![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খিলাফতের স্বপ্ন দেখি । মুক্তির এক পথ ইসলামী খিলাফত ।
হাজতের এই ছবিটার দিকে তাকান ভাই। কষ্টে বুকটা ভার হয়ে আসবে৷
আমার হামজার মতো এই ছোট্ট শিশুটি। ওর বাপ বিএনপি করতো। বাপকে না পেয়ে ছোট্ট বাচ্চাকে ধরে এনে হাজতে আটকে রাখছে ১৯ঘন্টা যাতে বাপ স্বেচ্ছায় ধরা দেয়৷
এটাই শেখ ফেরাউনের শাসনামল৷ আল্লাহ এই ডাইনিকে সপরিবারে ধ্বংস করুন। তাকে নিয়ে যারা সুশীলতা করবে তাদের বাঁশের ওপর রাখা হবে৷
এ নিয়ে সামুতে একভাই লিখেছিলেন লিঙ্কঃ গর্ভের শিশু গুলি খাওয়ার পর এবার ১১ মাসের শিশুর কারাবাস!!
এসব দেখার পরও জানার পরও জারা বলে আগেই ভাল ছিলাম, তাদের বলছি ভাই আপনি আর মানুষ নেই পুরাপুরি আম্লিক হয়ে গেছেন ।
যেই আম্লিকের পক্ষে সাফাই গাইতে আসবে তাকেই বলবেন " তুই মানুষ না আম্লিক ?"
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬
এ পথের পথিক বলেছেন: আচ্ছা ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব ভুলে গেছে আফসোস লীগ
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
এইচ এন নার্গিস বলেছেন: খুব সুন্দর ।