নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের আলোয় আলোকিত হতে চাই । বই পড়তে ভালোবাসি ।

এ পথের পথিক

খিলাফতের স্বপ্ন দেখি । মুক্তির এক পথ ইসলামী খিলাফত ।

এ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

ভারতের বিরুদ্ধে প্রতিবাদ, ✊ থাকবেনা কোন অজুহাত

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

সিরিয়ার কসাই বাশার আল আসাদ পালিয়ে যাবার আগে সিরিয়ার মিলিটারি সম্পর্কিত বিভিন্ন অতি গোপনীয় তথ্য ইজরায়েলকে জানিয়ে দেয়।


That was Bashar al assad!
.
আমাদের দেশেও একজন ছিল, যে দাবি করত সে এ দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করে ...
.
যদিও বাস্তবতা বলে অন্য কথা! কোন ভাবেই যখন শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলন দমন করতে পারছিলোনা সব শেষে মরিয়া হয়ে জরুরী অবস্থা জারি করার চেষ্টা করে। জনগণের উপরে গুলি চালানোর জন্য এয়ারফোর্সের হেলিকপ্টার ডেপ্লয় করতে আদেশ দেয়! কিন্তু তার কথা আমলে আসেনি। এরপরে হাসিনা তার মনিবের সাহায্য চায়। অজিত ডোভালের সাথে কনট্যাক্ট করে বাংলাদেশে আক্রমন চালাতে বলে!
.
এমনকি পালিয়ে গিয়ে হিণ্ডন এয়ার বেইজে নেমে অজিত ডোভালকে আবারো ঢাকা আক্রমন করতে বলে! এগুলো কেবল মাত্র কোন তথ্য উপাত্ত হিসেবে না দেখে বরং বাস্তবে এই তথ্য গুলোর প্রভাব উপলব্ধি করা প্রয়োজন! এতে করে আমাদের অনুভূতি, আমাদের সচেতন চিন্তা ভাবনা আরো যথার্থ হবে।
.
ভেবে দেখুন, শেখ হাসিনা দেশের জনগণের উপরে জুলাই জুড়ে নৃশংস হত্যাকান্ড চালানোর পরেও নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে, নির্বিচারে গুলি চালানোর জন্য আর্মি এবং এয়ারফোর্সকে আদেশ দেয়। বাস্তবায়ন না হওয়ায়, নিজে জীবন বাঁচাতে পালিয়ে যায় এবং মনিবের কাছে পৌঁছে যাওয়া মাত্র সে আবারো দেশের জনগণের উপরে আক্রমন চালাতে বলে!!!
.
বিষয়টি ভাবুন, একবার নয়, শতবার যতক্ষণ না আপনি বিষয়টির প্রকৃত স্বরুপ এবং হুমকি উপলব্ধি করতে সক্ষম হোন ...
.
এ ব্যাপারে কিছু পয়েন্ট -

১। শেখ হাসিনা, তার রাজনৈতিক দল এবং এই দলের রাজনৈতিক আদর্শ ভারতের দাসত্বে আবদ্ধ। এটি প্রমাণিত, কোন কন্সপিরেসি থিওরি নয়। আবারো বলছি, এটি প্রমাণিত!
২। শেখ হাসিনা এবং তার আশের পাশের মাফিয়ারা মিলে কেবল মাত্র ভারতের প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করার জন্য বিডিআর হত্যাকান্ড ঘটায়!
৩। যে সামরিক অফিসাররা নিজেদের জান বাজি রেখে এই শেখ হাসিনাকে নিরাপদ রাখা নিজের ফরজ দায়িত্ব মনে করে, এই হাসিনা তার মনিবের প্রতিশোধ লালসা মেটানোর জন্য সেই সামরিক অফিসারদের ৫৭ জনকে হত্যা করার সুযোগ করে দেয়!
৪। সেই সামরিক অফিসারদের মধ্যেই আবার কিছু তাকে পালিয়ে যেতে সাহায্য করে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে সর্বপ্রথম যা নিয়ে ব্যাস্ত হয় তা হচ্ছে - দিল্লি ঢাকা অ্যাটাক করছে না কেন!
৫। আমাদের এই দেশ অনেক আগেই বিক্রি হয়ে গেছে। তিলে তিলে ভারত আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, প্রতিটি সেক্টরে!
৬। কেউ আমাদের কিছু করে দিবে, এনে নিবে, এমন আশা করা ভুল! যে কেউ সত্যিকার অর্থে নিজের দেশ এবং দেশের জনগণকে ভালোবাসে, যে কেউ সত্যিই দাবি করে সে নিজের দেশের জন্যই প্রস্তুত, তাকে তার অবস্থান থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৭। দেশের চিহ্নিত শত্রুদের শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে।
৮। এটি সহজ নয়। তবে আমি হেরে গেলে আমরা হেরে যাবো, আমরা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে!
৯। নিশ্চয়ই আগ্রাসী ভারত আমাদের প্রধান শত্রু।
১০। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এই আগ্রাসনের সকল রকম সাহায্যকারী এবং অনুসারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে আত্মবিশ্বাসী, অটল, অবিচল!
.ভারতের বিরুদ্ধে প্রতিবাদ,
✊ থাকবেনা কোন অজুহাত
লেখা: Reality Check BD

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.