নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের আলোয় আলোকিত হতে চাই । বই পড়তে ভালোবাসি ।

এ পথের পথিক

খিলাফতের স্বপ্ন দেখি । মুক্তির এক পথ ইসলামী খিলাফত ।

এ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

আমি কার অনুসারী হব ?

০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৬


পৃথিবীতে যত মানুষের এসেছে তারা সবাই কারো না কারো অনুসারী । কেউ স্বীকার করুক বা না করুক ছোট বেলায় আমাদের অনুকরণীয় ব্যক্তি ছিল বাবা মা । বাবা মায়ের প্রতিটি কাজ আমাদের অনুপ্রাণিত করত পৃথিবীকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিত । কালের পরিক্রমায় আমরা যত বড় হতে থাকি আমাদের অনুকরণীয় ব্যক্তি পরিবর্তন হতে থাকে । কেউ অনুসরন করে খেলোয়াড়, গায়ক, নায়ক, বাউল, ফকির, পীর, হুজুর অথবা মিলিয়ন বিলিয়ন ডলারের মালিকদের । যে পরিস্থিতিতে থাকি বা যে পরিস্থিতিতে বড় হই বা আমাদের আগ্রহ যে বিষয়ের প্রতি রয়েছে সে দিকেই সফল কোন ব্যক্তিদের আমরা অনুসরন করে থাকি ।
কিন্তু আদর্শের বেলায় আমরা আবার বিভিন্ন ব্যক্তিদের অনুসরন করে থাকি । যেমন কারো অনুকরণীয় মতাদর্শ লেলিন স্ট্যালিনবাদ, লালনবাদ, সুফিবাদ, ফকির দরবেশ প্রভৃতি । আমরা সবাই আমাদের এই মতাদর্শ প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা করতে ব্যস্ত । কিন্তু এসব মতবাদ প্রতিষ্ঠায় যেসব ব্যক্তিদের কয়জনকে পুঙ্খানুপুঙ্খ ভাবে চিনেছি ? কত জনের ব্যক্তিগত জীবনেকে জেনেছি ? কত জনের থেকে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য নিয়েছি ?
এর উত্তর আমরা দিতে পারি না । কারন কারো ব্যক্তি গত জীবন নিয়ে আমরা তেমন একটা মাথা ঘামায় না । আমরা শুধু সেসব ব্যক্তিদের সাফলতা দিয়ে তাদের মতাদর্শ অনুসরন করি । কিন্তু এই সফলতা কিভাবে প্রতিষ্ঠা পেল, এর পেছনে তার আসল উদ্দেশ্য কি ছিল এসব ভেবেও দেখি না । সেসব ব্যক্তিদের সবারই ব্যক্তিগত জীবনে বলে কিছু একটা থাকে যা আমরা কেউ জানতে পারি না । তাদের জীবনের এসব কেউ সংরক্ষনও করে নি কেউ অনুসরন অনুরকন ও করে না । তাদের জীবন আমরা ন্যায়ের মানদণ্ডে পরিমাপ করি না, অথচ তাদের মতাদর্শের মানদণ্ডে অন্যদের পরিমাপ করি ।
এসব ব্যক্তিরা আমাদের অনুকরণীয় ব্যক্তি কিভাবে হয় ? তাদের এই মতাদর্শ আমরা কিভাবে প্রচার প্রসার ও প্রতিষ্ঠা করতে পারি ?
তাহলে প্রশ্ন আসে আমাদের অনুকরণীয় ব্যক্তি কে হবেন ? আমরা কার আদর্শ লালন করে আমাদের জীবন গঠন করব ?
বাকি অংশ পরবর্তী পর্বে.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.