![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খিলাফতের স্বপ্ন দেখি । মুক্তির এক পথ ইসলামী খিলাফত ।
আমরা প্রত্যেকেই আমাদের জীবনে প্রতিনিয়ত সুখ খুজে বেড়ায় । সব কিছু পেয়েও যেন কিছু না পাওয়ার বেদনা । যদিও মানব জীবনে চাইলেই সব কিছু পাওয়া যায় না । উদাহরন হিশেবে বলা যায় আমি মঙ্গল গ্রহে বাস করতে চাই অথবা আমি এ দেশের প্রেসিডেন্ট হতে চাই । চাইলেই এসব ইচ্ছা পুরন করা সম্ভব না । মানবীয় যেসব চাহিদা রয়েছে সেগুলো প্রাপ্তির মাঝে আমাদের সুখ খুঁজে বেড়ায় । যেমন আমার মোবাইল প্রয়োজন, আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমার বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, অনেক টাকা হবে, সুন্দরি বউ হবে যাকে দেখে সবাই বলবে জিতসেন ভাই এমন আরো কত কি । কিন্তু এসব পেয়েও কি আমরা সুখী ?
তাহলে প্রকৃত সুখী কে ?
কোথায় পাব আমরা চিরন্তন সুখের সন্ধান ?
১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৭
এ পথের পথিক বলেছেন: সবার ক্ষেত্রে প্রযোজ্য না । পৃথিবীতে সময়ের পট পরিবর্তনের সাথে সাথে প্রয়োজন গুলো পরিবর্তন ও বৃদ্ধি হতে থাকে । একজন দিনমজুর বা রিকশাচালক বা শ্রমিকের মিনিমাম প্রয়োজন তিন বেলা খাওয়া । যদিও বা খাওয়া কোন রকম সেরে দেয়া যায় তারপরও তার ম্যাক্সিমাম প্রয়োজন গুলো তাকে অসুখী করে তোলে । এই কোন রকম খেয়ে নিজের ইচ্ছা পুরন করা সম্ভম না । তার পরিবার বর্গের প্রয়োজন পুরন না করতে পারা হতে পারে সন্তানদের, নিজ স্ত্রীর, বৃদ্ধ পিতা মাতার বিভিন্ন আবশ্যক চাহিদা পুরনে ব্যর্থ হওয়া ।
সময়ের পরিবর্তনে মানুষের ইচ্ছা, চাহিদা এবং প্রয়োজন বাড়তে থাকে । এক্ষেত্রে এ কে সুখী ? চিরন্তন সুখ আসবে কিভাবে ?
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
সোনাগাজী বলেছেন:
সুখী মানুষ হলো, যিনি মিনিমাম প্রয়োজন মিটায়ে স্বাধীনভাবে নিজের ইচ্ছা পুরণের জন্য কাজ করতে পারেন।