![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খিলাফতের স্বপ্ন দেখি । মুক্তির এক পথ ইসলামী খিলাফত ।
বাংলার মানুষ মুক্তি প্রিয়, শান্তি প্রিয় । আমরা ধাপে ধাপে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কৃত্তিম প্রভুর দাসত্ব করেছি । শুরুটা হয়েছিল সেই ইংরেজদের হাত ধরে । এর আগে বাংলার আপমর জনতা ধর্ম, বর্ন নির্বিশেষে আমরা ছিলাম শান্তি, শৃঙ্খলার ভেতরে । এই বাংলা ছিল পৃথিবীর মধ্যে অন্যতম সমৃদ্ধশীল ভুমি । তবে এর শুরুটা হয়েছিল কোথায় ? কারা করেছিল ?
বাংলায় পাল, সেন যুগ বাংলা ছেড়ে পলায়ন করে । কিন্তু তারা বাংলার মানুষদের মুক্তি ও শান্তি দিতে পারে নি । সে সময় মানুষের ওপরে চালানো হতো অমানবিক নির্যাতন । বাংলার মানুষের ভেতরে ছিল না সামাজিক, অর্থনৈতিক মুক্তি । ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে ভেদাভেদ তৈরি করে চালানো হতো অমানবিক নির্যাতনের স্টিম রোলার । ব্রাক্ষণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র বা উপসম্প্রদায় যেমন শৈব, শাক্ত আরো কত কি ! ছিল না কোন ব্যবসা বাণিজ্য, চারিদিকে শুধু দারিদ্রতা । ধর্মের দোহায় দিয়ে নির্যাতন চালানো যেন ডালভাত । সে সময়ে সব বেশী সংঘাত চলছিল আর্য, প্রাক আর্যর ভেতরে ।
বৌদ্ধ ধর্মের অনুসারীদের কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে যা ইতিহাস ঘাটলে দেখা যায় । এমনকি নিজ ধর্মের নিম্ন শ্রেনীর মানুষের সে সময়ে মানুষই মনে করা হত না । সমাজের কুলি, মজুর, মেথর বা এসব খেঁটে খাওয়া লোকদের ওপরে সব চেয়ে বেশী নির্যাতন করা হত । মহিলাদের জুলুম, নির্যাতনের কথা উল্লেখ করা যেতে পারে । ধর্মের দোহায় দিয়ে স্বামীর সাথে চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হয়, শিক্ষা ক্ষেত্রে তাদের একদমই মূল্যায়ন করা হত না, তাদের শুধু ভোগের পণ্য হিশেবে উপস্থাপন করা হত ।
বর্তমান সময়ে এই পাল, সেন যুগকে অনেক ফুলিয়ে ফেপিয়ে উপস্থাপন করা হয়, বাস্তবে যার চিত্র ছিল একদম উলটো । সে সময়ে যদি আমরা চিত্র কর্ম দেখি তাহলে কোন সুস্থ বিবেকবান মানুষ দের পক্ষে সাফাই গাইতে পারে না । যদি গেয়ে থাকে তাহলে হয় সে অসুস্থ মস্তিষ্কের আর না হয় অমানবিক, অমানুষ, জন্তু জানোয়ার ।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা বিজয় করে এই বাংলায় মানুষদের প্রকৃত মুক্তির স্বাদ আস্বাদন করান । তিনি পশ্চিম এবং উত্তরবঙ্গের কিছু অংশ জয় করে সেখানে তিনি মুসলিম সম্রাজ্য প্রতিষ্ঠা করেন । সে সময় থেকে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হয় নি ।
চলবে ................
©somewhere in net ltd.