![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(I am sympathetic and sensitive to the conventional systems)আমি প্রথাগত ব্যবস্থার প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল
Oldboy (2013)
একজন পুরুষ কখন আকুলভাবে মৃত্যু কামনা করে বলতে পারবেন?
অনেক কিছুই ভাবনা এসে যায় মাথায়। অসহনীয় বিচ্ছেদে, প্রতিশোধ নিতে না পারার ব্যর্থতায়, কিংবা খুব প্রিয়জনকে তিলে তিলে মরতে মরতে দেখে- কিন্তু বিশ্বাস করুন, এরচেয়ে কঠিন কারণও আছে পৃথিবীতে।
তা হলো তীব্র পাপবোধের অনুশোচনা। অনুশোচনা পাপের আগে বুঝতে না পারার। অনুশোচনা ঘৃণ্যতম ঘটনার ফলাফলকে কোনোভাবেই পাশ কাটাতে না পারার।
Oldboy সিনেমাটি দেখে শেষে দিয়ে তাই মনে হলো। মূল চরিত্রের মৃত্যু চাইবেন আপনি নিজেও। মরেনি দেখে করুণা বোধ করবেন তার উপর। সিনেমার কাহিনী শুরু সাদামাটা আমেরিকান এক লোককে নিয়ে, যে কিনা পরিবারের ব্যাপারে ভীষণ উদাসীন। তার তিন বছরের সন্তানের জন্মদিনে সে অনুপস্থিত থাকাকে ভালো মনে করে। গাড়ল টাইপের চরিত্র যে কিনা অসংযত ও সন্ধানী জীবনের খোঁজ করে চারপাশে।
এক বৃষ্টির রাতে লোকটি মাতাল অবস্থায় বন্ধুর বারের কাছে যায়। প্রচুর মদ খেয়ে খেয়ে সে এমনিতেই ভারসাম্যহীন। তারউপর সে বমি করতে থাকে। বন্ধু খুব একটা গা করে না। সকাল বেলা বারের বন্ধুটি দরজা খুলে দেখতে পায় লোকটির পুতুলটা পড়ে আছে রাস্তায়। আশেপাশে লোকটি নেই। টিভিতে সংবাদ আসে লোকটির স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। লোকটির ছোট মেয়েটি অবশ্য বেঁচে যায় এবং এক দম্পতির তত্ত্বাবধানে বড় হতে থাকে। লোকটিও পলাতক। পুলিশের সন্দেহভাজন খুনীর তালিকায় স্বামী লোকটিই আছে প্রথমে।
কিন্তু ঘটনা ঘটেছে ভিন্নভাবে। লোকটিকে সেই বৃষ্টির রাতেই কিডন্যাপ করা হয়। বদ্ধ একটা ঘরে ২০টি বছর আটকে রাখা হয় তাকে পশুর চেয়ে ভয়ংকরভাবে। লোকটি জানেও না তার অপরাধ কি। নিঃসঙ্গ জীবনে একটা ইঁদুর ও তার বাচ্চাগুলোকে সে সঙ্গী ভাবে তার বদ্ধ ঘরে। সে ইঁদুরের বাচ্চাগুলো পরেরদিন খাবারের সাথে সিদ্ধ করে লোকটিকে খেতে দেয়া হয়।
লোকটির শুধুমাত্র পাগল হওয়া বাকি থাকে।
২০ বছর পর যখন লোকটিকে ছাড়া হয়, তখন তার স্বাভাবিক অবস্থা নেই। বয়স হয়ে গিয়েছে। কিন্তু সে প্রতিশোধের নেশায় পাগল প্রায়। তার সাথী হয় অল্পবয়সী সুন্দরী এক মেয়ে, যে কিনা প্রথম দেখায় লোকটির প্রতি সহানুভূতি অনুভব করে। মেয়েটি লোকটির প্রতি দুর্বলতা অনুভব করে, এবং লোকটিও মেয়েটিকে ভালোবেসে ফেলে। একে একে সূত্র ধরে লোকটি বের করতে থাকে কারা তাকে কিডন্যাপ করেছিলো। নৃশংসভাবে ওই গ্রুপের লোকদের হত্যা করতে থাকে।
আচমকা সে কিডন্যাপকারীদের মূল ব্যাক্তিটিকে পেয়ে যায়। কিন্তু এখানেই ঘটনা ভিন্নদিকে মোড় নেয়। লোকটি জানতে পারে তার সমস্ত প্রতিশোধ নেবার চেষ্টা যাতে সফল হয় তাই চাইছিলো কিডন্যাপারটি। শুধু তাই নয়, লোকটির যাতে জীবনে প্রেম আসে, অর্থ আসে। সেই সাথে তার ছোট্ট মেয়েটির সাথে দেখা হয়- তাই চাইছিলো কিডন্যাপারটি। কিন্তু কেনো?
কারণ শুনে কান্নায় ভেঙ্গে পড়ে লোকটি। সে হাঁটু গেড়ে বসে নিজের মৃত্যু কামনা করে বারবার কিডন্যাপারটির কাছ থেকে। কিন্তু কিডন্যাপার এবার তাকে করুণা করে না। উল্টো কিডন্যাপার নিজে আত্মহত্যা করে।
স্পয়লার দিচ্ছি না। ছবির শেষ অংশ দেখে বেশ আফসোস করেছি লোকটির জন্য। সেই সাথে পুলকিত হয়েছি টুইস্টের ভিন্নতা দেখে।
ডাউনলোড করুন টরেন্ট থেকেঃ
https://yts.to/movie/oldboy-2013
Oldboy
2013 film
5.7/10·IMDb
41%·Rotten Tomatoes
3/4·Roger Ebert
49%·Metacritic
Initial release: November 11, 2013
Director: Spike Lee
Running time: 1h 44m
Initial DVD release: March 4, 2014 (USA)
Story by: Garon Tsuchiya, Nobuaki Minegishi
Cast
Josh Brolin (Joe Doucett)
Elizabeth Olsen (Marie Sebastian)
Samuel L. Jackson (Chaney)
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: মূল কোরিয়ান ভার্শনটা দেইখেন। আরো ভালো লাগবে।