নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত পথিকের অবসর

জীবনের দীর্ঘ পথ অনেকটা পেরিয়ে এসে আমি একজন ক্লান্ত পথিক, তবে অবসর খুবই কম। তাই ইচ্ছে থাকলেও লেখা হয় না তেমন একটা।

তৃষ্ণার্ত

একজন খুব সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উপরের কথাটাই ঝুলছে এখানে, কিন্তু কথাটার সাথে পুরোপুরি একমত নই আমি। আসলে আমরা সবাই একেক জন অসাধারন, অনন্য-সাধারন মানুষ। চলুন অসম্ভবের স্বপ্ন দেখি...

তৃষ্ণার্ত › বিস্তারিত পোস্টঃ

প্লে-স্টেশন না এক্স-বক্সঃ গেমারদের মতামত চাই

১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৫

আমার গেম পাগল ভাগ্নেকে একটি গেম কনসোল উপহার দিতে চাই। আমার নিজের খুব ভাল ধারণা না থাকায় অভিজ্ঞ গেমারদের মতামত চাইছি। প্লে-স্টেশন, এক্স-বক্স অথবা পি এস পি- এগুলোর মধ্যে কোনটা কেমন হবে, বা সুবিধা অসুবিধা সম্পর্কে কেউ যদি ধারণা দেন, তাহলে খুব ভাল হয়।

ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪

গিফার বলেছেন: প্লে-স্টেশন ৩ ই ভালো হইব... কারন প্লে-স্টেশনের জন্য অনেক গেম পাবেন বাংলাদেশে এক্স-বক্সের জন্য সেরকম গেম পাবেন না।

তাছারা প্লে-স্টেশন ৩ পুরা এক খানা হার্ড ডিস্ক নানান রকম সুভিধা আলাদা মেমরি কার্ড লাগানো লাগে না। চিপ লাগায় কম দামে গেম পাবেন। এইসব।

আর যদি আপনের ভাগ্নে সারাদিন এখানে ওখানে টো টো কইরা বেড়ায় তাইলে পিএসপি দিতে পারেন। যেখানে যাবে সেখানে নিয়ে যেতে পারবে। wi fi ও আছে ঐটায়।

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০২

তৃষ্ণার্ত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৫

মাষ্টার_মশাই বলেছেন: একটাও না ।গেমস খেলন ভালা না।;)
মাইনাস

৩| ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৩

সু্মিত বলেছেন: অবশ্যই এক্সবক্স। পিএস৩ তে এখন ও পাইরেটেড গেম চালানো যায় না। আর বাংলাদেশ এ বসে অরিজিনাল গেম পাইবেন কই?

৪| ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৩

জুল ভার্ন বলেছেন: ভাবনের বয়স জানালে ভালো হত। বয়স অনুযায়ী সিলেকশন করতে হবে।

অবশ্যই পিএস-৩ সব থেকে ভালো। যদিও অস্বাভাবিক দাম।

৫| ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৪

আজনবী বলেছেন: সনি পিএসপি দিতে পারেন। আইডিবি ভবন / ইষ্টার্ন প্লাজায় পাবেন। বাংলাদেশে গেম কিনতে পারবেন। আলাদা মেমরিকার্ড নিতে পারেন। কোথাও বেড়াতে গেলে সাথে নিতে পারবেন। আমার ছেলের সাথেতো মাঝে মাঝে আমার ভন্ডগোল লেগে যায়, দেখবেন আবার আপনার সাথে যেন না হয়।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

ভুরিদত্ত বলেছেন: পিলেইশটিশানের উফরে কুনো কতা নাইক্কা

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩

আরিফুল হোসেন তুহিন বলেছেন: এক্সবক্স,কারন পিএস ৩ এ পাইরেটেড গেম চালানো যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.