নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের দালাল!

আরাফাত আবীর

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক!

আরাফাত আবীর › বিস্তারিত পোস্টঃ

আততায়ী!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯


[ছবিঃ গুগল]

নিজেই একটা পুরো উপন্যাস;
অথচ, মাত্র দুইশত ছয় পাতার একটা গল্পের প্রতিটা পাতায় তার সরব উপস্থিতি!
নিজে পুরোটাই একটা কবিতার বই;
অথচ, মাত্র চার লাইনের একটা কবিতায় তার কি বিকট ছটফটানি!

সম্পূর্ণটাই সুবিশাল সমুদ্র;
অথচ, মৃতপ্রায় নদীর বুকে নাব্যতা হতে হতে আবার মরুভূমির জন্ম দেয়!
আস্ত একটা পৃথিবী;
অথচ, বিধ্বস্ত ট্রয়নগরীর এক ভগ্নস্তুপে তার থমথমে পদচারণা!

একটা উপন্যাস, একটা কবিতার বই, একটা সমুদ্র, একটা পৃথিবী, পুরোটা নিজেতে আত্মস্থ করছো,
তবু কেন এই ছোটগল্প, কবিতা, নদী আর ভগ্নস্তুপের মাঝে দৃশ্যায়মান হওয়ার তীব্র আকাঙ্খা?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: ওকে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

আরাফাত আবীর বলেছেন: ওকে দাদা!

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

নেওয়াজ আলি বলেছেন: অনুপম,

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

আরাফাত আবীর বলেছেন: অনেকটা সেরকমই ভাই!

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

আরাফাত আবীর বলেছেন: ধন্যবাদ! :)

৪| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখা তো খুব সুন্দর।

আশাকরি অন্যদের লেখা পড়বেন মন্তব্য করবেন তাহলে আপনার লেখাও পপুলার হবে ইনশাআল্লাহ।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:১৪

আরাফাত আবীর বলেছেন: ইনশাআল্লাহ। কয়েকদিনের ভেতরেই ল্যাপটপ আসতেছে। মোবাইলে প্রচুর ঝামেলা হয়!

৫| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি এটা ঠিক বলেছেন। মোবাইলে টাইপ বিরক্তিকর লাগে।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:৩০

আরাফাত আবীর বলেছেন: তবুও চেষ্টা করবো আপু। ভালো থাকবেন, দোয়া রাখবেন!

৬| ০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৪৩

অধীতি বলেছেন: ছোটগল্পের শেষ আর প্রেমের শেষ একই একটা দীর্ঘশ্বাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.