![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক সমস্যার কারনে আমার পড়াশোনা বারবার বিঘ্নিত হয়েছে। প্রচন্ড ইচ্ছা থাকা সত্তেও পড়াশোনা বাদ দিয়ে আমাকে কাজ করতে হয়েছে কারন আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি অনেকবার পড়াশোনা করার চেষ্টা করেছি কিন্তু শেষপর্যন্ত আমাকে আবার কাজে ফিরে যেতে হয়েছে। বর্তমানে আমি খুলনার একটি প্রাইভেট পলিটেকনিকে ডিপ্লোমাতে ভর্তি আছি। কিন্তু বরাবরের মতই পড়াশোনা বাদ দিয়ে কাজ করছি।
আমার কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, নেটওয়ারকিং, টেলিকমুনিকেশন ইত্যাদি ক্ষেত্রে যতটুকু জ্ঞান আছে তা দিয়ে ভাল কোন প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা আমার আছে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা না থাকার কারনে তা সম্ভব হয়না। জীবিকার প্রয়োজনে আমাকে তাই বিভিন্ন দোকানে কাজ করতে হয়। আর এটাই আমার সবথেকে বড় সমস্যা। কারন এসব দোকানে ডিউটি টাইম অনেক বেশি। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করতে হয়। তাই ইচ্ছা থাকলেও কলেজ যাওয়া ক্লাস করা আমার পক্ষে সম্ভব হয়না।
আর এজন্ন্যেই আপনাদের কাছে আসা। আমি জানি এখানে অনেকেই আছেন যারা হয়ত ইচ্ছে করলে আমার এই সমস্যার সমাধান হতে পারে। আপনারা আমাকে সহায়্তা করলে আমি হয়ত আবার আমার শিক্ষা জীবনে ফিরে যেতে পারব।
যদি কেউ আমাকে কিছু পার্টটাইম কাজ দেন অথবা ঋণ হিসেবে হলেও নিয়মিত ভাবে কিছু অর্থের জোগান দেন তবে আমার খুব উপকার হয়। আমি দেশের যেকোনো জায়গায় গিয়ে কাজ করার জন্য প্রস্তুত আছি। আমি কম্পিউটারের যেকোনো সমস্যার সমাধান, নেটওয়ারকিং, বিভিন্ন সিকিউরিটি পণ্য যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা আইপি ক্যামেরা ইত্যাদি ইন্সটলেশন ও মেরামত সহ সকল প্রকার আইটি সেবা কাষ্টমার সাপোর্ট টেলিকমুনিকেশন ইত্যাদি সকল বিষয়ে কাজ করতে পারব।
আমি আপনাদের সবার সহায়তা কামনা করছি।
আমার সেল নাম্বার +৮৮-০১৮১৯৭০৪০৮৭
আমার ইমেইল [email protected]
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
মোস্তফা আরাফাত বলেছেন: সম্ভব হলে আমার জন্য কিছু করবেন এই আশায় রইলাম।
২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই আপনার জন্য দোয়া রইলো, আপনি যেন দ্রুত সব সমস্যা কাটিয়ে উঠতে পারেন ...
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩
ভিটামিন সি বলেছেন: আপনাকে দেয়ার মতো কোন কাজ যদি আমার থাকত তাহলে আমি নিশ্চয়ই দিতাম। আর ভাইরে গরীবের মনটা অনেক বড় থাকে কিন্তু পকেট বা মানিব্যাগ থাকে খুব ছোট। তাই ওই বিষয়ে কিছূ করতে পারলাম না। তবে আপনি ঢাকায় এসে কাজ খুজে নিতে পারেন। অথবা আপনার আশে পাশের ছেলে-মেয়েদের পড়ানোর কাজ নিতে পারেন। তাতে ভালোই আয় হবে।
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫
শরিফুল ইসলাম সীমান বলেছেন: গরীবের মন বড় কিন্তু মানিব্যাগ ছোট! তবে শুভকামনা থাকলো।
আপনার যে পরিমাণ দক্ষতা সেটা কাজে লাগাতে পারেন এমন একটা আইডিয়া দিতে পারি। আপনি হোম সার্ভিস করতে পারেন, এজন্যে যে এরিয়াতে আছেন সেখানে লিফলেট, কম্পোজ-ফটোকপি করে চারদিকে প্রচার করে দিন। খুব স্বল্প বিনিয়োগে মাসশেষে মোটামুটি ভালমানের একটা এমাউন্ট থাকবে। আমার একবন্ধু হোমসার্ভিস করে এখন স্বাবলম্বী।
৫| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬
সালমা শারমিন বলেছেন: আপনার কথা জেনে খুব জেনে খুব কষ্ট পেলাম, আরও কষ্ট লাগছে আমার সাধ্য কম বলে। তবুও চেষ্টা করব। আপনিও চেষ্টা করে যান।
৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
আমিনুর রহমান বলেছেন:
আমি কম্পিউটারের যেকোনো সমস্যার সমাধান, নেটওয়ারকিং, বিভিন্ন সিকিউরিটি পণ্য যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা আইপি ক্যামেরা ইত্যাদি ইন্সটলেশন ও মেরামত সহ সকল প্রকার আইটি সেবা কাষ্টমার সাপোর্ট টেলিকমুনিকেশন ইত্যাদি সকল বিষয়ে কাজ করতে পারব।
আপাতত পরিচিতদের বাসায় গিয়ে কম্পিউটারের হোম সার্ভিস দিন। ধীরে ধীরে পরিচিত হয়ে গেলে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যা থেকে আপনি আপনার খরচ তুলতে পারবেন। আমি স্টুডেন্ট লাইফ এ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাসায় গিয়ে কম্পিউটারের সমস্যার সমাধান করে দিয়ে আসতাম। বেশ ভালোই আসতো।
আপনার জন্য শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫
ৈতয়ব খান বলেছেন: আপনি সুন্দর একটি প্রতিষ্ঠানে আপনার মনের মতো কাজ করতে পারছেন- এমন একটি মনোছবি দেখুন। মনোছবি হচ্ছে আপনার মনের ইচ্ছেমতো ছবি দেখা। এ ছবি দেখাটা যদি সঠিক ভাবে হয়, তবে এটাকে আপনি ক’দিন পরেই বাস্তবে দেখতে পাবেন।
নম্বরটা নোট করলাম। আইটিতে আপনার দক্ষতা যাতে কাজে লাগানো যায়, চেষ্টা করবো। বাকী আল্লাহর ইচ্ছা।