![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খিলাফতের স্বপ্ন দেখি । মুক্তির এক পথ ইসলামী খিলাফত ।
ক্লাস ১০ পর্যন্ত আমার পুরো সময় গ্রামেই কেটেছে । আমাদের গ্রাম কিছু দুরে বিশাল বড় বাজার রয়েছে । ছোট বেলা থেকেই বাড়ির বাইরে যাওয়া নিয়ে অনেক রেস্ট্রিকশন ছিল । আমি কার সাথে ঘুরছি, আমার বন্ধু কে, বাসা থেকে কখন বের হয়েছি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কখন বাসায় ফিরব সব কিছুর বিস্তারিত বিবরন দিতে হত । যার কারনে বাজারে যাওয়া সেভাবে হয়ে ওঠেনি, আর ইচ্ছাও হয়নি । পড়াশোনার জন্য শহরে আসার পর দেখলাম দুনিয়াটা অনেক বড়, এখানে বিচিত্র অদ্ভুত সব মানুষের বসবাস ।
এর মধ্যে ধান বিক্রির জন্য ভ্যান গাড়িতে শুধু গিয়েছি আর এসেছি সেটা ছিল ফজরের কিছু সময় পরে । তবে এর আগে বাজার খুব একটা জমত না, সবজির বাজারও এ সময়ের পরে জমে উঠত । শহরে যেসব বাজার ছিল তা বেশীর ভাগই শুরু হত সকাল ৭ বা ৮ টার দিকে । এর আগে বাজার জমত না, তবে সারাদিনই চলত ।
এখন যে এলাকায় আছি সেখানে অনেক সকালে বাজার শুরু হয় । একদম অন্ধকার থাকতেই সবজির বাজার শুরু হয় আবার ৮/৯ টার দিকে বাজার শেষ হয়ে যায় । দেখেছি এখানের মানুষজন অনেক সকালে ঘুম থেকে উঠে । এই তীব্র শীতের মধ্যেও তারা সেই আগের মতই ফজরের আগেই বাজার শুরু করে দিত । মুলত এ বাজার পাইকারীর সবজি বাজার তবে খুরচাও বিক্রি হয় । বাজারের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, শহর থেকে ঢাকা যাওয়ার রাস্তার ওপরে বাজার বসে । ব্যবসায়ীরা সবজি কিনে পুরা শহরে বিক্রির জন্য বের হয়ে যায় সারা দিনের জন্য, পাইকাররা সবজি অনেক দামাদামি করে কম দামে কেনার চেষ্টা করেন । তারপর তারা ট্রাক ভর্তি মাল নিয়ে রওনা হন ঢাকার উদ্দেশ্যে । তাদের দেখে আমি অনেক বার মনে মনে উদ্যোগ নিয়েছি এ ব্যবসা করব । কিন্তু আমার যে টাকা নেই । ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মত ।
যাইহোক আজ সকালে বাজার করার জন্য গিয়েছিলাম । দামাদামির ক্ষেত্রে আমি আনাড়ি । দোকানিরা আমাকে ঠকিয়ে দেয় । এক ভাই গিয়েছিল আমার সাথে । সবজির দাম খুবই কম । ক্রেতার চোখে মুখে আদন্দের জোয়ার দেখেছি । স্মৃতি হিশেবে দাম গুলা উল্লেখ করছিঃ
১। আলু ১ পাল্লা ( ৫ কেজি ) - ৭০/৭৫ টাকা
২। টমাটো দেশী পাকা - ১০ টাকা কেজি ( গতকাল আমার রুম মেট ৫ টাকা কেজি নিয়েছে )
৩। গাজর - ২০ টাকা কেজি
৪। ব্রয়লার মুরগি - ১৭৫ টাকা কেজি
৫। তেল - ১৯৭ টাকা কেজি সয়াবিন
৬। পাতিহাস - ১ পিস ৫৫০/৬০০ ( ১ কেজি বা ১ কেজি ২০০/৩০০ হবে )
৭। চাউল - ৬০ টাকা কেজি ।
যখন সবজির দাম বেড়ে যায় তখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায় কিন্তু যখন কম, আমাদের হাতের নাগালের ভেতরে চলে আসে তখন আর কেউ বলে না । ক্রেতারা এখন স্বস্তিতে আছে, বিশেষ করে আমরা যারা ছাত্র তারা ।
©somewhere in net ltd.