নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের আলোয় আলোকিত হতে চাই । বই পড়তে ভালোবাসি ।

এ পথের পথিক

কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব ? আমরা তো বলেছি, আমদের যাত্রা অনন্তকালের দিকে । আল মাহমুদ

এ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: কম্পিউটারের সাথে কথা বলার মাধ্যম

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৩


ছবিঃ এআই
আমরা মানুষ একে অপরের সাথে কথা বলার জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি—বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ইত্যাদি। কিন্তু কম্পিউটারের সাথে কথা বলার জন্য আমাদের দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

আজ আমরা জানব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, এর কত প্রকার, এবং এটি দিয়ে কী করা হয়?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল এক ধরনের ভাষা যা ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশনা দিতে পারি। এটি বিশেষ কোড বা কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে বলে দেয় কী করতে হবে, কখন করতে হবে এবং কীভাবে করতে হবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি কম্পিউটারকে বলেন "দুটো সংখ্যা যোগ করো", সেটি স্বাভাবিকভাবে বুঝবে না। কিন্তু আপনি যদি C++ বা Python -এর মতো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বলেন:
sum = 5 + 10
print(sum)
তাহলে কম্পিউটার বুঝতে পারবে এবং ১৫ প্রিন্ট করবে!

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুই ধরনের:

১। লো লেভেল ল্যাঙ্গুয়েজ
* মেশিন ল্যাঙ্গুয়েজ (Binary - 0 এবং 1)
* অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ (সংকেতভিত্তিক)
এগুলো কম্পিউটারের হার্ডওয়্যারের খুব কাছাকাছি কাজ করে এবং দ্রুত কার্যকর হয়।

২। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
* C, C++, Python, Java, JavaScript, PHP ইত্যাদি।
* সহজবোধ্য ও পড়তে সুবিধাজনক।
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেই আমরা সহজে সফটওয়্যার বা অ্যাপ তৈরি করতে পারি!

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কী করা হয়?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অসংখ্য জিনিস করা যায়, যেমন:
* ওয়েব ডেভেলপমেন্ট – HTML, CSS, JavaScript, PHP
* অ্যাপ ডেভেলপমেন্ট – Java (Android), Swift (iOS)
* গেম ডেভেলপমেন্ট – C++, Unity (C#)
* ডাটা সায়েন্স ও AI – Python, R
* সাইবার সিকিউরিটি – C, Python
* হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স – Assembly, Verilog
কল্পনা করুন, Google, Facebook, YouTube – সব কিছুই তৈরি হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে!

কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব?
নতুনদের জন্য কিছু জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হলো:
* Python – সহজ ও জনপ্রিয়
* C/C++ – পারফরম্যান্স ভিত্তিক
* JavaScript – ওয়েব ডেভেলপমেন্ট
* Java – মোবাইল অ্যাপ
* SQL – ডাটাবেজ
আপনার লক্ষ্য অনুযায়ী একটি ভাষা বেছে নিন! প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের আধুনিক প্রযুক্তি গড়ে তুলতে সাহায্য করে। এটি দিয়ে সফটওয়্যার তৈরি করা যায়, ওয়েবসাইট বানানো যায়, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবট বানানো সম্ভব!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৮

এইচ এন নার্গিস বলেছেন: কঠিন জিনিস ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৮

এ পথের পথিক বলেছেন: শুরুর দিকে একটু কঠিন মনে হবে । আসতে আসতে সহজ হয়ে যায় ।
ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.