থ্যাঙ্কস একু!
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৮
একুয়া রেজিয়া বলেছেন: ইউ কাম কাম চাঁদ।
১২| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০২
লাবণ্য ও মেঘমালা বলেছেন: বিরহী ভালোলাগা পেতে হলে শ্রীকান্তের গানের বিকল্প নেই।
আমি নিজেও গান পাগলা মানুষ, একি রকম ভাবে শপিং মলের গানের দোকানগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগত।
পোস্টের জন্য ধন্যবাদ।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৯
একুয়া রেজিয়া বলেছেন: বাহ! শপিংমলে গান শোনার ব্যাপারটা মিলে গেলো দেখি।
১৩| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৭
ছাইরাছ হেলাল বলেছেন:
শ্রীকান্ত আমার প্রিয় শিল্পীদের একজন।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৯
একুয়া রেজিয়া বলেছেন: শুভকামনা।
১৪| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৫১
জিসান শা ইকরাম বলেছেন: আমার সারাটা দিন মেঘলা আকাশ সম্ভবত সবারই ভাল লাগার একটা গান। শ্রীকান্তের গান সবসময় ভাল লাগে। সুন্দর পোস্ট।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪০
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ পাঠের জন্যে।
১৫| ২৮ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৪
কাউসার রুশো বলেছেন: বইমেলা কেন? ব্রগীয় একটা আড্ডার আয়োজন করেন ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হওয়ার পাশাপাশি আপনার সঙ্গেও দেখা হয়ে হবে। তখন না হয় দিবো
২৮ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৮
একুয়া রেজিয়া বলেছেন: আরে বাহ! তাহলে তো আরও ভাল। ফুলের পাওয়ার সাথে নিশ্চয় চকলেট খাওয়াও ফ্রীইইই।
১৬| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৬
জিসান শা ইকরাম বলেছেন: এটা কোন মন্তব্য নয়
অ:ট:
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬
একুয়া রেজিয়া বলেছেন: চাঁদ তারাগুলো খুব সুন্দর করে জ্বলছে। ভালো লাগলো দেখে।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১২
সীমানা পেরিয়ে বলেছেন: ++
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৯
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ সীপে
১৮| ২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৮
চাঁন মিঞা সরদার বলেছেন: প্রিয়তে
২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫৮
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:১০
চাঁন মিঞা সরদার বলেছেন: আচেন কিরাম??
২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫৮
একুয়া রেজিয়া বলেছেন: ভালাআআ।
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০১
বৃষ্টিধারা বলেছেন: কই হারাইলা ???
১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯
একুয়া রেজিয়া বলেছেন: এই যে আমি!
২১| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৫
হাসান মাহমুদ তানভীর বলেছেন: ++++++++++
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৫
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: ধন্যবাদ ডাউনলোড লিংকের জন্য। শ্রীকান্তের গান খুব পছন্দের